একটু একটু করে হারিয়ে যাচ্ছি
আলোর মাঝে, ছায়ার ভাঁজে
প্রেমিক কিংবা মায়ার খুশির ঢেউয়ে
শান্ত স্বপ্নীল ফুল বাগানে…
সত্যিই হারিয়ে ফেলছি নিজেকে শৈশব কৈশর যৌবনের
খসে পড়া আশার মাঝে
ফরমালিনে চিন্তাযুক্ত ভবিষ্যতে।
একটু একটু করে হারিয়ে যাচ্ছি
মানুষ নামের মানুষের ভীড়ে
একদিন ঠিক-ই আমায় আর খুঁজে পাবে না
নিত্যই যারা স্বার্থ খোঁজো পদে পদে, স্রষ্টা ভুলে আপন খোঁজো শ্রাদ্ধজয়ে…
৬টি মন্তব্য
মনির হোসেন মমি
স্বার্থপর দুনিয়ায় হারিয়ে যাওয়াই ভাল কিন্তু তাও কী সম্ভব! কেউ না কেউ ঠিকই খুজবে, খোজে খোজে বের করবে।
সুন্দর কবিতা-ভাললাগা জানিয়ে গেলাম।
বন্যা লিপি
একটু একটু করে হারাচ্ছি এই স্বার্থ খোঁজা মানুষের বিপরীতে…..
আলমগীর সরকার লিটন
স্বার্থপর দুনিয়াতে এভাবেই হারিয়ে যায়
কিছু করার নেই—–
শুধু হারিয়ে যাওয়ার অপেক্ষা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হারিয়ে যাওয়া যে নিয়তির অমোঘ বিধান –একদিন ঠিক-ই আমায় আর খুঁজে পাবে না
নিত্যই যারা স্বার্থ খোঁজো পদে পদে, স্রষ্টা ভুলে আপন খোঁজো শ্রাদ্ধজয়ে
রোকসানা খন্দকার রুকু
এভাবেই হারিয়ে যেতে হয়। আমরা হারিয়ে যাই।
শুভ কামনা রইলো।
অনন্য অর্ণব
আর একদিন আমিও হারিয়ে যাবো-
ঠিক এভাবেই-
তোমাদের স্মৃতির অতলে –
বলো সেদিন কি মনে রাখবে আমায় ?