আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।
সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি ।।
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।
————————-
কথা ও সুর : মোহাম্মদ ওসমান খান
৮টি মন্তব্য
অদ্ভুত সেই ছেলেটি
অসাধারণ একটি গান 🙂 🙂
শিশির কনা
অসাধারন একটি গান । ধন্যবাদ তানিশা আপু ।
প্রজন্ম ৭১
এই গান গুলো প্রান ছুয়ে যায় । কোনদিন পুরানো হবে না । ধন্যবাদ আপনাকে ।
আদিব আদ্নান
অনেক অনেক দিন পর অনন্য সুন্দর গানের কথাগুলো
দেখে ভালো লাগল ।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম ।
এই গান কোনদিন পূরানো হয় না , কত গান হাড়িয়ে যায় , এসব গান হাড়ায় না ।
(y)
ব্লগার সজীব
প্রিয় এবং আবেগ পূর্ণ একটি গান শেয়ারের জন্য ধন্যবাদ। আশাকরি নিয়মিত গান শেয়ার করবেন। গানের অডিও এবং ভিডিও লিংক দিলে আমরাও শুনতে পেতাম আপু 🙂 -{@ (y)
অন্তরা মিতু
আমার চরম প্রিয় গান………….
কানে কানে বলি-আমি এইটা গাইতেও পারি 🙂
তানিশা মুমু
সকলকে ধন্যবাদ