এখনও বিকেল
এখনও সকাল কিংবা সন্ধ্যা বা এলোমেলো বন্ধ্যা রাত্রি,
এখনও জ্যোৎস্না – সমুদ্দুর – লাল কাঁকড়া – লোনা বালি – হুহু বাতাস
সোনালী চুল – সাদা বকের ঝাঁক – হেমন্তের শিশির……
সবই আছে যেমন ছিল ;
তেমনই আছে……ঘন গাঢ় সুগন্ধি সুন্দরী আর সুরঞ্জনরাও।
শুধু নেই…
গাছের ছায়ায় মধ্যাহ্নের ক্লান্ত রাখাল ,
আর নেই…
সেই-ই বাঁশরী ………………

৬৫২জন ৬৫২জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ