এত মানুষের মৃত্যু
হাত কাঁটা পা কাঁটা শরীর
জীবন বাঁচানোর জন্য সাধারন মানুষের ছোটাছুটি
আহতদের জন্য কিছু একটা করার চেষ্টা
মন্ত্রী সাংসদদের ছাগলামি
সুশিলদের ভন্ডামি
মিডিয়া ব্যবসা
লাশের রাজনীতি
বিজিএমই এর মাস্তানি
শ্রমিকদের ধ্বংসাত্মক আন্দোলন
স্বজনহারাদের চোখের জল
কিছুই এখন আমাকে স্পর্শ করে না
ছুতে পারেনা আমার দুখের হৃদয় কে
সারারাত জেগে এখন আর ভাবি না
মাছের মত দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকা
লাশগুলোর কথা
আমি রোবট হয়ে গেছি ।
আমি মূর্তি হয়ে গেছি ।
১৩টি মন্তব্য
বনলতা সেন
অসাধারন লেখা ।
"বাইরনিক শুভ্র"
ধন্যবাদ ।
শিশির কনা
এত মানুষের মৃত্যু আর সহ্য করতে পারছি না ।
"বাইরনিক শুভ্র"
কোন মানুষের পক্ষেই সম্ভব না ।
যাযাবর
রোবট হবেন না প্লীজ। অনুভুতি গুলো দামী খুব। এসব নষ্ট করতে নেই।
"বাইরনিক শুভ্র"
যুদ্ধাপরাধীর বিচার,জামাত/শিবির সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন তারপরে সাভার ট্র্যাজেডি আমি আর পারছি না ।
জিসান শা ইকরাম
অনেক ভালো লেখা । আবেগ স্পর্শ করে গিয়েছে আমাকেও।
নীহারিকা
হুম, আমিও রোবট হয়ে গেছি। অনেক সুন্দর লিখেছেন।
শ্রী
অনুভূতিগুলো সব ভোঁতা হয়ে যাচ্ছে..
"বাইরনিক শুভ্র"
হুম ।
আদিব আদ্নান
নিয়মিত ই লিখবেন ।এই প্রথম পড়লাম ।
ভাল হয়েছে ।
ভন্ডদের স্বর্গে বেশি কিছু আশা করি না ।
"বাইরনিক শুভ্র"
আশা করার মত অবস্থায় আমরা এখন আর কেউ নেই ।
নিয়মিতই লেখার চেষ্টা করি, কিন্তু হয়না ।
ছাইরাছ হেলাল
কবিতা লেখার চেষ্টা দেখে ভাল লাগল ।
কেমন হল বা আদৌ হল কীনা এমন না ভেবে লিখে যান ।