যে পথে চলে উপর তলা,
যে পথে নাই ছোট ছোট ঘাসের দলা
সে পথে চলেছ হয়ে অন্ধ তারা
সে পথ শুনে রাখো কাঁটায় ভরা
সে পথে লক করা আলোর সভা
সে পথে কাঁদায় ক্ষণিক প্রভা
তবু আমি, এতো কী কম দামি
চোখ তুলে তাকাও একবার
দেখো আমি বার বার
এক হাতে মাটি
আরেক হাতে গাছ, পাথর, বাটি
আমার মনের অলিগলি
একটু হলেও বলি
সেখানে আধেক আমি
আধেক তুমি !
ক্ষণিকের কিছু ভুল
হোক না ঘাসফুল
আবার পথ চলি
নিরালায় কথা বলি
হাতে রাখি হাত
আসুক লাজ রাঙা প্রভাত !
১০টি মন্তব্য
শুন্য শুন্যালয়
স্পেসগুলো এলোমেলো হয়ে গেছে মনে হচ্ছে, ছন্দের মিল লাইনগুলোতে স্পেস। নাকি ইচ্ছে করেই দিয়েছেন?
সুন্দর কবিতা।
জসীম উদ্দীন মুহম্মদ
ইচ্ছে করে নয়; কেন জানি হয়ে গেছ । ঠিক করে নেব –। ধন্যবাদ । -{@ -{@ -{@
খসড়া
কবিতা ভাল লাগল।
জসীম উদ্দীন মুহম্মদ
-{@ -{@ -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আবার পথ চলি ….পথ চলার অদম্য শক্তি। (y)
জসীম উদ্দীন মুহম্মদ
-{@ -{@
কৃন্তনিকা
সুন্দর… -{@ -{@ -{@
জসীম উদ্দীন মুহম্মদ
(3 -{@
মানিক পাগলা
কিছু অংশ ভাল লেগেছে। আর কিছু অংশ মাথার উপর দিয়ে গেছে। বুঝতে পারি নাই। :p
জসীম উদ্দীন মুহম্মদ
(3 -{@ -{@