আমার বড্ড ভয়

সিকদার সাদ রহমান ৮ জুলাই ২০১৯, সোমবার, ১০:৪৩:১৫অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

আমার ও মেয়ে আছে!
বয়স মাত্র দুই।
আমার বড্ড ভয়, মেয়ে বড় হচ্ছে!

আমি খেয়াল করে দেখি,
কত গুলো চোখ তাকিয়ে থাকে
মেয়েদের দিকে নির্লজ্জ ভাবে।
রাস্তায় চলার সময়
বাসে বসার সময়,
রিক্সায় যাবার সময়,
আমার চোখের সামনেই ঘটে চোখে চোখে ধর্ষণ।
তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার নেই।
আমি ভীতু! আমার কিছু বলার নেই!

রাস্তায় ওড়না ছাড়া মেয়েটির বুকের দিকে চেয়ে গিলে গিলে খেলো এক দল শকুন।
আমি তাকিয়েই দেখে গেলাম!
আমার কিছু করার নেই!
এই শহরে আমাকেও থাকতে হবে, বাঁচতে হবে।
আমার কিছু বলার নেই।

এই শহরে নয় মাসের শিশু হয় ধর্ষিত!
এই দেশে শতবর্ষী বৃদ্ধার ও সম্ভ্রমহানী ঘটে!
মসজিদের ইমাম ধর্ষণ করে,
পরম পূজ্যতম শিক্ষক করে ভোগ!

এই শহরেরই এক দালানে আমার মেয়ে বড় হচ্ছে!
তাকেও তো একদিন বাইরে বের হতে হবে,
স্কুলে যেতে হবে,
কলেজে যেতে হবে,
শিক্ষকের কাছে পড়তে যাবে
মক্তবে আরবী শিখবে,
বন্ধুদের সাথে আড্ডায় মাতাবে।

আমার বড্ড ভয়! আমার মেয়ে বড় হচ্ছে!
কে বাঁচাবে আমার মেয়েকে,
ঐ শকুনের জাত থেকে?
তাঁর বেলায় ও কি এমন হবে?

এই দেশ ও একদিন স্বাধীন হয়েছিলো।
এই শহরেই আমার মায়ের বাস!
আমার বোনের বাস, আমার স্ত্রী থাকে!
এই দেশের এই শহরেই আমার মেয়ে বড় হয়!
কতগুলো চোখ ও বড় হচ্ছে!
আমার বড্ড ভয়!

৬৫৫জন ৫৩৮জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ