আমার কিছু স্নেহময়ী সমস্যা আছে যেগুলো অসাধরণ ভাবে ভোগায় আমাকে।
বাম এবং ডান দিকজনিত মস্যাটা প্রচন্ড ভোগায় আমায়। হয়ত রিক্সায় উঠেছি যেতে হবে ডান দিকে কিন্তু আমি রিক্সাওয়ালাকে দুম করে বলে দিলাম বামে যেতে, রিক্সা বামে যেতেই খেয়াল করলাম ভুল বলে ফেলেছি সাথে সাথে আবার ডানে যেতে বলি এবং দ্রুত দিক চেন্জ করতে গিয়ে মাঝেই মাঝেই আমি অনেক বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে যাই।
উত্তর, দক্ষিন নিয়েও আমার সমস্যাটা প্রকট। নামাজ পড়ার কারনে পশ্চিম দিকটা বুঝতে পারি আর পশ্চিমের বিপরিত পূর্ব বলে সেটাও মনে থাকে কিন্তু উত্তর দক্ষিন একদম মাথায় ঢোকেনা। কেউ যদি আমাকে বলে, ‘তোমাদের স্কুলের উত্তর পাশেই আমার বাড়ি’ আমার সাধ্য নেই সেই বাড়ি খুঁজে বের করা। কি এক আজব সমস্যা।
পোনে এবং সোয়া দুটো শব্দ কখনো মগজে স্হায়ি হলোনা। পোনে পাঁচটা, পোনে চারশ, সোয়া সেড়, সোয়া কেজি এই শব্দগুলো আমার কাছে হিব্রু ভাষার মতই কঠীন লাগে।
আমি কাঁটাওয়ালা ঘড়ি দেখে কখনো সময় বুঝতে পারিনা, যদিও বুঝতে পারি তাও অনেক সময় লাগে। এখন অবশ্য মোবাইল থাকাতে এই সমস্যাটা খুব একটা ভোগায় না।
অক্ষর ভুলে যাওয়াটা আমার জন্য আরেকটা বড় সমস্যা। এটা স্টুডেন্ট লাইফে বেশি ভোগাত। পরীক্ষার হলে একমনে লিখতে লিখতে হঠাত্ করেই দেখা গেল আমি কিছুতেই ‘স’ অক্ষরটা কেমন তা মনে করতে পারছিনা।
শত চেষ্টাতেও যখন মনে আসত না তখন পাশের জনের সাহায্য নিয়ে “স” কে মনে করেছি।
খুব পরিচিত মানুষের নাম ভুলে যাওয়াটাও আমার জন্য একটা বিব্রতকর সমস্যা। রাস্তায় হয়ত অনেকদিন পর কোন পরিচিত কারো সাথে দেখা হয়েছে, অনেক গল্প হলো কিন্তু আমার স্মৃতিশক্তি আমার সাথে বিটলামি করল,
আমি কিছুতেই তার নাম মনে করতে পারছিনা। লজ্জায় তাকেও আর তার নাম জিজ্ঞাসা করতে পারলাম না।
কাছের মানুষেরা বেশ চেষ্টা করেছেন আমাকে উত্তর, দক্ষিন, বাম, ডান, সোয়া, পোনের সমস্যা থেকে মুক্ত করতে কিন্তু সমস্যাগুলো বড় মমতায় আমাকে কখনো ছেড়ে যায়নি।
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
দারুন
কত কিছু আসলে সমস্যা হয়ে থাকে জীবনে । লক্ষ করিনা আমরা ।
দিক নির্ণয়ে আমারও সমস্যা হয় ।
মিসু
জি জিসান ভাই ।
শিশির কনা
মিসু আপু , আপনার লেখা পড়ে মিলিয়ে দেখলাম , আমারো এমন সমস্যা আছে 😛
মিসু
তাহলে আমাদেরকেও জানান 🙂
আদিব আদ্নান
এ ভুলে যাওয়াগুলো সমস্যা তাতে সন্দেহ নেই ।
তবে এটি যে ‘সোনেলা’ তা ভুলে না গেলেই হল ।
মিসু
সোনেলা কে কেন ভুলবো ? নিজের জগত মনে হয় সোনেলাকে ।
মর্তুজা হাসান সৈকত
এমনটা আমাতেও জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে । বোধহয় সবাইকেই…
মিসু
হ্যা ভাইয়া , কিছু সমস্যা জীবনের সাথে একীভূত হয়ে গিয়েছে ।
ছাইরাছ হেলাল
কিছু কিছু সত্যি সত্যিই ভুলে যেতে চাই ।
মিসু
আমি চাইনা , থাকুক না এভাবে 🙂
ব্লগার সজীব
বেশ মজা পেলাম , কিন্তু আমারো যে এমন কিছু সমস্যা আছে 🙁
মিসু
থাকুক , প্রিয় সমস্যা বলে কথা 🙂
আফ্রি আয়েশা
চমৎকার একটা বিষয় নিয়ে লিখেছেন … আমিও নাম ভুলে যাই আর প্রায় বিব্রত হই, কবে যে মুক্তি পাবো এই ভুলে যাওয়া থেকে…
মিসু
নাম আমিও ভুলে যেতাম আগে , এখন কম ভুলি :p নাম ভুলে যাওয়া খুব কষ্টের । আপনার এ সমস্যা কেটে যাবে আশাকরি ।
শুন্য শুন্যালয়
সমস্যাগুলো বড় মমতায় আমাকে কখনো ছেড়ে যায়নি।। খুব ভালো লিখেছেন আপু। সমস্যাও আমাদেরই এক একটা অংশ, থাকুক কিছু সমস্যা এভাবেই জড়িয়ে।
মিসু
আপনি ঠিকই বলেছেন আপু, থাকুননা আমাদের একম শ্নেহময়ী কিছু সমস্যা।