ঈদ

এজহারুল এইচ শেখ ৯ আগস্ট ২০১৩, শুক্রবার, ০৩:৩৯:২৯অপরাহ্ন বিবিধ ৭ মন্তব্য

বেলার দিকে,
মুখের জলজমি শুকিয়ে
হয়ে যায় কাঠ,ঠোঁটে পড়ে তাঁরই ছাপ,
মাটির দেওয়াল হয় এপিটাফ!

চোখে পড়ে গোধূলির কত রং,
শ্বাসনালির টানে লালা বেশ সংযম!

নুরের প্রেমে জ্বলে বুক, পোড়ে তুর,
সে তো নয় সুদূর!ধৈর্যের পথে ঘুর…

চাঁদ জানে জোৎস্না ঞ্জানে,
ঘোমটার খোলে হাসি ফোঁটে,
প্রতীক্ষার শেষে আদম চোখে সুরমা ওঠে!

@ বাড়ি,
তারিখ-০৯/০৮/১৩
সময়-৩ঃ২৯ রাত

সবাই কে জানাই ঈদের প্রীতি ও শুভেচ্ছা!

৯৮৪জন ৯৮৪জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ