উদাসি শব্দের অভিমান

আগুন রঙের শিমুল ২৯ জুলাই ২০১৪, মঙ্গলবার, ১১:৫১:১০অপরাহ্ন কবিতা ৩১ মন্তব্য

কবিতার শব্দেরা ভিজে গেছে
কার্তিকের শিশিরের জলে,
ভেসে গেছে গাঙ্গুরের স্রোতে
ঊদাসীনতার গুচ্ছফুলের পরাগরেনূ মেখে।

শিশিরের সাদা ফোটা
উড়ে ঊড়ে এসে বসে আমার জানালায়,
যেন শিশির আজ পেয়েছে ডানা
অত্যুতসাহী মেঘবালিকার প্রায়।

নিঃশব্দে ঝরছে হিজলের লাল রঙ অভিমান
ভেতরে প্রলয় পোষা কাকচক্ষু স্থির জলে,
উদাসীনতার বুকে জমছে কেবল
নীলচে রঙের বারুদগুড়ো অভিমান
শিশিরও একদিন প্রলয়ঙ্করী বিস্ফোরণে তোমাকে জাগাবে,
শুদ্ধতম কবিতার রঙে তোমাকে সাজাবে বলে।

৬৯০জন ৬৮৭জন
0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ