নগরী জুড়ে আজ তীব্র বাতাস, নেমেছে আঁধার
আকাশ ফাটিয়ে অবিরত ঝরে বৃষ্টি, ঝুম বৃষ্টি
সব কোলাহল থেকে দূরে, আড়ালে, বেহায়া বাতাসে
দিগন্তের মৌন পাহাড়ের মত ঠায় খানিক দাঁড়াই
খালি পায়ে, আকাশ পানে দু’হাত বাড়াই
ভিজি, ঘোর লাগা মানুষের মতই ভিজি
গা কাঁপিয়ে আসুক জ্বর, বাঁধুক অসুখ
জানি, বৃষ্টি থামবে, ধরণী হাসবে
থামবে ব্যস্ততা শত
যেমন করে থামে একদিন
জীবনের হিসাব যত ।
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এ যে মন খারাপ করা লেখা !
রিমি রুম্মান
আমার শহরে বৃষ্টি ছিল… বৃষ্টি মন ভাল করেনা কখনো …
জিসান শা ইকরাম
ইচ্ছে গুলো থেমে যায় আচমকা।
অনেক দিন পরে লিখলেন আপনার অনুভুতি।
অনেক অনেক ভালো লাগা জানালাম।
রিমি রুম্মান
সোনেলা__ ভালোলাগার জায়গা আমার… তাই ফিরে ফিরে আসি…
শুন্য শুন্যালয়
ধুর হিসাব টিসাব, মন খারাপ বাদ দিন তো, আসুন ভিজি…
রিমি রুম্মান
একসাথে অনেকে ভিজলে বৃষ্টি আনন্দময় হয়ে উঠে…
খসড়া
বৃষ্টির আশায় চাতক হয়ে বসে আছি।
রিমি রুম্মান
কেউ বৃষ্টির আশায় থাকে… কারো বৃষ্টি ভাল লাগে না…
মিসু
বাহ!
রিমি রুম্মান
ভাল থাকুন … সাথে থাকার জন্য ধন্যবাদ …