কেউ যদি মনে করেন আমি ইন্ডিয়ান সিরিয়ালের সাফাই গাচ্ছি বা দালালী করছি, মনে করুন গিয়ে। আপনার মনে করায় আমার কিছু আসে যায় না। আমি নিজেও একটাও সিরিয়াল দেখি না।। কিন্তু এসবের বিরুদ্ধে যেভাবে অযুক্তিক নেগেটিভিটি ছড়ানো হচ্ছে আমি তার বিপক্ষে। আসলে আপনাদের রাগ সিরিয়ালের উপর না, আপনাদের মা’য়েদের উপর কারন তারা আপনাদের অন্য কিছু দেখতে দেয় না।।
সিরিয়াল দেখে মেয়েরা পরকিয়া ও কুটনামি শিখছে…….
২০০০সালের আগে দেশে সিরিয়াল ছিলো না তাই বলে কি পরকিয়া আর কুটনামি ছিলো না??
জহির রায়হান যেন কত সালে কুটনামি আর পরকিয়া নিয়ে “হাজার বছর ধরে” লিখেছিলো??? তখনও কি এসব সিরিয়াল দেখে শেখা হয়েছিলো???
৯৫% মায়েরাই সিরিয়াল দেখে। দয়া করে বলবেন আপনাদের কার কার মা অন্য কারো সাথে পরকিয়া করে ভেগেছে!!!! কয় জনের মা সারাদিন কুটনামি নিয়ে থাকে!!!
সিরিয়াল যদি এতই ইনফ্লুয়েন্স করে তবে তো দেশের একটা মেয়েও স্বামীর ভাত খেত না।।। বরং আপনার থেকে আপনার মা হাজার গুন ভালো, হাজার গুন সভ্য।। আপনি তো সিরিয়াল দেখেন না।। হতে পেরেছেন আপনার মায়ের থেকে বেটার মানুষ???
অসম্ভব তারা মা।। আর মায়েরা মা ই হয়…..
আর পরকিয়া কুটনামি??
কিছু কিছু মানুষ জন্মগত ভাবেই এসব নিয়ে আসে। এদের এসব শিখতে সিরিয়াল দেখার প্রয়জন হয় না।। এদের ভেতর এতই নেগেটিভিটি যে ভালো ইনভাইরনমেন্টে রাখলেও নেগেটিভিটি ছড়াবে।।
সিরিয়ালে সবসময় দুষ্টের দমন, সত্যের জয় দেখানো হয়। একজন নারী তার সব দিয়ে তার পরিবারের রক্ষা করে, সন্তানদের মানুষ করে। পারিবারিক বন্ধন, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা।
আপনার মা যদি এই পজেটিভ না নিয়ে ঐ নেগেটিভই গ্রহণ করে তবে সেটা আপনার মায়ের ব্যর্থতা সিরিয়ালের না…..
সত্য তো এটাই যে মেয়েদের মানুষিকতা ঘরোয়া টাইপ হয়। তাই তারা এসব ঘরোয়া টাইপ সিরিয়াল দেখে। আপনার মা সারাটাদিন খেটে খেটে আপনাকে মানুষ করে। আপনাদের জন্য সারাটাদিন পরিশ্রম করে।। সারাদিন পরিশ্রমের পর কি এমন করে?? কয়েকটা সিরিয়ালই তো দেখে। তাদের কাছে এটাই বিনোদন। আর আপনি তার ঐ সামান্য আনন্দটুকু কেড়ে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন।। বাহ!! দারুন!!!
মেয়েদের সিরিয়াল দেখা নিয়ে কত কত কথা।। যারা সিরিয়াল দেখে তারা beep beep… কই তারা তো আপনার খেলা দেখা নিয়ে এত কথা বলে না।। লজ্জা করেনা পাবলিক্যালি নিজেদের মা বোনকে এসব গালি দেন!!!!!
সিরিয়াল না দেখে এই শিক্ষায় পেয়েছেন আপনি??
৮টি মন্তব্য
শুন্য শুন্যালয়
আপনি মনে হয় অনেক রেগে আছেন, কার উপর বুঝতে পারছিনা।
আপনি যখন এর বিপক্ষে তখন নিশ্চয়ই তার স্বপক্ষে যুক্তি আছে, সুন্দর করে বুঝিয়ে বলুন, আমরা মনে হয় বুঝতে পারবো।
দু একটা মন্তব্য এড়িয়ে যাচ্ছেন, ইচ্ছে করে হলে কোন কথা নেই।
সনেট
মনে তো হচ্ছে রেগেই আছি।।। যাই হোক না আমি স্কিপ করিনি।।। হয়ত অন্য কারো জবাবে ঐ ব্যপারটা বলেই ফেলছি।। তাই একি জবাব বার বার দিচ্ছিনা
ব্লগার সজীব
ভয় পেয়েছি। রাগ কমুক আপনার। এরপর না হয় আসা যাবে আপনার লেখায়।
মা মাটি দেশ
-{@ (y)
ব্লগ সঞ্চালক
প্রিয় ব্লগার, আপনি এখানো কোন যুদ্ধ করতে আসেননি। এখানে আপনার কোন প্রতিপক্ষ নেই। তবে আপনার বক্তব্যের সাথে একমত নয় এমন ব্লগার থাকতে পারেন। আপনি তাঁদের প্রতিপক্ষ বানিয়ে যা বলছেন, তা অনেক শোভন ভাষায় বলা যায়।
ভবিষ্যতে লেখায় শব্দ চয়নে আরো শতর্ক থাকার জন্য অনুরোধ করছি।
শুভ ব্লগিং।
জিসান শা ইকরাম
আপনার মতামত পড়লাম 🙂
প্রহেলিকা
হা হা হা এই খোড়া যুক্তি কতটুকু চলে তা দেখি আগে। পর্ব শেষ হোক তারপর না হয় আসব।
সনেট
sorry একটা শব্দ *** দিয়ে লিখার জন্য।। পোস্ট টা ফেসবুকে দিয়েছিলাম। এডিট করতে মনে নেই