সুপ্রিয় ব্লগারগণ, পেনড্রাইভ আমাদের সবার কাছে কম বেশী নিত্য প্রয়োজনীয় বস্তু। এ কথা বলাই বাহুল্য যে এর কার্যবিধি সম্পর্কে জানে না এমন মানুষ পাওয়াটা দুষ্কর। যাই হোক মূল প্রসঙ্গে আসা যাক।
অনেক সময় দেখা যায় যে, আমাদের ব্যবহৃত পেনড্রাইভ কোন না কারণের জন্য সমস্যা তৈরি করে। যার ফলে অনেক সময় ভোগান্তিতে পরতে হয়। এর ফলে দেখা যায় যে পিসিতে পেনড্রাইভ প্রবেশের পর আপনার পেনড্রাইভে গুরুত্বপূর্ণ ফাইল থাকা সত্ত্বেও পেনড্রাইভ ফরমেট দিতে হচ্ছে। যাক পেনড্রাইভ ফরমেট দিতে গিয়ে দেখেন যে পেনড্রাইভ আর ফরমেট হয় না। অর্থাৎ আপনার পেনড্রাইভটি RAW ফাইল সিস্টেমে পরিণত হয়ে গিয়েছে। যার ফলে পিসিতে প্রবেশ করলে ফরমেট বার্তা তো শো করে কিন্তু ফরমেট দিতে গেলে সেটি ফরমেট হয় না। এমতাবস্থায় কি করণীয় তাই আলোচনা করছি।
যখন আপনার পেনড্রাইভটি পিসিতে প্রবেশ করাবেন তখন দেখবেন যে পেনড্রাইভটিকে যতবারই ফরমেট দেয়ার চেষ্টা করছেন না কেন পেনড্রাইভ কিছুতেই ফরমেট হচ্ছে না। ফলে এই বার্তাটি দেখতে পাবেন।
এখন আপনি যদি Computer>Manage>Disk Management এ গিয়ে পেনড্রাইভ ফরমেট দিতে চান তাহলে আবার এই বার্তা দেখাবে।
এখন এই সমস্যা সমাধানের জন্য আপনাদের একটি ডিস্ক পার্টিশন সফটওয়্যার ডাউনলোড করতে হবে। মাত্র 8.16 MB।
সফটওয়্যারটির নামঃ AOMEI Partition Assistant Standard Edition [Free Edition]
ডাউনলোড লিংকঃ AOMEI Partition Assistant
এখন সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন এবং ওপেন করুন। ওপেন করার পর দেখবেন আপনার প্রবেশকৃত পেনড্রাইভ ওখানে প্রদর্শন করছে। এরপর আপনার পেনড্রাইভ উপর মাউসের রাইট বাটন ক্লিক কনটেক্স মেন্যুটি আনুন। কনটেক্স মেন্যুটি থেকে Delete Partition অপশনটি সিলেক্ট করুন।
Delete Partition অপশনটি সিলেক্ট করার পর এই বক্স টি শো করবে। ঐখান থেকে Delete partition quickly (Recommended) টিকে সিলেক্ট করে OK ক্লিক করুন। এরপর বামদিকে উপরে কোণায় Apply তে ক্লিক করুন।
এরপর আরেকটি বক্স শো করবে। ঐখান থেকে Proceed এ ক্লিক করুন এবং অপর আরকেটি বক্স আসবে ওতে Yes দিয়ে দিন।
পেনড্রাইভের পার্টিশন ডিলিট প্রসেসিং
পার্টিশন ডিলেট হওয়ার একটি বক্স শো করবে ঐখানে OK তে ক্লিক করুন। পেনড্রাইভের পার্টিশন ডিলেট হওয়ার পর ফাইল সিস্টেম Unallocated শো করবে। এরপর আপনার পেনড্রাইভ উপর মাউসের রাইট বাটন ক্লিক কনটেক্স মেন্যুটি আনুন। কনটেক্স মেন্যুটি থেকে Create Partition টি সিলেক্ট করুন।
Create Partition টি সিলেক্ট করার পর একটি বক্স শো করবে। ঐখানে থেকে শুধু OK তে ক্লিক করুন। অতঃপর বামদিকে উপরে কোণায় Apply তে ক্লিক করুন। এরপর আরেকটি বক্স শো করবে। ঐখান থেকে Proceed এ ক্লিক করুন এবং অপর আরকেটি বক্স আসবে ওতে Yes দিয়ে দিন।
পেনড্রাইভের পার্টিশন ক্রিয়েট প্রসেসিং
পার্টিশন করা শেষ হলে সফল ভাবে সম্পন্ন হয়েছে এরূপ একটি বক্স শো করবে ঐখানে OK ক্লিক করুন।
অতঃপর Computer প্রবেশ করে Devices With Removable Storage এ দেখুন আপনার পেনড্রাইভ শো করছে।
এই দেখুন এই কাজ করার পর এখন আপনি সরাসরি আপনার পেনড্রাইভকে ফরমেট দিতে পারবেন।
এখন থেকে যদি পেনড্রাইভ RAW ফাইল সিস্টেমে পরিণত হয় তবে এই ভাবে এর সমাধান করতে পারবেন।
😀 ধন্যবাদ 😀
বিঃদ্রঃ যদি আপনার পেনড্রাইভে গুরুত্বপূর্ণ ডাটা থাকে তাহলে এই উপায়টি অবলম্বন করা না করা সর্ম্পূণটাই আপনার ব্যক্তিগত ইচ্ছা।
২২টি মন্তব্য
ঘুড্ডির পাইলট
আমার নিজের একটা ফেন ড্রাইভ এরও একই প্রবলেম ! চেস্টা করে দেখতে হবে ।
মিজভী বাপ্পা
অবশ্যই দেখে জানাবেন কিন্তু। আর মন্তব্যের জন্য ধন্যবাদ।
শাহানা আফরিন স্বর্ণা
প্রয়োজনীয় !!! 🙂
কিন্তু প্রয়োজনীয় ফাইলস ই থাকে পেনড্রাইভ এ 😀
RAW ফাইলে পরিণত না হোক সেই আশায় করি আমার এতগুলা মুভি :p
মিজভী বাপ্পা
জ্বী। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
বনলতা সেন
এখানে একজন টেকি আছে জেনে আনন্দিত। কাজে আসবে।
মিজভী বাপ্পা
ধন্যবাদ 🙂 দোয়া রাখবেন যাতে আরও অনেক বিষয় সর্ম্পকে লিখতে পারি 🙂
জিসান শা ইকরাম
জানতাম না, কাজে লাগবে -{@
মিজভী বাপ্পা
ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।
অরণ্য
খুব কাজের পোস্ট। আমি কাজে লাগিয়ে তবেই মন্তব্য করছি। অনেক ধন্যবাদ আপনাকে।
মিজভী বাপ্পা
আপনাকে ও ধন্যবাদ ভ্রাতা। আপনাদের সহযোগীতায় ট্রিক্সটি উপযোগী হলে এই লেখার সার্থকতা 🙂
খেয়ালী মেয়ে
জেনে রাখা ভালো, কাজে আসবে–বিষয়টি জানানোর জন্য আপনেকে অনেক ধন্যবাদ 🙂
মিজভী বাপ্পা
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
স্বপ্ন নীলা
প্রিয়তে রাখার বাটনটি খুবই মিস করছি– খুবই প্রয়োজনীয় একটি পোস্ট
কাজে আসবে
ধন্যবাদ
মিজভী বাপ্পা
আপনাকেও অনেক ধন্যবাদ 🙂
বৃষ্টিহত ফাহিম
খাইছে এত্ত ঝামেলা!!
মিজভী বাপ্পা
জ্বী ভ্রাতা 🙁
লীলাবতী
এসব আমি পারিনা,মাথা এলোমেলো হয়ে গিয়েছে।
মিজভী বাপ্পা
বলেন কি? একে বারেই ইজি প্রসেস। আর ও কিছু কমান্ডের। ঐগুলো তো আরো ঝামেলা দায়ক 😀 😀 😀 😀
খসড়া
এ বুঝার ক্ষমতা আমার নাই। 😀
মিজভী বাপ্পা
বলেন কি? একে বারেই ইজি প্রসেস 😀 😀 😀 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
প্রয়োজনীয় পোষ্ট সেয়ার করলাম। -{@
মিজভী বাপ্পা
ok 🙂