আমি কেমন করে পত্র লিখি গো বন্ধু
গ্রাম পোস্ট অফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা
বন্ধুরে হইতা যদি দেশের দেশী
ঐ চরণে হইতাম দাসীরে
আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু
শুনতামনা কারো মানা
বন্ধুরে শুইলে না আসে রে নিদ্রা
ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো
আমি স্বপন দেখে জেগে উঠি রে বন্ধু
কেন্দে ভিজাই বিছানা
৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
অসাধারন আবেগ মাখানো একটি গান
শেয়ার করার জন্য ধন্যবাদ তানিশা ।
ছাইরাছ হেলাল
গানটি শুনে ভাল লাগল ।
মিসু
অন্তর ছোয়া গানে প্লাস ।
এই মেঘ এই রোদ্দুর
সুন্দর গান
আদিব আদ্নান
অনেক সুন্দর গান ।
শুনলাম ।
শিশির কনা
আপনার গান সিলেকশন চমৎকার । আমারও প্রিয় গান এটি ।
তানিশা মুমু
সকলকে ধন্যবাদ