ছুঁয়ে থাক অনুরাগের ছোঁয়া
মিষ্টি আবেশে,
চোখ মেলো সুবোধ বালক
ভোর হতেই প্রথম দর্শনে দেখো চাহি
তোমার প্রিয়ার মুখচ্ছবি ।
ভালোবাসায় মাখামাখি এক কাপ
ধোঁয়া উঠা কফির পেয়ালা হাতে
দাঁড়িয়ে শিয়রে
যামিনী যবনিকাপাতে ।
ঘুম ভাঙা প্রাত্যহিকতা সেরে এসো
নাস্তা শেষে চটপট তৈরি হয়ে,
চলো যাই দুর্বার অভিসারে
কাজে দিই ফাঁকি,
ঘরদোরের একঘেয়েমি ঝেড়ে ফেলে
মুক্ত বিহঙ্গ হয়ে উড়ি ,
একবারই চব্বিশঘণ্টা মাত্র
উথাল পাথাল কাটাবো,
হবো জল স্থল অন্তরীক্ষচারী
ভবিষ্যৎ স্মৃতিতে দেদীপ্যমান রবে
আজকের দিনলিপি ।
তুমি যাবে বালক
যাবে মোর সাথে
দিয়ে বিসর্জন কুড়েমি?
৪টি মন্তব্য
ইঞ্জা
আপু এতো সুন্দর করে লিখেন বলেই এই ভাই ভক্ত হয়েছি আপনার, লিখে যান, খুব খুশি লাগে যখন আপনার লেখা ব্লগে দেখি। 🙂
জিসান শা ইকরাম
এমন আহ্বানে যাবেনা এমন বালক কি জন্মেছে এই জগতে?
ভাল লেগেছে।
নিয়মিত লেখুন ও অন্যদের লেখা পড়ে লেখকদের উৎসাহ দিন।
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
ওহ! মন ভিজে না যেয়ে কি থাকে। কে না ভুলবে এমন হৃদয় নিংড়ানো আহবানে। আছে কি কোন যুবক বিমুখী , নাহ নেই।
হৃদয় পাগল করা কোকিলের কুহু কুহু ডাকের সাড়া আসবেই।
সুন্দর লেখা । শুভেচ্ছা নিরন্তর।
শুন্য শুন্যালয়
শুধু বালককে কেন আপু? আমাদেরও নিমন্ত্রণ দিয়ে দেখুন, সব কুড়েমি ফেলে এক পায়ে রাজী। সুন্দর হয়েছে কবিতা।
অন্যদের লেখাও মাঝে মাঝে পড়ুন আপু, মন্তব্য দিয়ে উৎসাহ দিন, এতে ব্লগারদের মধ্যে আন্তরিকতা বাড়বে।
ভালো থাকবেন।