আপনার এন্ডুয়েড ফোন দিয়ে কথা বলুন ফ্রি যে কোন মোবাইল নাম্বারে । বিশেষ সুবিধা যার কাছে ফোন করবেন তাঁর এই সফটওয়্যার ইউস না করলেও চলবে । তবে আপনাকে অবশ্যই ইন্টারনেট ব্যাবহার করতে হবে ।
কথা না বাড়িয়ে ডাউনলোড করুন আর উপভোগ করুন দারুণ এই এপসটি । প্লে ষ্টোর লিংক
https://play.google.com/store/apps/details?id=lifeisbetteron.com
অথবা mobile.libon.com/en
২২টি মন্তব্য
সঞ্জয় কুমার
প্লে ষ্টোর লিংক
https://play.google.com/store/apps/details?id=lifeisbetteron.com
অথবা mobile.libon.com/en
মোঃ মজিবর রহমান
আমার নাই যে ভাই।
সঞ্জয় কুমার
সামনের মাসে একটা নিয়ে নেন । এন্ডুয়েড ছাড়া এখন চলেই না ।
মোঃ মজিবর রহমান
ছা পোষা মানুষের
ভাগ্যে নেই দাদা।
কোন স্বান্তনা ও নাই।
এই বেশ আছি।
জিসান শা ইকরাম
বাহ , দারুন তো।
কাজ করবে তো ?
সঞ্জয় কুমার
অবশ্যই কাজ হবে । আমি নিজে এটা ব্যবহার করছি ।
খেয়ালী মেয়ে
যাকে ফোন করবো তার যদি এন্ডুয়েড না থাকে তাহলেও কি কাজ করবে?
সঞ্জয় কুমার
হ্যাঁ করবে ।ধন্যবাদ ।
শুন্য শুন্যালয়
অনেক এপস কিন্তু কথা বলারই কেউ নাই 🙁
দেখা যাক ঘুরে। ধন্যবাদ আপনাকে।
সঞ্জয় কুমার
আমার অবস্থা ও আপনার মত । ইয়ে মানে সমস্যা না থাকলে আমরা নিজেদের সমস্যা সমাধান করতে পারি । :p
অলিভার
WHAT COUNTRIES CAN I CALL WITH LIBON OUT?
With Libon Out you can make cheap calls to any landline and/or mobile in 100 destinations. You can make a cheap international call to any of your contacts even if they don’t have Libon installed on their mobile.
Source : http://www.libon.com/cheap-international-calls
ভাইয়া আমার মনে হয় যাদের libon এ্যাপটি থাকবে না তাদেরকে কল করতে হলে আপনাকে তাদের কাছ থেকে ক্রেডিট কিনতে হবে। শুরুতে তারা নতুন একাউন্টের বিপরীতে ফ্রি মিনিট দিয়েছে। এবং এর শেষে কল করতে হলে অবশ্যই তাদের কাছ থেকে ক্রেডিট কিনে তারপর ব্যবহার করতে হবে। তবে libon থেকে libon এ কল করতে গেলে সম্ভবত কোন চার্জ করবে না। যেমনটা করে না Skype, Viber সহ অন্যান্য আইপি কলিং প্রতিষ্ঠান।
সঞ্জয় কুমার
আমি তো ফ্রি ই ইউস করছি । একটা নাম্বার থেকে শুধু কনফার্মেশন কোড সাবমিট করলেই । 60 মিনিট ফ্রি । এভাবে যত খুশি তত । :v
অলিভার
আচ্ছা, প্রাথমিক ৬০ মিনিট লিমিট করে দিয়েছে। যদিও ১০০ মিনিটের কথা বলা হয়েছিল এ্যাপস্টোরে। কিন্তু ৬০ মিনিট শেষ করার পর কি হবে? নতুন নাম্বার থেকে আবার রেজিস্ট্রেশন করতে হবে নাকি? তাহলে তো খুব একটা সুবিধা হল না।
চালাতে থাকুন, সুযোগ পেলে আমারাও চলে আসতে পারি 🙂
সঞ্জয় কুমার
আমি প্রথম 60 মিনিট ইউস করার পর । অন্য কারো নম্বর দিয়ে রিনিউ করি । এভাবেই চলছে চলবে ।
অলিভার
তাহলে পলিসিটা সুবিধাজনক নয়। তারপরও নাই মামার চেয়ে কানা মামা ভালো।
প্রয়োজন পড়লে আপনার ব্লগ থেকে সংগ্রহ করে নিবো কখনো 🙂
সঞ্জয় কুমার
ধন্যবাদ
বন্য
ধন্যবাদ শেয়ার করার জন্য।
সঞ্জয় কুমার
আপনাকে ও ধন্যবাদ । ভাল থাকবেন ।
মেহেরী তাজ
কাজ না করলে ফেরত শরতে আপনাকে অকেন ধন্যবাদ। :p
সঞ্জয় কুমার
ধন্যবাদ দিয়ে ছোট করবেন না । :p
হিলিয়াম এইচ ই
ইউস করি কিন্তু এতে কিছু ঝামেলা আছে।
সঞ্জয় কুমার
ফ্রি তো একটু ঝামেলা থাকবেই ।