আমার অস্তিত্ব

রকিব লিখন ৯ নভেম্বর ২০১৪, রবিবার, ১১:১২:৪২অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

আরেকটা যুদ্ধ হোক নির্দ্বিধায় বুক পেতে দেব শত বুলেটের বারুদে
নির্বিকার দাঁড়িয়ে যাবো অনড় দাঁড়িয়ে থাকবো বাংলার পতাকা হাতে

মূর্চ্ছিত বারুদে আর মাটির সুবাসে আবার জন্ম নিবে ক্ষুদিরাম
দুহাতে পটকা নিয়ে আবার ডাক দিবে অসংযমী জীবনের সংগ্রাম
আবার দাঁড়িয়ে যাবো আমি অনড় দাঁড়িয়ে যাবো গড়াবো কেল্লা বাঁশের
তিতুমীর প্রথম সংগ্রামে জীবন দিয়ে বিশ্বাস এনেছে উল্লসিত জয়ের

আমার গান অগ্নিবীণার সুরে আনবে প্রলয়শিখার মহা ভীমরণ
আমি তো মায়ের আঁচলে পেয়েছি প্রথম জয়ের মহা শিহরণ
আমি তো শুনেছি মৃত্যু নেশার সাত মার্চের সেই মহান ভাষণ
দেশকে দিয়েছি তাই অষ্ট বেহেস্তের চেয়েও হৃদয়ে বড় আসন

আমার রক্তের বহু যুগের সংস্কার সেই অনার্য কুল আর বসতির
আমার রক্তে একাত্তুর বাজে মৃত্যু রুখে তাই হবো আমি গঞ্জবীর

০১:০৯ নিশি
০৮.১১.২০১৪
উত্তরা, ঢাকা।।

১জন ১জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ