
আমি আবার সেই ছোট্ট বেলায় ফিরে যেতে চাই।
সেই ছোট্ট বেলায়;
ছোট বেলায় বাবা যখন কাঁধে জাল নিয়ে মাছ ধরতে যেতেন তুলশী গঙ্গা নদীতে,
আমি তখন খোলই হাতে ঘাসফড়িং এর মতো- লাফিয়ে লাফিয়ে ছুটতাম বাবার পিছে পিছে।
যেতে যেতে ঘাসের ডগায় একটা লাল ফড়িং দেখলেই বাবার পিছু ছেড়ে দলছুট হয়ে ছুটতাম ফড়িং এর পিছে ।
বাবা আমার পদধ্বনি না শুনতে পেয়ে পিছু ফিরে দেখতেন আমি উল্টো পথে,
চিৎকার করে বলতেন ওদিকে কোথায় যাও? আসো আসো দেরী হয়ে যাচ্ছে।
আমি তখন ফড়িং ধরতে না পাওয়ার অভিমান ছোট বুকে পুষে মন খারাপ করে আবার যেতাম বাবার পিছনে।
বাবা যখন জাল ফেলতেন স্রোতস্বিনী নদীর বুকে, আমি তখন বন্ধ চোখে দু’হাত তুলে ডাকতাম বিধাতারে।
মনে মনে বললাম একটা ইয়াবড় মাছ যেনো পড়ে বাবার জালে।
বাবা যখন শূণ্য জাল তুলতেন টেনে,
আমি তখন উদাস মনে আকাশের দিকে তাকিয়ে অভিযোগ দিতাম ছুঁড়ে।
কি ক্ষতি হতো তোমার যদি একটা বড় মাছ বাবার জালে দিতে?
কয়েক বার জাল ফেলার পরে যখন সত্যি সত্যিই দুটো তিনটে বড় মাছ পড়তো বাবার জালে
আমি তখন চিৎকার করে হাত তালি দিয়ে লাফিয়ে উঠি আনন্দে!
বাবা আমার মতো চিৎকার করে লাফিয়ে না উঠলেও বাবার চোখে ঠিকই দেখতে পেতাম আনন্দের হাসি!
তারপর আবার দু’জনে ফিরতাম বাড়ি।
ফিরতি পথে খোলই টানতে অতোটুকুন আমি’র কষ্ট হবে বলে,
বাবা নিজের কোমরে খোলইটা বেঁধে নিতেন।
তখন আমার ভীষণ রাগ হতো বাবার উপরে, আমাকে কেনো নিতে দিচ্ছেন না সেই ভেবে!
আমি আবার ফিরে যেতে চাই সেই ছোট্ট বেলায়।
বড় বেলার এই যান্ত্রিক জীবনে সেই খুশি আর নেই, নেই সেই আনন্দ।
আমি আবার ফিরে পেতে চাই সেই আনন্দ, সেই খুশি!
আমি আবার বাবার পিছু ছেড়ে নিতে চাই লাল ফড়িং এর পিছু।
আমি আবার ফিরে পেতে চাই ফেলে আসা ছোট্ট বেলা
ছবি-নেট
বিঃদ্রঃ লাল ফড়িং এখনো আমার দুর্বলতা।
২৭টি মন্তব্য
নাজমুল আহসান
তুলশী গঙ্গা? আপনার বাড়ি কি জয়পুরহাটে নাকি?
সুরাইয়া পারভীন
হ্যাঁ জয়পুরহাট। আমার জন্মস্থান জয়পুরহাট, আমার বেড়ে ওঠা জয়পুরহাট, জীবনে এবেলা ওবেলা সব জয়পুরহাটে। যতোদূর জানি ভাবীও (আপনার মিসেস) এখানকার মেয়ে
নাজমুল আহসান
হায় হায়! এতো কিছু কীভাবে জানেন? 🤔
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
দেখা হয়েছিলো তো মিলন মেলায়। ভাবীর সাথে কথাও হয়েছিল 😃😃
এক পক্ষ ভুলে যায় বটে কিন্তু অপর পক্ষ মনে রাখে ঠিকই
নাজমুল আহসান
ওহ, স্যরি! কী একটা কেলেংকারী বলেন! তাও আবার শ্বশুরবাড়ির মানুষের কাছে 😬
আমার স্মৃতিশক্তি অবশ্য আগে থেকেই খারাপ। 😐
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
কোনো ব্যাপার না, আমরা আমরাই তো
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
চাইলেই যদি ফেরা যেত
ফেলে আসা পথে, পিছু নেয়া ঘাস ফড়িং
আর জালে তোলা মস্ত মাছে ঝাক,
মাটির সুবাসে মাটির বাঁধনে
সরল মনে একাকীর নিবিড়ে কথা বলা,
প্রান-পদ্মে আবার জেগে ওঠা;
সুরাইয়া পারভীন
জানি চাইলেই আর ফিরা যায় না
ফেলে আসা সেই সোনা ঝরা ছোট্ট বেলায়
তবুও স্মৃতির পসরা সাজিয়ে মন
পেতে চায় ছুঁতে চায় সেই সব মূহূর্ত
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ভাইয়া
মোঃ মজিবর রহমান
আমি তখন খোলই হাতে ঘাসফড়িং এর মতো- লাফিয়ে লাফিয়ে ছুটতাম বাবার পিছে পিছে। লাইন খুব মনে ধরেছে।
আর হবে ফেরা সেই ছোট্ট বেলা
আবার কি হবে দেখা ঘুরে গ্রামটা
আবার আসিব আবার আসিব
যতই বলি ততই রচি মনে
আবার আসিব আবার আসিব
দেখা হই না ফিরে সেই ছোট্ট বেলা।
সুরাইয়া পারভীন
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোঃ মজিবর রহমান
ভালো তঘাকুন।
হালিমা আক্তার
চাইলেই যায় না ফেরা। সেই ছোট্টবেলা।হাতছানি দিয়ে ডাকে আমায়। পিছন ফিরে শুধু তাকাই। শুভ কামনা অবিরাম।
সুরাইয়া পারভীন
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
বন্যা লিপি
যদি ফিরতে পারি!! আর বড় হব না। যদি ফিরতে পারি! কখনো কারো হব না।যদি ফিরতে পারি! কখনো আর স্কুল ফাঁকি দেব না। যদি ফিরতে পারি………
ফেরা যায় কখনো?
পেরেছে কি কেউ কখনো ফিরতে?
সুরাইয়া পারভীন
নাহ ফেরা যায় না
কেউ কখনো ফিরতে পারে না
তাই তো শুধু স্মতির পরসা সাজায় মন
কারণে অকারণে হারিয়ে যায় স্মৃতির অতলে
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ❤️❤️💖💖
রোকসানা খন্দকার রুকু
কেন যে বড় হয়ে যাই। তখন সব শেষ হয়ে যায় চাইলেও আর কোনকিছুই ফেরত পাওয়া যায় না।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কেনো বাড়লে বয়স হারিয়ে যায় ছেলেবেলা
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
সবাই এই সময়টা পার হবার পর আবার সেই দিনগুলোতে ফিরতে চায়। আমার বাবা আমাকে ফড়িং ধরে দিতো তার অফিসে যখন যেতাম, সেখানে অফিসের জানালায় অনেক ফড়িং বসতো বিশেষ করে সবুজ ফড়িং। হ্যাঁ লাল রঙটা দারুন পছন্দের আমার ও। ইস সেই পিচ্চি কালের কথা মনে করিয়ে দিলেন। এখনো জ্বলজ্বল করে সেইসব সোনালী দিনগুলো।
ফিরিয়ে দাও সেই অরণ্য, ফিরিয়ে দাও সেই সে-ই সোনালী সময়। ভালো থাকুন নিরাপদে থাকুন
সুরাইয়া পারভীন
অনুভবে বার বার ফিরে আসে ছেলেবেলা
ফিরে আসে ফেলে আসা স্মৃতির মেলা
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা দিদিভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
দালান জাহান
চাইলেই ফিরে যাওয়া যায় না এগুলো আমাদের নস্টালজিক করে তোলে। সুন্দর লিখেছেন কবি।
সুরাইয়া পারভীন
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
ফেরা যায় না বলেই কৌতূহল।
সুরাইয়া পারভীন
একদম ঠিক বলেছেন আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ❤️
তৌহিদুল ইসলাম
ছেলেবেলায় বারবারই ফিরে যেতে ইচ্ছে করে কিন্তু এ যেন অলীক কল্পনা। ইচ্ছে পূরণ হোক আপনারও।
শুভকামনা আপু।
সুরাইয়া পারভীন
ক্ষণিক অলীক কল্পনায় ফিরে যাওয়া ছোট্ট বেলায়
এ বেলায় এসে ওটাই শান্তির
অনেক অনেক ধন্যবাদ রইলো ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
লাল ফড়িং ধরতে পারা ভীষণ চ্যালেঞ্জিং ছিলো, সহজে ধরা যেত না। আর হলুদ ফড়িং গুলো ছিলো বোকাসোকা, ওগুলো ধরা ছিলো নিতান্তই ছোটদের কাজ! আমি আর ছোটবেলায় ফিরতে চাই না, ছোটবেলায় ফিরলে আবারও বড় হতে হবে 🙁
সুরাইয়া পারভীন
একবার ছোট বেলায় ফিরতে পারলে
থেমে দিতাম সময়ের চাকা। আর কিছুতেই বড় হতাম না আপু
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ❤️💖❤️