ইদানিং সময় একদম ভালো যাচ্ছে না। অসহ্য লাগছে সব কিছু। পছন্দের অপছন্দের কোনো কিছুই ভালো লাগছে না। নাহ্ এটা সিরিয়াস কিছু নয়। কারণ মাঝে মধ্যেই এমনটা হয়। নিজের উপর প্রচন্ড অভিমান অভিযোগ, নিজের কাজকর্মের উপর বিরক্ত হয়েই থাকে। এর যথার্থ কারণ অবশ্য আবিষ্কার করা হয়ে উঠেনি। তবে এর রেশ বেশি দিন থাকে না তাই এই বিষয়টা অতো গুরুত্বপূর্ণ হিসেবে নেওয়া হয় না কখনো।
সে যাক হোক
এই বার ব্যাপারটা ভয়াবহ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। অসহ্যের মাত্রা কয়েকশ গুণ বেড়ে গেছে। তাই সুনয়না মনে মনে ঠিক করলো সে মানসিক ডাক্তারের সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনে এসাইলামে ভর্তি হবে। যেই ভাবা সেই কাজ
সুনয়না নেট ঘেটে একটা মানসিক ডাক্তারের খোঁজ বের করে ডিটেইলস জেনে সিরিয়াল দেয়। কাঙ্খিত দিনে সুনয়না ক্লিনিকে গিয়ে ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছে আর ভাবছে সে সত্যি সত্যিই একজন পাগলের ডাক্তারের সাথে দেখা করতে এসেছে! ব্যাপারটা অবিশ্বাস্য হলেও সুনয়না বেশ এক্সাইটেড এই ভেবে যে সে পাগলের ডাক্তারের সাথে কথা বলবে! নিজে নিজের মনেই ভাবছে কেমন হতে পারে ডাক্তারের সাথে কথোপকথন! এমন সময় কানে এলো সুনয়না, সুনয়না কে? সুনয়না হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে বললো আমি! সুনয়না ডাক্তারের চেম্বারে ঢুকলো। ডাক্তার কে সালাম দেবে এমন সময় চমকে গেলো আরে এতো শায়ন!
-সুনয়না তুমি এখানে?
-হ্যাঁ কিন্তু তুমি! তুমি শিমুল মানে শায়ন আহমেদ শিমুল ই তো। আমি ভালো করে খেয়াল করিনি।
-ভাগ্যিস খেয়াল করোনি তাই তো এতো বছর পর তোমাকে দেখতে পেলাম। তা তুমি এখানে কেনো? ঠিক আছো তো তুমি!
– সুনয়না মনে মনে ভাবছে, এই শায়নই আমার ক্লাসমেট ছিল। আমরা দুজনেই বিজ্ঞানের স্টুডেন্টস ছিলাম। একই সাথে একই বেঞ্চিতে পাশাপাশি দুই বছর বসেছি। ও শুধু আমার ক্লাসমেট ই ছিল না….
২৩টি মন্তব্য
কামাল উদ্দিন
দেখা যাক পাগল ডাক্তারের দুই প্যাসেন্টের পুরোনো ডায়েরি আমাদের কতোটা গভীরে নিয়ে যায়। সাথেই আছি আপু, এগিয়ে যান।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
দেখা যাক এক পাগলী আর এক পাগলা পাগলীরে কোথায় নিয়ে যায় আমি দেখি😛😛
আন্তরিক ধন্যযোগ কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
ক্লাসমেট , আরো একটু বেশী কিছু ছিল সেই আজ পাগলের ডাক্তার। তার কাছেই সুনয়না এলো ট্রিটমেন্ট করাতে। দেখা যাক কি হয় আগামী পর্বের অপেক্ষায়। শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
শামীম চৌধুরী
আর কি ছিলো সেটাও পরিস্কার করা দরকার। খুব ভাল লাগলো।
সুরাইয়া পারভীন
অবশ্যই ক্লিয়ার করবো ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
পাগলে পাগল চিনে ফেলেছে ঝুপ করে !
এর পর যে কী কী হবে আল্লাহ মালুম।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা হা
দারুণ বলেছেন
দেখি এক পাগলী আর এক পাগলা-পাগলীকে কোথায় নিয়ে যায়।
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ইঞ্জা
দেখা যাক আর কি কি হতে পারে, মন্ত্রমুগ্ধ হলাম লেখাটি পড়ে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
আপনিও ভালো থাকবেন আপু।
নিতাই বাবু
দেখা যাক, শায়ন কি সত্যিকারের পাগল চিকিৎসক? নাকি ভুয়া ডাক্তার সেজে ডাক্তারের চেম্বারে বসে আছে? জানার আগ্রহ নিয়ে পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা 😛😛
শায়ন সত্যি সত্যিই ডাক্তার, মানসিক ডাক্তার
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রোকসানা খন্দকার রুকু।
শুরু করলাম। আল্লাহ ভরসা।দেখা যাক পরের দৃশ্য পট।
শুভ কামনা আপু।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আলমগীর সরকার লিটন
শুরুটা কেমন জানি হলো শুরু একটু রোমান্টিক বা হাসি বা মরামারি দিয়ে শুরু করলে ভাল হতো
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল————————
সুরাইয়া পারভীন
ঐ পাগলের পাগলামী আর কি!!
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
পাগল আর ডাক্তার, পুরনো স্মৃতি, এক ঝাঁক গল্প তো রেডি দেখতেছি। আপনি লিখেন আর আমরা শুধু মনোযোগ দিয়ে পড়বো।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
ডাক্তারের কাছে গিয়ে সে ডাক্তার পরিচিত হলে মনে শান্তি লাগে। আর যদি পুরাতন খুনসুটি থাকে তাহলে পড়তে হয় ইতস্তততায় নতুবা বিড়ম্বনায়।
চলুক গল্প।
সুরাইয়া পারভীন
জ্বী একদম সঠিক বলেছেন ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
প্রথম পর্ব ইন্টারেস্টিং!
পরের পর্বে কি আছে দেখি 🙂
সুরাইয়া পারভীন
😁😁
পাগল আর পাগলের ডাক্তার
এই নিয়ে যাত্রা আমার
দেখা যাক কতদূর পাগলামীতে
কতো দূর যাওয়া যায়
কৃতজ্ঞতা অশেষ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়