উচ্চ শিক্ষা।
তোমার আছে উচ্চ শিক্ষা
আমি গায়ের চাষা,
তুমি হলে বড়বাবু
আমি সবুজ লাতা!
তোমার আছে উঁচু দালান
উচ্চ শিক্ষার আলো,
আমার কাছে চাষের জমি
সবচাইতেই ভালো!
বাবু-এই সবুজ গায়েই জন্মেছিলেন
জন্মেছিলাম আমি,
চাষ না করলে খাবো কি
বলো তো দেখি তুমি!
বাবু তোমার আছে উচ্চ পদের চাকরি
আমার আছে লাঙ্গল ফলা অটাল আবাদ জমি,
বাবু দুইয়ের ঘরে থমকে দাঁড়ায় জীবন
আলোক সজ্জা পাবার আগে স্বপ্ন বিচরণ!
বাবু তুমি অনেক নামি-দামি
একের ঘরে আটকে পরা একমাত্র আমি,
বাবু এই জনমে সহস্র চাওয়া শত চাওয়ার ঘর
অপূর্ণ সবুজ বাংলা স্বাধীনতার ঘর।
বাবু সুদে ঘুষে উচ্চশিক্ষা আয়ের বড়ো সঙ্কট
শিশু শিক্ষা পাঠশালাতে নেশায় স্বচ্ছল,
বাবু নামি দামি স্কুল কলেজ শিক্ষার বড় অভাব
স্বভাব দেখছি টাকার পিছু মেটায় সকল অভাব!
বাবু শিক্ষা দীক্ষায় নতুন ঋতু পরিবর্তন আঁধার
আলোর ধারে শিক্ষা শিশু বন্দী প্রতি পাড়ায়,
বাবু নতুন নতুন শিক্ষা কেন্দ্র উঠছে নতুন শিশু
জন্মালেই গুনতে হবে সুদ একটু বেশি!
বাবু তোমার আছে উচ্চ শিক্ষা
আমি গাঁয়ের চাষা,
বাবু চেয়ে দেখো সবুজ গাঁয়ে কেমন করে হাসে
দুইয়ের ঘরে বন্দী আমি রঙিন দালান ভাসে।
বাবু আমার পাড়া দুইয়ের ঘরে স্বপ্ন গুলো হারায়
আমার মতো আমি আছি চাকরি পাবার আশায়।
উচ্চ পদের চাকরি,
১৬টি মন্তব্য
নিতাই বাবু
[ছবি মুছে ফেলা হয়েছে]
একগুচ্ছ গোলাপের শুভেচ্ছা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা শুভেচ্ছা অফুরন্ত, ভালো থাকুন সব সময়।
ছাইরাছ হেলাল
সমাজের এই বিভেদ চালু আছে, থাকবেও।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, থাকুক চিরন্তন
সুরাইয়া পারভিন
চমৎকার লিখেছেন
আমি রীতিমত আবৃত্তি করে ফেললাম।
দারুণ লেগেছে কবিতাটি
সঞ্জয় মালাকার
ধন্যময় হলাম দিদিভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা ভালোবাসা।
জিসান শা ইকরাম
কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন ভাইজান , ভালো লাগা অফুরন্ত।
রাফি আরাফাত
ভালো লাগলো। আসলে সোনেলার কাছে আমি ঋণী, অনেক অনেক অনেক কিছু পেয়েছি ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, ভালো লাগা অফুরন্ত, আর সোনেলার কাছে শুধু আপনি নয়, আমরা সবাই ঋণী,
সঞ্জয় মালাকার
সোনেলা আমাদে তিযেছে শিখার অনুভূতি, দিয়েছে আস্তা ভালবাসা, নতুন কিছু জানার পেরেনা, ধন্যবাদ দাদা ভালো থাকবেন সব সময় শুভ কামনা।
সঞ্জয় মালাকার
দুঃখিত দাদা তিয়েছে না দিযেছে হবে।
এস.জেড বাবু
তোমার আছে উঁচু দালান
উচ্চ শিক্ষার আলো,
আমার কাছে চাষের জমি
সবচাইতেই ভালো!
মায়ের পেটে থাকতে সবাই বাচ্চা, জন্মের সেকেন্ড থেকেই ধনী গরীব বিভেদ।
মুগ্ধতা রেখে গেলাম।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন।
আরজু মুক্তা
ভালো লাগলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি ভালোলাগা অফুরন্ত।