একদিন আমরাও চলে যাবো
পত্রিকায় ছাপবে না খবর।
কোন সভায় হবে না স্মরণ।
পাড়া মহল্লায় হবে না মাতম
মসজিদের শোক সংবাদে
বিরক্ত হবেন কাঁচা ঘুম ভেংগে যাওয়া কেউ!
আমাদের চলে যাওয়া মানে শুধুই প্রস্থান
কাছের লোকের সাময়িক কান্না শেষে
ঘরভর্তি লোকের হবে বিশেষ আয়োজন।
এসেছি তাই চলে যাবো
রেখে যাইনি কিছু
কে রাখবে? কেন রাখবে মনে?
বলবে না লোকে
বড্ড ভালো লোক আমার পিছু পিছু।
অসাধারণ সুরে ধরায় এসে
সাধারণ হয়েই যাই।
মৃত্যুর পরে ওপারে দেখবো
এপারে কিছুই নাই।
৭টি মন্তব্য
সাখাওয়াত হোসেন
আমারা সাধারণ মানুষগুলো জন্মের খাতিরেই জম্ম নেই, আবার মৃত্যুর প্রয়োজনেই অবসান হই।
সুপর্ণা ফাল্গুনী
সাধারণের জন্ম-মৃত্যু সাধারণ ভাবেই শেষ হয়। ভেঙে যায় দুদিনের মায়ার বন্ধন তারপর কেউ মনে রাখে না । ভালো লিখেছেন ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। নিয়মিত লেখা চাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বিধির অমোঘ বিধান যেতেই হবে — “মৃত্যুর পরে ওপারে দেখবো
এপারে কিছুই নাই”।
সুপর্ণা ফাল্গুনী
সাধারণের জন্ম-মৃত্যু সাধারণ ভাবেই শেষ হয়। ভেঙে যায় দুদিনের মায়ার বন্ধন তারপর কেউ মনে রাখে না । ভালো লিখেছেন ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। নিয়মিত লেখা চাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আরজু মুক্তা
মৃত্য অনিবার্য। তবে ভালো কাজ রেখে যাওয়া উচিত
রোকসানা খন্দকার রুকু
চলে তো যেতেই হবে। কেউ স্থায়ী না।
পপি তালুকদার
সত্যিই কিছুই করা হয়নি কেন মনে রাখবে। অনেক অনেক বাস্তব কথা বলছেন।কাছের লোকেরা কয়েক ঘন্টা পর আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে যায়।কিছু দিন পরে সবাই ভুলে যায়।শুভকামনা রইল।