
ইস্যু নিবেন ভাই ইস্যু
আমি ইস্যু বেচে খাই
ইস্যু নিবেননি ভাই ইস্যু
আমি ইস্যু বেচে সংসারটা;বাচাই।
গায়ে আমার সীলমারা ভাই ক্ষমতাসীন-
যখন যে দল,
ইস্যু আমার ভাইব্রাদার আত্মীয় স্বজন,
একটা ইস্যু শেষ না হতেই ভাই
আরেকটা রেডি করি,
ইস্যুর চাপায় চেপে আমি জনতাকে করি কৌতুহলী।
ইস্যু নিবেন ভাই ইস্যু
আমি ইস্যু বেচে খাই
ইস্যু নিবেননি ভাই ইস্যু
আমি ইস্যু বেচে সংসারটা;বাচাই।
করোনার ইস্যু রেখে এখন
লাল নীলপরীকে ধরছি,
বাজার এখন বেশ ভাল ভাই
ভাসুরগুলোরে; বাচিয়ে দিয়ে
সালা সম্মন্ধিগুলারে ধরছি।
ইস্যু নিবেন ভাই ইস্যু
আমি ইস্যু বেচে খাই
ইস্যু নিবেননি ভাই ইস্যু
আমি ইস্যু বেচে সংসারটা;বাচাই।
কত ইস্যু গেলো পড়ে নতুন ইস্যুর ক্ষোভে
নতুন ইস্যু এলে পরে ব্যাবসা; আমার তুঙ্গে,
কানায় বলে দেখতে চাই-
বোবায় বলে বলতে চাই,
এ দেশটাতে আগাগোড়া; সবাই এখন,
বিজ্ঞ রাজনিতীবিদ ভাই।
ইস্যু নিবেন ভাই ইস্যু
আমি ইস্যু বেচে খাই
ইস্যু নিবেননি ভাই ইস্যু
আমি ইস্যু বেচে সংসারটা;বাচাই।
কতশত বিচার ভাণ্ডার আছে পড়ে মুখ থুবরে
নতুন ইস্যুর বিচার লইয়া জনতার লড়াই;
প্রশাসনের দৌড়ঝাপ আছে যেখানে বাপ,
অসহায়দের বিচার চাওয়া যেন আজন্ম পাপ।
ইস্যু নিবেন ভাই ইস্যু
আমি ইস্যু বেচে খাই
ইস্যু নিবেননি ভাই ইস্যু
আমি ইস্যু বেচে সংসারটা;বাচাই।
ছবিঃনেট
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অনেক দিন পর এমন দারুন কিছু লিখলেন,
এক দিক থেকে ভাগ্যবান ভাবতেই পারি আমরা নিজেদের, নিত্য নূতন ইস্যু,
একটুও বোর হতে হচ্ছে না, এই টেনেটুনে ৪/৫ বা বড়জোর ৭ দিন। নূতন কিছু পেয়ে যাচ্ছি।
হায়রে সময়!!!!!!
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয় কবি।
আলমগীর সরকার লিটন
লাল স্যালুট জানাই কবি মমি দা
মনির হোসেন মমি
ধন্যবাদ কবি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
দারুন লিখেছেন ভাইয়া। নিত্যনতুন ইস্যু তে জনগণ বিনোদন পাচ্ছেন প্রচুর, ফেসবুক, স্যোসাল মিডিয়া কানায় কানায় টইটুম্বুর । অফুরন্ত শুভকামনা রইলো। শুভ সকাল
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ আপু
মোঃ মজিবর রহমান
ইস্যুর বলি মাওলানা মামুন্সহ অনেক ইসলামী ও নানান ব্যাক্তি নাজেহাল। ইস্যুর বলি অসহায় অনেক মানুষ কেউ জানেনও না তাঁর অপরাধ কি কি অপরাধে হাজতবাস।
ডিএমপি কমিশনার সাব বললেন পরিমনি সাকলায়েন এর বিরুধদ কমপ্লেইন করেনি তাই আইঙ্গত পদক্কেপ নেয়া যায়নি। আর মাওলানা মামুনের বউ রিসোর্টে গিয়ে কমপ্লেইন করেছিল!!!!
এই হলো আমাদের জাতীয় বেস্যাদের দের খেলা।
মনির হোসেন মমি
ইস্যুর যাতায় আমরা দিশেহারা। ভাল থাকবেন ভাই।
হালিমা আক্তার
দারুন লিখেছেন। ইস্যু নিয়ে চলছে খেলবাজী। আমরা জনগণক না বুঝে দিচ্ছি হাততালি। শুভ কামনা রইলো।
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু।
রিতু জাহান
ভাসুরের নাম নেয়া নিষেধ আছে সেই সমাজ শুরুর পর থেকে।
তাই ভাসুরের নাম নেয়া যাবে না।
ভাসুরদের রাতের আসরে যে নেশ্র পানি ছিটানো হয় তাতে বড় নেশা হয়,, তার জন্য নীলপরিদের ধরে কেি নাস্তানাবুদ।
ইস্যুর কোনো যেনো কমতি নেই,,,
চমৎকার একটা পোষ্ট। কষে চড় মারার মতো নির্লজ্জতার মুখে।
মনির হোসেন মমি
বাস্তবতা এখন এটাই।ধন্যবাদ আপু
আরজু মুক্তা
ইস্যুর বলিহারি। দারুণ বাস্তবতা। ওদেরও তো পেট চলতে হবে। রমরমা ব্যবসা। মেয়েরা সবখানেই পাঠারবলি।
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু
সাবিনা ইয়াসমিন
তিনবেলা ইস্যু খেয়ে বেঁচে থাকার দেশে এখন ইস্যু ফেরিওয়ালাদেরই জয়-জয়কার। প্রতিটি ইস্যুর বোনাস অফারও আছে। অসহায়দের ইস্যু হওয়ারও ক্ষমতা নেই।
প্রতিবাদী লেখায় সাধুবাদ জানাচ্ছি মমি ভাই।
আরও লিখুন।
শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
ধন্যবাদ আফা। দোয়া করবেন।
নিতাই বাবু
সত্যিই এখন আমাদের দেশে অনেক ইস্যুওয়ালার জন্ম হয়েছে। তাই আজ এদের ইস্যুতে দেশেরও বারোটা বেজে চলছে।
মনির হোসেন মমি
ধন্যবাদ দাদা।
রোকসানা খন্দকার রুকু
অসাধারণ লেখা ভাই। এমন লেখা আরো চাই,,
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু ।।