বেলার দিকে,
মুখের জলজমি শুকিয়ে
হয়ে যায় কাঠ,ঠোঁটে পড়ে তাঁরই ছাপ,
মাটির দেওয়াল হয় এপিটাফ!
চোখে পড়ে গোধূলির কত রং,
শ্বাসনালির টানে লালা বেশ সংযম!
নুরের প্রেমে জ্বলে বুক, পোড়ে তুর,
সে তো নয় সুদূর!ধৈর্যের পথে ঘুর…
চাঁদ জানে জোৎস্না ঞ্জানে,
ঘোমটার খোলে হাসি ফোঁটে,
প্রতীক্ষার শেষে আদম চোখে সুরমা ওঠে!
@ বাড়ি,
তারিখ-০৯/০৮/১৩
সময়-৩ঃ২৯ রাত
সবাই কে জানাই ঈদের প্রীতি ও শুভেচ্ছা!
৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বাহ্ ,এমন দিনে এমন কবিতাই চাই ।
ধন্যবাদ , ঈদ মোবারক ।
শিশির কনা
ঈদ মূবারক ভাই। ভালো থাকুন । (y)
ব্লগার সজীব
সুন্দর কবিতা । ঈদ মোবারক ।
মিসু
খুব ভালো লেগেছে । ঈদ মুবারক -{@
প্রজন্ম ৭১
ঈদ মুবারক
নীহারিকা
সুন্দর লেখা।
যাযাবর
এজহারুল ভাই ঈদ মুবারক (y) -{@