বস্ত্র দিয়ে নারীকে বারে বারে তোমরাই আবৃত্ত করো,
আবার তোমরাই লুলুপ দৃষ্টিতে নারীকে খুলে যে ধরো!
সে যদি ছাপ মারা অসুর,
মারলে নাহয় ব্রহ্মাস্ত্র বা ফাঁসিতে.
দেখি প্রায়সই দেবরূপী অসুর মিলে যে পূণ্যভূমীর মাটিতে।।
দুর্যোধন না হয় অন্ধের পুএ,
ধর্মপুত্রেরাও হীন বলশালী হয়?
ধর্মগ্রন্থ হাতে বিধর্মী হলে তীর্থ স্থানও পতীতা পল্লী হয়।
নারীর সতীত্ব বিচারের সার্টিফিকেট
একই থাকে শুধু রূপ বদলায়..
বলির পশু একই নারীদেহই থাকে,পুরুষ বলীয়ান অর্থ বা পেশিতে হয়।।
স্বামীর সোহাগ নারীর পরশ পাথর,ওটা হারালেই অসতী নারী….
নারীর গর্ভ সৃষ্টির আধার,
তাই এতো অভিনয় করে নারী রক্ষাকারী।।
প্রকৃতি মাতাও বিধাতা পুরুষের.
বুঝে গেছিলেন এই অভিপ্রায়,
তাইতো সর্ব শক্তি বিধাতার হাতে তবু ও
সৃষ্টির প্রাণ পাখি রাখলেন নিজের আওতায়।।
অগ্নিদগ্ধা হবে,বস্ত্র লুণ্ঠিতা হবে
তবুও বিধাতাকে বলবেনা মোরে রক্ষা করো….
সে যে আধুনিকা নারী হেরে যাবে না, নারীকেই বলবে তুমি অস্ত্র ধরো।।।
তোমরা দয়া করে বস্ত্র দাও,আবার নির্দয় হয়ে লুট করো.???
আমার স্নেহ মায়ার গুণকে তোমরা অস্ত্র হিসেবেই ব্যবহার করো।।
ধীরে ধীরে বুঝলো যুগ যুগান্তরে
নারী নিজেই হলো একমাত্র নারীর মিত্র,
পুরুষ কখনোই আপন হবে না ঈশ্বর,স্বামী বা পুত্র।।
৩২টি মন্তব্য
শামীম চৌধুরী
নারীর প্রতি রইলো স্যালুট।
কন্য জায়া জননী তিন রুপে নারী।
শামীম চৌধুরী
কন্যা জায়া জননী
ছন্দা দাম
অনেক অনেক অনুপ্রাণিত হলাম বন্ধু।। শুভেচ্ছা জানাই 🌹🌹🌹
আরজু মুক্তা
নারীর তুলনা নারী। মাতৃত্ব যার আছে, তার সাথে কি কারও তুলনা হয়?
ছন্দা দাম
অশেষ অনুপ্রাণিত হলাম বন্ধু আপনার মন্তব্য পেয়ে।।🌹🌹
আরজু মুক্তা
শুভকামনা আপনার জন্য
সুপায়ন বড়ুয়া
“তোমরা দয়া করে বস্ত্র দাও,
আবার নির্দয় হয়ে লুট করো.???
আমার স্নেহ মায়ার গুণকে তোমরা
অস্ত্র হিসেবেই ব্যবহার করো।।”
নারী মাতা নারী কন্যা
নারীই মোদের আপন জন
মনটা যদি বিষিয়ে উঠে
মনে করো জন্মক্ষন।
খুব ভাল লাগলো কবিতাটা।
শুভ কামনা।
ছন্দা দাম
আমি অনুপ্রাণিত হলাম বন্ধু আপনার হৃদয় গ্রাহী মন্তব্যে।। এভাবেই উৎসাহ প্রদান করবেন।🌹🌹
সুপায়ন বড়ুয়া
আপনার মতো আমরা ও মাঝে মাঝে লিখি।
আমরাও উৎসাহ পেতে চাওয়াটা দোষের নয় নিশ্চয় ?
ভাল থাকবেন। শুভ কামনা।
হালিম নজরুল
ধর্মগ্রন্থ হাতে বিধর্মী হলে তীর্থ স্থানও পতীতা পল্লী হয়।
———-শক্তিশালী বাক্য
ছন্দা দাম
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধু আপনাকে।।আমি আপ্লুত।🌹🌹
ফয়জুল মহী
অতীব অতুলন ভাবে সাজানো লেখা । মুগ্ধ হলাম ।
ছন্দা দাম
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধু।।
অনুপ্রেরণা দান করলেন।🌹🌹
মোঃ মজিবর রহমান
অরি সুক্ষ লেখা। নারী তুমিই সেরা হোক না যতই কারো না কারো কাছে অতি নগন্যা। শক্তি বলে, বাহু বলে আবার অর্থ বলে যতই খমতাশালী হোক নারীর নিকট আস্তেই হয়, নারীর দেহে অলস দেহ এলুয়ে দিয়ে শান্তি আউখ আহরণ করে এটাও বাস্তব।
ছন্দা দাম সুন্দর লেখনির জন্য অসংগখ্য শন্যবাদ।
ছন্দা দাম
আমি অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।এমন অনুপ্রেরণা পেলে কাব্য সৃষ্টিতে মন উৎসাহিত হয়।।🌹🌹
খাদিজাতুল কুবরা
“ধীরে ধীরে বুঝলো যুগ যুগান্তরে
নারী নিজেই হলো একমাত্র নারীর মিত্র,
পুরুষ কখনোই আপন হবে না ঈশ্বর,স্বামী বা পুত্র।”
এই লাইন গুলো নারী জন্মের চরম সত্যি।
খুব ভালো লিখেছেন দিদি ভাই।
ছন্দা দাম
তোমায় অনেক ভালোবাসা বোন। নারীই নারীর মিত্র সেটার উজ্জ্বলতম উদাহরণ তুমি।
তোমার অনুপ্রেরণা হৃদয়ে সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ।♥️♥️
খাদিজাতুল কুবরা
এক বুক ভালোবাসা রইলো দিদি ভাই।
আলমগীর সরকার লিটন
নারী বন্ধব সুন্দর হয়েছে কবি আপু অনেক শুভ কামনা জানাই
ছন্দা দাম
অনেক অনেক শুভেচ্ছা ও শুভেচ্ছা জানাই ভাই🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
যে পুরুষ বস্ত্র দিয়ে নারীকে আবৃত করে সেই নারীর বস্ত্র খুলে ফেলে নিজের কামনার নিমিত্তে। ধর্মগ্রন্থ হাতে বিধর্মী হলে তীর্থস্থান ও পতিতা পল্লী হয়। নারীর আপন বলতে আমার কাছে কাউকেই মনে হয় না। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
ছন্দা দাম
আপনার অনুপ্রেরণা সবসময় আমার কাব্যসৃষ্টির পাথেয় হয়ে থাকবে।অনেক ধন্যবাদ বন্ধু🌹🌹
মোঃ খুরশীদ আলম
অসুর কসুররা যদি নারীকে নিজেদের স্বার্থে ব্যবহার করে সেটা তাদের সমস্যা-নারীর বা ধর্মের নয়। ধর্ম নারীকে তার প্রাপ্য হক্ব দিয়েছে ক্ষেত্র বিশেষে অনেক বেশীও দিয়েছে, স্ব স্ব ক্ষেত্রে যেমন দিয়েছে পুরুষের বেলায়ও। এখন কেউ যদি কোন ব্যক্তি বা গোষ্টি স্বার্থে নারীকে নিজেদের মতো করে ব্যবহার করে সেটা সেই ব্যক্তি বা গোষ্ঠির অপরাধ।
আপনার লেখায় নারী জাতির অসহায়ত্ব ফুটে উঠেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বিশ্বাস করি নারী কোন অসহায় প্রাণী নয়। নারী না হলে আমি দুনীয়ায় আসতাম না, আজ আমার এই অবস্থান হতো না আমার মা না হলে। আমার বোন না থাকলে আমি বুঝতাম না ভাই -বোনের মমত্ববোধ কাকে বলে। আমার স্ত্রী না থাকলে আমি যৌবনের সৌন্দয্য উপভোগ করতে পারতাম না। আমার জীবনের প্রত্যেক পরতে পরতে আমার বাবার সাথে সাথে আমার মা’র ভূমিকাও কম নয়। আমাদের প্রিয় নবী স. কে একজন সাহাবি (সাথি) জিজ্ঞাসা করেছিলেন যে, আমার মা ও বাবার মধ্যে কার অধিকার বেশি। হুযুর উত্তরে বলেন, তোমার মার, দ্বিতীয় বার প্রশ্ন করা হলেও তিনি উত্তরে বললেন তোমার মার, তৃতীয় বার প্রশ্ন করা হলেও উত্তরে বললেন তোমার মার। চতুর্থবার প্রশ্ন করা হলে তিনি উত্তরে বললেন তোমার বাবার। তিনবার মার অধিকার বলার পরে চতুর্থবার পিতার অধিকারের কথা বললেন। ইসলাম ধর্ম যে নবীর হাত ধরে পৃথিবীব্যপি চলে আসছে সেই নবী মায়ের অধিকারের ব্যাপারে সবচেয়ে বেশি অধিকার দিয়েছেন। এখন আমরা যদি না মানি সেটা আমাদের সমস্যা- ধর্মের নয়।
আমি যেটা বলতে চাচ্ছি পরিবারে-সমাজে নারীর অবদান কম নয়-সেটা নিয়েও লিখুন, শুধু অসহায়ত্ব নয়।
ছন্দা দাম
আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু।।আমি একমত।আসলে ধর্ম গ্রন্থগুলোকে নিজের স্বার্থ তৃপ্তির জন্য ব্যবহার করা হয়ে থাকে সবসময়।।
আর শেষের কটা লাইন পড়লে আপনি বুঝতে পারবেন আমি অসহাযত্বকে জয় করে নারী নিজেই নিজের সহায় হওয়ার কথাই বলেছি।।
অযুত ধন্যবাদ আপনাকে।।🌹🌹
কামাল উদ্দিন
পুরুষ কখনোই আপন হবে না ঈশ্বর,স্বামী বা পুত্র।। ………….এটুকু কথাতে আমার আপত্তি আছে আপু।
ছন্দা দাম
ভাইজান কবি কল্পনায় প্রসুত কবিতায় আপত্তি থাকতেই পারে ।।।তবু আমার লেখা পড়েছেন এটাই আমার প্রাপ্তি।।ভালো থাকবেন🌹🌹
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন সব সময়।
মনির হোসেন মমি
অগ্নিদগ্ধা হবে,বস্ত্র লুণ্ঠিতা হবে
তবুও বিধাতাকে বলবেনা মোরে রক্ষা করো….
সে যে আধুনিকা নারী হেরে যাবে না, নারীকেই বলবে তুমি অস্ত্র ধরো।।।
প্রতিবাদী নারী। কবিতায় নারীর স্বরূপ উম্মোচিত হয়েছে।কবিতাটি খুবই ভাল লাগল।
রেজওয়ানা কবির
আমি নিজেও একজন নারী এটা এক ধরনের অনুভূতি,আবার নারী অধিকার,নারী নির্যাতন,নারীর ইচ্ছা,এগুলো নিয়ে কাজ করেছি ৫ বছর,বাংলাদেশ লিগাল এইড,সেভ দ্যা চিলড্রেন, সাজেদা ফাউন্ডেশন সহ আরও অনেক জায়গা। তাই নারীদের সব বিষয়ে অনেকটা বুঝি।তাইতো কবির সাথে সুর মিলিয়ে বলতে হয়,
বিশ্বের যা কিছু মহান,সৃষ্টি, কল্যানকর
অর্ধেক তার রচিয়াছে নারী,অর্ধেক তার নর।
আপনার নারীদের নিয়ে আজকের লেখা সত্যি অসাধারন।ধন্যবাদ।
ছন্দা দাম
আপনার ভীষণ ভীষণ সুন্দর মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা ও ভালোবাসা আপনাকে।।
রেজওয়ানা কবির
ধন্যবাদ আপু।নিয়মিত লিখলে আরো ভালো ভালো টপিক পড়তে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন।
ছন্দা দাম
আপনার ভীষণ ভীষণ সুন্দর মন্তব্যে আমি অনুপ্রেরণা পেলাম বন্ধু।।। শুভেচ্ছা ও ভালোবাসা আপনাকে।