আমার সময়গুলি হারায়
কখনো ধীর পায়ে হেঁটে
কখনো দৌঁড়িয়ে
হোঁচট খেয়ে পড়ে
স্থির দাঁড়িয়ে
আমার সময়গুলি হারায়।
প্রচণ্ড রোদের দাবদাহে
শ্রান্ত বিকেলে
নদীর ঘোলা জলে
অশরীরী কান্নার শব্দে
অন্ধকারের গানে
আমার সময়গুলি হারায়।
হাসি তামাশার ছলে
ব্যাঙ্গাত্মক ছড়া কয়ে
রং রসে ডুবে
অনর্থক বাকবিতণ্ডায়
আমার সময়গুলি হারায়।
আশা নিরাশার জটিল সুরে
উপেক্ষা আর অপমানে
ব্যাথা বেদনার করুণ সুরে
অযত্ন আর অবহেলায়
নিতান্তই উদাসীনতায়
আমার সময়গুলি হারায়।
নিষ্ঠুরের গর্জন শুনে
লাঞ্চিতের হাহাকার আর
তীব্র আর্তনাদে
অন্যায়ের ঝান্ডা উড়িয়ে
যুদ্ধের কুচকাওয়াজে
আমার সময়গুলি হারায়।
লক্ষ্যে পৌঁছুবার মিথ্যে আশায়
পাওয়ার আকাঙ্খায়
ক্ষমতা আর অর্থলিপ্সায়
প্রচন্ড অহমিকায়
চাটুকারিতা
আর নিষিদ্ধ আনন্দের আহ্বানে
আমার সময়গুলি হারায়।
অলস ভাবনায়
অহেতুক অভিমানে
অবিশ্বাস আর হিংসার রোষানলে
জ্বলে পুড়ে ছাই হয়ে
স্বার্থপরতার চাদরে ভালোবাসা মুড়িয়ে
ঘৃণার মশাল জ্বালিয়ে
আমার সময়গুলি হারায়।
অবশেষে-
সবকিছুতে ব্যর্থ হয়ে
হারানো সময়ের আক্ষেপ নিয়ে
কঠিন বেদনা বুকে জমিয়ে
তিলে তিলে ক্ষয়ে গিয়ে
সময়ের অতলগহ্বরে
আমার সময় আমাকে নিয়েই হারায়!
১৪টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
সত্যিই সময়গুলো একে একে আজকাল কেমন করে হারিয়ে যায়। ফিরে আসেনা আর।
.
দারুণ লাগলো।
আতকিয়া ফাইরুজ রিসা
সময়ের কাজই যে হারিয়ে যাওয়া…
শুভকামনা নিরন্ত।
সুপর্ণা ফাল্গুনী
সময়গুলো এভাবেই হারিয়ে যায় থমকে দাঁড়াতে সে শেখেনি। খুব ভালো লাগলো আপনার কবিতা। চমৎকার উপস্থাপন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
আতকিয়া ফাইরুজ রিসা
আপনার মন্তব্য আমাকে অনুপ্রেরণা জোগায়।
অনেক ধন্যবাদ আপনাকে।
ফয়জুল মহী
খুব সুন্দর লিখেছেন । জুতসই ।
আতকিয়া ফাইরুজ রিসা
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
খুব চমৎকার কবিতা —- হাসি তামাশার ছলে
ব্যাঙ্গাত্মক ছড়া কয়ে
রং রসে ডুবে
অনর্থক বাকবিতণ্ডায়
আমার সময়গুলি হারায়। — শুভ কামনা ।
আতকিয়া ফাইরুজ রিসা
খুব সুন্দর কমেন্টের জন্য কৃতজ্ঞতা।
কামাল উদ্দিন
সময় ও নদীর স্রোত কখনো অপেক্ষা করেনা। আমাদের জীবন থেকে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে, সুখে কিংবা দুখে। তবু পেছনে ফেলে আসা সেই সুখ-দুখঃ ভরা সময়গুলো মনটাকে নষ্ট্যালজিক করে তোলে। সুন্দর কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম আপু।
আতকিয়া ফাইরুজ রিসা
সুন্দর মন্তব্য করে আমারো ভালো লাগা বাড়িয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
বিভিন্ন ভাবে এবং অবস্থার মাঝে আমাদের সময় চলে যায়। আনন্দ বেদনায় মেলানো থাকে সময়। একসময় আমরা চলে যাই, যখন সময়ের হিসেব আর করতে পারিনা।
কবিতার কি বুঝলাম কে জানে?
শুভ কামনা।
আতকিয়া ফাইরুজ রিসা
কবিতার পুরোটাই বুঝেছেন এবং যুতসই একটা কমেন্ট করেছেন।
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।
আরজু মুক্তা
সময় হচ্ছে বৃদ্ধ যাযাবর।
এক জায়গায় থাকে না। তাই এর মর্মও বুঝিনা
আতকিয়া ফাইরুজ রিসা
“সময় চলিয়া যা, নদীর স্রোতের প্রায়।”
সময় আসলেই তোয়াক্কাহীন।সুন্দর একটি মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।