শিশুতোষ নখরায় আটকে পড়েছি । কিনারা করতে আপনাদেরও সাহায্য কাজে লাগবে বলেই এই সবিনয় নিবেদন ।
শিশুত্রয়ের বায়না আম ও জাম খেতে দিতে হবে । তাতে আবার সমস্যা কী ? প্রথম শিশুর আপত্তি ওসব খাওয়া ঠিক হবে না । ফরমালিন যত্রতত্র । দ্বিতীয় শিশু বলছে টেলিভিশনে দেখেছে এসব ফলে কোন
ফরমালিন নেই ক্ষতিকর মাত্রায় , পরীক্ষাগারে প্রমাণিত । অতএব কব্জি ডুবিয়ে চালু থাকবে খাওয়া ।
তৃতীয় শিশু এখন মাইনকা চিপায় , খাবে কী খাবে না ।
আমাকে এ যাত্রা উদ্ধার করার দায়িত্ব কার ঝাতি তা জানতে চায় ?
ভাউ রে ভাউ , আমিও আমজাম খেয়ে বেঁচে থেকেই মরতে চাই ।
২৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
ফরমালিন দেয়াল দিয়ে দিয়েছে আমা জাম আর আমাদের মাঝে ।
টেলিভিশনে দেখছে শিশু ” ফরমালিনা আছে , আবার ফরমালিন নেই ”
অর্থের বদৌলতে ফরমালিন থাকলেও তা থাকবেনা ।
দুই শিশুই ঠিক দেখেছে । তৃতীয় শিশুর তো সমস্যা হবেই ।
আমা জাম আর কবজি ডুবিয়ে খাওয়া হবে না মনে হয়
অনেক দিন পরে একটি গুরুত্বপুর্ন বিষয়ে পোষ্ট দিলেন ।
আলোচনা চলুক ফরমালিন এবং ফল না খেতে পারার অপ্রাপ্তি নিয়ে ।
আদিব আদ্নান
ব্যস্ততার জন্য এদিকে সময় দিতে পারিনি , তবে কিছুটা নিয়মিত হবার চেষ্টা নেব ।
আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণই এই বিষ পৃথিবীর আর কোথাও এত নিরাপদে ব্যবহার হচ্ছে
বলে জানতে পারিনি । অথচ সামান্য সদিচ্ছা থাকলেও এ অভিশাপ থেকে আমরা বেঁচে যেতে পারি ।
সব থেকে অবাক পরীক্ষাগারে কিছুই পাওয়া যায় না । হায়রে পরীক্ষা হায়রে আইন ।
জিসান শা ইকরাম
সেটাই , পরীক্ষাগারে যারা পরীক্ষা করে সে সব মানুষেরই পরীক্ষা করা দরকার ,
তারা আসলে কতটা মানুষ আছে এখনো ।
সদিচ্ছা ব্যাতীত এসব বন্ধ হবে না ।
আদিব আদ্নান
সেই পরীক্ষা করার মানুষের বড়ই অভাব ।
বনলতা সেন
ফরমালিন বিরোধী আইন হচ্ছে । আইন আইনের জায়গায় থাকুক । প্রণেতাদের মাথায় রাখি ।
আমারা যে তিমিরে সেই তিমিরেই থেকে যাব । তবে অমর হয়ে থাকব ।
অনেক দিন পরে লিখলেও মনের কথাই লিখেছেন ।
শিশুরা ঘুমাও । আম জামের ছবি দেখতে থাক । বেশি খেতে ইচ্ছে হলে ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে
মনে মনে খেয়ে নিও ।
নিয়মিত উপস্থিতি দেখতে চাই । মনে থাকে যেন ।
আদিব আদ্নান
ভাই , আইন ফাইন জানি না । জানতেও চাই না ।
নিরাপদ জীবন চাই , সাধারণের সামান্য জীবন । শিশুর মুখে বিষ মুক্ত একটুখানি খাবার তুলে দিতে চাই ।
বিষ মেশানো নিয়ে এই ছলটুকু শুধু চাই না । দয়া করে সরাসরি বিষ দিয়ে দিন । আমার খেয়ে অমর হই ।
শুন্য শুন্যালয়
আমরা সবাই এখন এই তৃতীয় শিশু, এ যাত্রায় উদ্ধার করার দায়িত্ব মনে হয়না কেউ আর নিতে আসবে?
আপনার উদ্ধারের দায়িত্বও কেউ নিতে আসবেনা, আর কিছুদিন ওয়েট করলে পোস্ট এর এক বছর পূর্তি পালন করতে পারতেন।
আদিব আদ্নান
কেউ উদ্ধার না করতে এলে অমরত্ব হাতের কাছেই ।
বিষ খাওয়ানোর এমন ঘটা করে আয়োজন কে কোথায় দেখেছে কে জানে ।
নিয়মিত হবই ।
স্বপ্ন নীলা
ফরমালিন নেই ক্ষতিকর মাত্রায় , পরীক্ষাগারে প্রমাণিত । অতএব কব্জি ডুবিয়ে চালু থাকবে খাওয়া ।’’
হুমম — ভয়েতো আম কিনতেই ভয় পাই —— এ বছর খুব কমই আম খাওয়া হলো
আদিব আদ্নান
শুধু আম জাম নয় অনেক অনেক কিছুতেই ফরমালিন আছে ।
অবস্থা ভয়াবহ । ভালো থাকবেন ,সাবধানে খাবেন ।
ছাইরাছ হেলাল
খুবই জরুরী ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য অবশ্যই ধন্যবাদ ।
যদিও অনেকদিন পর ।
এ যেন কায়দা করে বিষ খাইয়ে দেয়ার ব্যবস্থা । দেখি আইনের প্রয়োগ কতটা কী হয় ।
আদিব আদ্নান
আমারা সত্যিই গিনিপিগ । চলছে বানিজ্য ,চলবে বানিজ্য ।চেষ্টা নেব নিয়মিত হবার ।
আপনি লিখছেন দেখে অনেক আনন্দ ।
স্বপ্ন
কঠিন এক সমস্যা ফরমালিন । আপনিও তো দেখছি কঠিন সমস্যায় পরেছেন । এই রোজায় আমরা এবার ফলহীন ইফতারীর আয়োজন করেছি ।
আদিব আদ্নান
সমস্যা কঠিন বৈকি । ফলহীন হলেই বিষ এড়িয়ে যাবেন তা কিন্তু নয় ।
বিষের প্রসার অন্য দিকেও চলছে ।
অতএব সাবধান ।
শিশির কনা
দির্ঘ বিরতির পরে সোনেলায় এসে আপনার পোষ্ট পেলাম । ফরমালিন শেষ করে দিচ্ছে আমাদের ফল খাবার আনন্দকে । ভাবতে অবাক লাগে পরীক্ষাগারে ফরমালিন পাওয়া যাচ্ছে না ফলে । কি বিচিত্র এই দেশ সেলুকাস ।
আদিব আদ্নান
আমিও আপনার মত দীর্ঘ বিরতি নিয়েই আবার নিয়মিত হতে চাচ্ছি ।
অবশ্যই বিচিত্র এই দেশ । পরীক্ষাগারে গেলে আর ফরমালিন থাকছে না ।
অব্যাহত থাকুক আমদের বিষময় এই জীবন ।
লিখতে শুরু করুণ নিয়মিত ।
শিশির কনা
ভ্রমরার ২ টি গান শেয়ার দিয়েছি ভাইয়া ।
আদিব আদ্নান
দেখতে হবে ।
ব্লগার সজীব
ভালো গ্যারা কলেই পরলেন ভাই। মরতে যখন হবেই আম জাম খেয়েই মরি আমরা । ফরমালিন হজম করার কোন মেডিসিন নাই ? :p
আদিব আদ্নান
প্রতারকের বিষ খেয়ে মারা যেতে পারব না ।
এই বিষ ধ্বংসের কোন উপায় নেই । কঠোর আইনের প্রয়োগই এই দানবকে থামাতে পারবে ।
ভাল থাকুন ।
ওয়ালিনা চৌধুরী অভি
ফরমালিনের কারনে আম খাওয়া একেবারে বাদ দিয়ে দিয়েছি । জামেও আছে নাকি ? ফলে ফরমালিন পাওয়া যায়না পরীক্ষা করে , তাজ্জব হয়ে গেলাম । এরা কি মানুষ ? এদের আত্মীয় স্বজনরা ফল খায়না ?
আদিব আদ্নান
জামে সব থেকে বেশি ফরমালিন পাওয়া গেছে । আমরাও প্রায় বাদ দিয়েছি ফল খাওয়া ।
তবে নিজে বাগান থেকে নিয়ে এসেছি বার দুয়েক । এরা মানুষ নামের কলঙ্ক । ওরা ভালটিই খায় আমার মনে হয় ।
মিসু
ফরমালিনের কারনে এবার আমই খেতে পারিনি । নিজেদের গাছেরটাও না ।
ব্লগার সজীব
লেখা প্রকাশের তারিখ ৩০ জুন। নতুন লেখা চাই।