কবিতার শব্দেরা ভিজে গেছে
কার্তিকের শিশিরের জলে,
ভেসে গেছে গাঙ্গুরের স্রোতে
ঊদাসীনতার গুচ্ছফুলের পরাগরেনূ মেখে।
শিশিরের সাদা ফোটা
উড়ে ঊড়ে এসে বসে আমার জানালায়,
যেন শিশির আজ পেয়েছে ডানা
অত্যুতসাহী মেঘবালিকার প্রায়।
নিঃশব্দে ঝরছে হিজলের লাল রঙ অভিমান
ভেতরে প্রলয় পোষা কাকচক্ষু স্থির জলে,
উদাসীনতার বুকে জমছে কেবল
নীলচে রঙের বারুদগুড়ো অভিমান
শিশিরও একদিন প্রলয়ঙ্করী বিস্ফোরণে তোমাকে জাগাবে,
শুদ্ধতম কবিতার রঙে তোমাকে সাজাবে বলে।
৩১টি মন্তব্য
মিথুন
ভালো লাগলো কবিতাটি খুব, সাথে ছবিটির মানানসই যোগ।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ 🙂
শুন্য শুন্যালয়
এতো অভিমান ভালো নয়, যা পাচ্ছি তাতেই আমাদের চলে যাবে।
শিশিরের ডানা, উদাসির অভিমান… এতো শব্দ আসে কোথা থেকে? সুন্দর এবং সুন্দর।
আগুন রঙের শিমুল
যে অভিমান বোঝেনা সে কোনদিন জলের কিনারের ভূমিধ্বস দেখবেনা, সে দেখবে কেবলই বৈরী বাতাস 🙂
বনলতা সেন
জমাট অভিমানের উচ্ছসিত অদ্ভুত বহিঃপ্রকাশ ।
মনোবনে কবিতার রাহু/কেতু গ্রাস । এমন লেখা নিয়মিত পড়তে চাই ।
এই লেখাটির জন্য বিশেষ ধন্যবাদ ।
আগুন রঙের শিমুল
অদ্ভুত সুন্দর মন্তব্য 🙂
রাহু কেতুকে অতটা অসহ্য লাগেনা উপেক্ষার মতো
সিনথিয়া খোন্দকার
“উদাসীনতার বুকে জমছে কেবল
নীলচে রঙের বারুদগুড়ো অভিমান”
🙂
আগুন রঙের শিমুল
🙂
এ নদীর জল
তোমার চোখের মতো ম্লান বেতফল
যাযাবর
অনেক ভালো লেগেছে কবিতা
আগুন রঙের শিমুল
থ্যাঙ্কস
ছাইরাছ হেলাল
এখানে লেখা আপনার লেখার মধ্যে এটিকে আমার সব থেকে ভাল লেখা বলে মনে হয় ।
এমন লেখাই পড়তে চাই ।
আগুন রঙের শিমুল
তার মানে হইলো বিষন্নতাই সুন্দর 🙂
অবশ্য নন্দনতত্বের ব্যাখায় শিমুলের মতামতই নিতে হবে এমন কোন কথা নাই
ছাইরাছ হেলাল
অবশ্যই বিষণ্নতার আলাদা উজ্জ্বল ঔজ্জ্বল্য রয়েছে ।
ব্যাখ্যা মানা বা না মানার কিছু নেই , অবশ্য বিষণ্ণতা ছাড়া যে সৌন্দর্য্য নেই তা নয় ।
আর একটি কথা , এখানের লেখক বা কবি শিমুল আর বুকার শিমুলে যোজন যোজন পার্থক্য ।
আমার পক্ষপাত সোনেলার শিমুলের প্রতি এ লেখাটির পর থেকে ।
এ স্বীকারোক্তিটি করেই ফেললাম ।
আগুন রঙের শিমুল
🙂 (3
ওয়ালিনা চৌধুরী অভি
আপনার কবিতার কাছে এলে মনে কবিতার বিশ্ববিদ্যালয়ে এসেছি। নিজকে তখন কবিতার পাঠশালায় অ আ শেখার শিক্ষার্থী মনে হয়। কবিতায় অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।
আগুন রঙের শিমুল
লজ্জা পাইবার ইমু নাই কেন 🙁
অসংখ্য ধন্যবাদ 🙂
স্বপ্ন
শব্দের অভিমান এই প্রথম শুনলাম। খুব ভালো লেগেছে।
আগুন রঙের শিমুল
শব্দ ফেরিওয়ালার অভিমান ভালোবাসা সবই শব্দে 🙂
মশাই
*****শুদ্ধতম কবিতার রঙে তোমাকে সাজাবে বলে।*****
এই লাইনটি পুরো কবিতাটিকে ফুটিয়ে তুলেছে যা বারবার পড়ার মত। শব্দের আপনার হাতে শব্দ রয়েছে বোঝা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে আরোপিত মনে হয় তবে তা কোন দোষের নয় কবি। নিত্য নূতন উপস্থাপনায় সত্যি মুগ্ধ হতে হয়। আশা করি এমন লেখা আমরা পাবই।
শুভ কামনা প্রিয় কবি বন্ধু। -{@
আগুন রঙের শিমুল
অসংখ্য ধন্যবাদ 🙂
এইরকম ব্যবচ্ছেদ না হলে আসলে লিখার ত্রুটিগুলা সামনে আসেনা 🙂 আবারো ধন্যবাদ
ব্লগার সজীব
শিমুল ভাই, কবিতা তেমন বুঝিনা। শব্দের কোমলতা আর ফটোটা এমন হয়েছে, মনে হচ্ছে শব্দ গুলো পানির মাঝে থেকে উঠে এসেছে সতেজ হয়ে 🙂
আগুন রঙের শিমুল
🙂 থ্যাঙ্কস সজীব
বনলতা সেন
পাশাপাশি লেখা দু’টো দেখতে ভালই লাগে । দ’টোই যে আমার পছন্দের ।
আগুন রঙের শিমুল
অসংখ্য ধন্যবাদ বনলতা
পুষ্পবতী
কবিতা ভালো লাগলো সাথে ছবিটি ও
আগুন রঙের শিমুল
থ্যাংকস পুষ্প 🙂
স্বপ্ন নীলা
খুব মনোযোগ দিয়ে কবিতাটি পড়লাম। আমার মন কেড়ে নিয়েছে — শুভকামনা কবিকে
আগুন রঙের শিমুল
আপনার জন্যও শুভ কামনা 🙂
অলিভার
শিশিরও একদিন প্রলয়ঙ্করী বিস্ফোরণে তোমাকে জাগাবে,
শুদ্ধতম কবিতার রঙে তোমাকে সাজাবে বলে…..
এই একই কামনা থাকলো আপনার জন্যেও। তবে বিস্ফোরণে আনন্দ আর ভালো কিছু সময়ই উপহার দিয়ে যাক 🙂
আগুন রঙের শিমুল
অবশ্যই অলিভার
থ্যাংকস ফর দ্যা উইশ 🙂
ছাইরাছ হেলাল
কবিকে এ লেখাটি মন দিয়ে গুনে গুনে দশ বার পড়ার অনুরোধ করছি ।
প্রতিটি শব্দ ধরে ধরে ।
ঘটনা হলো আমি পড়েছি । তাই আমার পছন্দের লেখাটি আপনাকেও পড়তে বললাম ।