আমি রোবট হয়ে গেছি ।

বায়রনিক শুভ্র ২৭ এপ্রিল ২০১৩, শনিবার, ১০:০৮:৩৭পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

এত মানুষের মৃত্যু
হাত কাঁটা পা কাঁটা শরীর
জীবন বাঁচানোর জন্য সাধারন মানুষের ছোটাছুটি
আহতদের জন্য কিছু একটা করার চেষ্টা
মন্ত্রী সাংসদদের ছাগলামি
সুশিলদের ভন্ডামি
মিডিয়া ব্যবসা
লাশের রাজনীতি
বিজিএমই এর মাস্তানি
শ্রমিকদের ধ্বংসাত্মক আন্দোলন
স্বজনহারাদের চোখের জল

কিছুই এখন আমাকে স্পর্শ করে না
ছুতে পারেনা আমার দুখের হৃদয় কে
সারারাত জেগে এখন আর ভাবি না
মাছের মত দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকা
লাশগুলোর কথা
আমি রোবট হয়ে গেছি ।

আমি মূর্তি হয়ে গেছি ।

৫৮২জন ৫৮৩জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ