চলার আঁকাবাঁকা পথে কত পড়ে কাদা, আমি সবার মত নই একে বারেই আলাদা। সুখী মানুষের পৃথিবীতে হয়তো, অন্য এক মানুষ আমি- আমার হাসি দেখেনা কোন লোকে, নীরবে নিভৃতে কেটে যায় সময়- সাত সমুদ্রের জল থাকে দু-চোখে। দুঃখ নেই কষ্টও নেই, যে গড়েছে বুঝবে সেই। হতে পারিনি আলেকজেন্ডার- হতে পারিনি মহাত্মা গান্ধী, হতে পারিনি মাহতির মোহাম্মদ- জীবনের সাথে করেছি সন্ধি। এগিয়ে যাব থামবোনা,করব উপলব্ধি স্বপ্ন রাজ্যের রাজকুমার হতে পারিনি- হতে পারিনি নেতাজি, হতে পারিনি বঙ্গবন্ধু,হতে পারিনি গাজী। আমি ধন্য,আমি পূর্ন, বাবা মায়ের মনের মত হতে পেরেছি– আমি আমার মত হয়েছি!
৯টি মন্তব্য
পপি তালুকদার
প্রতিটি মানুষ আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে জন্মায়।
কেউ কারো মতো নয়।নিজের সেরা টা করে যেতে পারলেই সেটাই ভালো।
শামীনুল হক হীরা
অনেক অনেক ধন্যবাদ
হালিমা আক্তার
কেউ নয় কারো মতো | আমি হবো আমারই মতো | হোক না ওরা অনেক বড় , আমি কি খুব ছোট | নিজস্বতায় বেঁচে থাকি | সুন্দর ভাবনায় জীবন গড়ি |
শুভ কামনা |
শামীনুল হক হীরা
একদম ঠিক।ধন্যবাদ সতত।
সুপর্ণা ফাল্গুনী
কেউ কারো মত নয়, হতেও পারে না তবুও সবাই তুলনা করে একে অপরের সাথে। আপনি আপনার স্বকীয়তা নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
শামীনুল হক হীরা
তাও ঠিক বলেছেন,,ধন্যবাদ অনন্ত।
আরজু মুক্তা
সবাই যার মতোই বিকশিত হয়।
শুভ কামনা
শামীনুল হক হীরা
একদম।অনেক অনেক ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
বাহ্ অসাধারণ!!!
শুভ কামনা।