
একদিন, ঘুম ভেঙ্গে দেখবে
সকালের সোনা রোদে
উড়ো চিঠি, উড়ে এসে
পড়ছে মেঝেতে।
কি ভাবছো ?
অক্ষরগুলো দুঃখ জড়ানো
অথবা শোকের প্রলাপ ?
হতেও তো পারে সুখের কথা !
নয়তো শব্দগুলোতে
এলোমেলো আনন্দের ব্যাখ্যা !
সুখ হলে, ছড়িয়ে দাও মিষ্টি ভোরে
দ্বিগুণ হবে।
দুঃখ হলে, নিজের কাছে রাখো
একান্তে নিভৃতে,
শিহরিত হও অনুভবে।
চিঠি কে পাঠালো
কিবা আসে – যায় তাতে ?
১৪টি মন্তব্য
ফয়জুল মহী
দুর্দান্ত লেখনী। অতুলনীয় ভাবনা
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
আলমগীর সরকার লিটন
বেশ আবেগময় প্রকাশ কবি আপু
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
রোকসানা খন্দকার রুকু
আহা! মনের ভেতরের কথা। কে লিখেছে আসলেই জানার দরকার নেই সুখ হলে ছড়িয়ে দিতে হবে। এমন হলেই পৃথিবী বদলে শুধু ভালোবাসাময় হবে। শুভ কামনা।😍😍
আরজু মুক্তা
একদম। সুখ ছড়িয়ে দিলে দ্বিগুণ হয়।
শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
উড়ো চিঠি তেও হারিয়ে গেলাম প্রচন্ড ভালোলাগায়। সুখ হলে ছড়িয়ে দিতে হবে, দুঃখ হলে বন্দী করে রাখতে হবে মনের কোঠরে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা
আরজু মুক্তা
ভালোবাসা জানবেন।
তৌহিদ
প্রেরকের ঠিকানা অজানা থাকলেও সমস্যা কি! যে চিঠিতে মিষ্টিমধুর প্রেম থাকে গোপনই থাকুক না হয় সেটি।
ভালো থাকুন আপু।
আরজু মুক্তা
হা হা। গোপন থাকুক।
শুভকামনা
ছন্দা দাম
কি সুন্দর লিখেছেন….
জীবনের অনন্যতম সারকথা,,,,সুখ ছড়িয়ে দাও,দুঃখ নিজের কাছে রাখো।।। অপূর্ব অপূর্ব অপূর্ব❤️❤️
আরজু মুক্তা
দিদি অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়
বোরহানুল ইসলাম লিটন
অসামান্য প্রিয় কবি।
তবেই তো জীবনের স্বার্থকতা।
দুঃখগুলি নিজের কাছে রেখে সুখগুলি অপরের তরে বিলিয়ে দেয়া।
মূল্যবান কবিতায় ভীষণ মুগ্ধতা রেখে গেলাম।
নববর্ষের আগাম শুভেচ্ছা রইল অন্তহীণ।
আরজু মুক্তা
শুভকামনা সবসময়। নতুন বছর ভালো কিছু নিয়ে আসুক সবার জন্য। শুভ নববর্ষ