এখনও বিকেল
এখনও সকাল কিংবা সন্ধ্যা বা এলোমেলো বন্ধ্যা রাত্রি,
এখনও জ্যোৎস্না – সমুদ্দুর – লাল কাঁকড়া – লোনা বালি – হুহু বাতাস
সোনালী চুল – সাদা বকের ঝাঁক – হেমন্তের শিশির……
সবই আছে যেমন ছিল ;
তেমনই আছে……ঘন গাঢ় সুগন্ধি সুন্দরী আর সুরঞ্জনরাও।
শুধু নেই…
গাছের ছায়ায় মধ্যাহ্নের ক্লান্ত রাখাল ,
আর নেই…
সেই-ই বাঁশরী ………………
২০টি মন্তব্য
"বাইরনিক শুভ্র"
সুন্দরী আর সুরঞ্জনরাও আছে কিন্তু আগের মত নেই ।
ছাইরাছ হেলাল
ঘন গাঢ় সুগন্ধি সুন্দরী আর সুরঞ্জনরা নেই বা আগের মত নেই আপনি জানলেন কীভাবে ?
বন্ধ চোখে হৃদয় দিয়ে তাকান , দেখতে পাবেন ।
সোনিয়া হক
সব যদি থাকে শুধু একটি না থাকলে কি আসে যায় ?
ছাইরাছ হেলাল
এই একটি যদি না থাকে আর সব থাকা হবে অর্থহীন ।
আদিব আদ্নান
সুগন্ধি সুন্দরী ! কোথায় পেলেন এমন মজার সুন্দর শব্দ ?
ছাইরাছ হেলাল
শুধুই শব্দ হবে কেন ? সত্যি ই এমন হলেও হতে পারে ।
বনলতা সেন
যত পড়ছি তত মুগ্ধ হচ্ছি ।
ছাইরাছ হেলাল
আরও অনেক কিন্তু পড়তে হবে ।
জিসান শা ইকরাম
বাঁশরীর হাহাকার থাকবেই
চেতনা থাকা পর্যন্ত
ছাইরাছ হেলাল
হ্যা ,’না’ এর যন্ত্রনা আমরা এড়াতে পারি না ।
শাদমান সাকিব
ভাল না বুঝলেও ভালই লাগছে ।
ছাইরাছ হেলাল
আপনার মন্তব্যটিও কিন্তু ভাল লাগছে ।
প্রজন্ম ৭১
এই হাহাকার আমাদের থেকেই যাবে ।
ছাইরাছ হেলাল
হ্যা , অনেক বেশি করেই আছে ।
শিশির কনা
আহা , কত অতৃপ্তি 🙁
ছাইরাছ হেলাল
এ অতৃপ্তিই আমার প্রেরণা , নিজেকে খুঁজে নেয়ার খুঁজে পাবার ।
ভাল থাকবেন ।
আপনি ব্লগার ?
ব্লগারদের আমি খুব ভয় পাই ।
আপনার লেখা দেখলাম একটি ।
হতভাগ্য কবি
থাকলেও অরা ধরা দিবে না দেয় ও না । ভালো লাগসে
ছাইরাছ হেলাল
অধরাই থেকে যায় অনেক অনেক চাওয়া ।
অরুনি মায়া
আবারো একজন রাখালের পুনর্জন্ম ঘটিয়ে যাবে হয়ত, কোন এক সুরঞ্জনা | খুব খুব খুব ভাল লেগেছে | প্রিয়তে না রাখলেই নয় (3
ছাইরাছ হেলাল
এটি আমার অনেক প্রিয়দের মধ্যে ও বিশেষ প্রিয় লেখা।