উষ্ণতা

রিমি রুম্মান ১৯ নভেম্বর ২০১৪, বুধবার, ০৮:০০:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

মা’য়ের মৃত্যুর পর আমাদের সেই বাড়ীটিতে যাই, যেখানে একদা সুখী একটি পরিবার ছিল। সময় গড়িয়েছে। এখন সেটি একটি গল্প বই আর কিছু না ! মা’য়ের আলমিরা খুলি। সেখানে থরে থরে সৌখিন শাড়িগুলো সহ অন্যসব সাজানো। মা’য়ের নিজ হাতে গুছানো জিনিষপত্র তখনো নড়চড় হয়নি। স্মৃতিস্বরূপ সেখান থেকে একটি সাদা নকশীকাঁথা নেই, যা তিনি নিজের ব্যাবহারের জন্যে বানিয়েছিলেন। এটি বুকে চেপে দীর্ঘ পথ পাড়ি দেই, যেন মরুভূমির বুকে তৃষ্ণিত পথিকের কাছে তৃষ্ণার জলের মতন।

 

এরই মাঝে একটি শীতকাল পেরিয়ে আরেকটি শীতকাল এসেছে। রোজ রাতে সেই কাঁথাটি জড়িয়ে থাকি। মা’য়ের ছোঁয়া খুঁজি। উষ্ণ হই। ভেতরটায় রক্তক্ষরন হয়। হৃদয়ের ক্ষরিত রক্ত এতো উষ্ণ আগে কখনো বুঝিনি ! চক্ষু যুগলও অশ্রুজলের উষ্ণতায় পোড়ে। বলি___ দিয়েই গেলে তবে সবটুকু উষ্ণতা ঢেলে … ছয়ফুট মাটির গভীরে, নিজে শীতল হয়ে !

৫২৮জন ৫২৮জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ