আহবান

শাহীন চৌধুরী ডলি ৫ জুলাই ২০১৭, বুধবার, ০৪:১১:১৯অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

ছুঁয়ে থাক অনুরাগের ছোঁয়া
মিষ্টি আবেশে,
চোখ মেলো সুবোধ বালক
ভোর হতেই প্রথম দর্শনে দেখো চাহি
তোমার প্রিয়ার মুখচ্ছবি ।
ভালোবাসায় মাখামাখি এক কাপ
ধোঁয়া উঠা কফির পেয়ালা হাতে
দাঁড়িয়ে শিয়রে
যামিনী যবনিকাপাতে ।
ঘুম ভাঙা প্রাত্যহিকতা সেরে এসো
নাস্তা শেষে চটপট তৈরি হয়ে,
চলো যাই দুর্বার অভিসারে
কাজে দিই ফাঁকি,
ঘরদোরের একঘেয়েমি ঝেড়ে ফেলে
মুক্ত বিহঙ্গ হয়ে উড়ি ,
একবারই চব্বিশঘণ্টা মাত্র
উথাল পাথাল কাটাবো,
হবো জল স্থল অন্তরীক্ষচারী
ভবিষ্যৎ স্মৃতিতে দেদীপ্যমান রবে
আজকের দিনলিপি ।
তুমি যাবে বালক
যাবে মোর সাথে
দিয়ে বিসর্জন কুড়েমি?

১জন ১জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ