লেখক : হুমায়ূন আহমেদ
প্রচ্ছদ : ধ্রুব এষ
প্রকাশনা : কাকলী প্রকাশনী
মোট পৃষ্ঠা: ৩৮৮
মূল্য: ৪০০ টাকা
পাঠ্য প্রতিক্রিয়া :
“হুমায়ূন আহমেদ” স্যারকে নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন হয় না , একটা মানুষ একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচিত্রনির্মাতা। একটা মানুষের মাঝে এতো গুন থাকে কীভাবে তা সত্যি অবাক করা বিষয় । তার লিখা অসংখ্য বই এখন আমাদের অসংখ্য অবসর সময় সুন্দর করে তুলে। আমার মতে স্যার সহজ সাবলীল ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারতেন খুব সহজে তাই তার এবং তার লিখার এতো জনপ্রিয়তা ।
“আপনারে আমি খুঁজিয়া বেড়াই” বইটা মূলত তার ব্যাক্তি জীবন নিয়ে লিখা এবং তার নিজেকে নিয়ে লিখা কিছু বইয়ের উৎস । এখানে তার মা -বাবা , ভাই -বোন সবার কথা আছে , শিক্ষা জীবন এবং তার বেড়ে উঠার জায়গা গুলোর পরিচয়ও উঠে এসেছে এই বইতে । প্রত্যেকটা মানুষের জীবনে নানাবাড়ি – দাদাবাড়ি যে আদরের আর খুব বেশী আনন্দের স্থান তা বিভিন্ন কথায় আর কিছু ছোট ছোট কাহিনী তে স্যার এই বইতে প্রকাশ করেছেন । বাবার হাত ধরে বই পড়ার অভ্যাস হয়ে ওঠা এবং তার সাহিত্য জীবনের সূচনা’র ঘটনা গুলো বলেছেন । দেশের পড়া লিখা শেষ করে বিদেশ যাওয়া আবার দেশে , জীবনে হাজার রকমের মানুষের সাথে পরিচয় হওয়ার আর বিভিন্ন রকমের বন্ধু – বান্ধব বানানো এবং চার – পাশে যে কতো রহস্যময় মানুষ আছে তাঁদের কথা জানা এবং এতো মানুষের মাঝ থেকেই গল্পের চরিত্র গুলো তুলে আনা এসব কিছু লিখেছেন ।তার জীবনে ১৯৭১ এর যুদ্ধের সেই ভয়ংকর অভিজ্ঞতা’র কথা বলেছেন , যারা খুব আগ্রহ নিয়ে জানতে চান -যুদ্ধের সময় ” হুমায়ূন আহমেদ ” কোথায় ছিলেন ! কি করছিলেন ! তাঁরা এই বই পড়লে জানতে পারবেন এসব প্রশ্নের উত্তর ।তার গল্পের নায়িকা গুলোকে তিনি কীভাবে দেখছেন আর কীভাবে সাজাচ্ছেন সেসব বলেছেন ।ক্ষুদ্র থেকে নিজেকে বড় করে তোলা , জীবন সংগ্রামে হার না মেনে মাথা উঁচু করে শিশু কাজল থেকে সবার প্রিয় “হুমায়ূন আহমেদ ‘ হয়ে উঠার কথা তিনি খুব অবলীলায় বলে গেছেন । প্রকৃতিও যে মানুষের জীবনে প্রভাব ফেলে তা খুব ভালো ভাবেই প্রকাশ করেছেন । বইয়ের নাম অনুসারে বলা যায় , নিজেকে খুঁজে পাওয়ার যে আকাঙ্খা তা ছোট বড় সব মানুষের আছে , এই আকাঙ্খা তার জীবনেও ছিল , নিজেকে খুঁজতে খুঁজতে একদিন মানুষের জীবনটাই ফুরিয়ে যায় তখন পারি জামতে হয় অন্য কোন ভুবনে ,স্যার এর নিজস্ব নিজেকে খুঁজে বেড়ানোর কথা গুলোই তিনি এই বইতে বলতে চেয়েছেন ।
বইটা পড়ে শেষ করেই রিভিউ লিখতে বসলাম তাই বইয়ের হাজার কথা মাথায় ঘুরছে , কোন কথা লিখব আর কোনটা বাদ দিবো বুঝে উঠতে পারছি না তাই কথা গুলো এতো এলোমেলো হয়ে যাচ্ছে ।স্যারকে জানার জন্য এবং তার জীবন সম্পর্কে যাদের অতি আগ্রহ আছে তাঁরা এই বইটা পড়ে নিজেদের আগ্রহের কিছু চাহিদা মেটাতে পারবেন । তাই সবাই “আপনারে আমি খুঁজিয়া বেড়াই” বইটা সংগ্রহ করে পড়ে ফেলুন ।
শুভ হোক আপনার পাঠ্য কার্যক্রম।
৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
তাঁর অনেক বই পড়া হয়নি, কিছু পড়েছি।
তিনি বিরল প্রতিভার মানুষ বলেই মনে করি, আপনি তাঁকে অনেক মন দিয়ে পড়ছেন/পড়বেন তা জেনে আনন্দিত হচ্ছি।
সময় পেলে পড়ার ইচ্ছে রইল।
তাঁকে নিকে একবার সামান্য কিছু লিখেছিলাম, এখানেই।
গালিবা ইয়াসমিন
জানার ইচ্ছে কখনো যায় না বৃথা , হুমায়ূন স্যার সম্পর্কে জানুন আর যার অথবা যা নিয়েই জানার ইচ্ছে করুন না কেন কিছু না কিছু আপনি শিখতেই পারবেন এবং বই পড়ে জানার মতো আনন্দ মনে হয় আর কিছু নেই 🙂 ।
তৌহিদ ইসলাম
স্যারকে নিয়ে মন্তব্য করার যোগ্যতা আমার নেই, তবে তার সহজ সরল সাবলীল লেখা থেকে অনেক উৎসাহ পাই নিজে লেখা লিখি করার। সুন্দর পোস্ট।
গালিবা ইয়াসমিন
ধন্যবাদ 🙂
জিসান শা ইকরাম
বইটি পড়া হয়নি। ওনার নিজের কিছু কথা যখন এই বইতে আছে, তখন অবশ্যই বইটি পড়ব।
রিভিউ লেখার জন্য ধন্যবাদ।
গালিবা ইয়াসমিন
হা , পড়ে দেখবেন ভালো লাগবে 🙂
মোঃ মজিবর রহমান
আপনি সুন্দরভাবে হুমায়ুন স্যারের বইয়ের রিভিউ দিলেন। একের ভিতর অনেকগুনের অধিকারী তিনি। বইটি পড়া লাগবে।
আপনাকে অশেষ ধন্যবাদ।
গালিবা ইয়াসমিন
আপনাকে ধন্যবাদ মূল্যবান কমেন্টের জন্য 🙂