অপ্রসন্ন স্বপ্ন গুলো সম্প্রতি ভুলিয়ে দিয়েছে তোমাকে
ভুলিয়ে দিয়েছে সন্ধ্যার ঝিঙে ফুল,
নীল আকাশের ধূসর বিষন্ন মেঘ-
জটিল চিন্তা করে দিয়েছে সংস্কার,
প্রস্তর হৃদ কুঠিরের দেয়াল পুড়ছে মমের মত অবহেলার অনলে!
রেষারেষি তো আজীবন পুষে রাখি যত্নে-
যেমন তুমি পুষছ ভুলে যাওয়ার স্বভাব, আমাদের সোনালী স্মৃতি, গোপন স্পর্শ-প্রতিজ্ঞাবাক্যের গুরুত্বপূর্ণ কিছু অংশ;
সেদিক থেকে বরং আমিই পিছিয়ে-
আমার রেষারেষিটা আত্মকেন্দ্রিক হলেও ভুলে যাওয়ার নয়।
বর্ণচোরা ক্লেশ যাতনাকে লঘুচিত্তে বহন করে-যার অতীত কেটেছে বর্তমানও কাটছে, উদ্দেশ্যহীন সংকটে সেই মনে রেখেছে প্রিয়তমার নিষ্ক্রিয় আচরণ!
আর্থিক সুখের অভিজ্ঞতায় সে সুখী হয় না-
হয় আমার মত আত্মিক।
১৬টি মন্তব্য
সুরাইয়া নার্গিস
চমৎকাল লেখা।
শুভ কামনা রইল ভাইয়া।
নুরহোসেন
ধন্যবাদ, শুভ কামনা রইলো ।
সুরাইয়া নার্গিস
স্বাগতম ভাইয়া।
ফয়জুল মহী
। ভালো থাকবেন নুর ভাই।
নুরহোসেন
ধন্যবাদ মহী ভাই, আপনিও ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
বর্ণচোরা ক্লেশ যাতনাকে লঘুচিত্তে বহন করে-যার অতীত কেটেছে বর্তমানও কাটছে, উদ্দেশ্যহীন সংকটে সেই মনে রেখেছে প্রিয়তমার নিষ্ক্রিয় আচরণ!
আর্থিক সুখের অভিজ্ঞতায় সে সুখী হয় না- খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো আপনার জন্য।
নুরহোসেন
ভালবাসা ও শুভকামনা রইল।
সুরাইয়া পারভীন
অপ্রসন্ন স্বপ্ন গুলো এতোটায় মূখ্য যে
ভুলিয়ে রাখতে পারে তাকে
যাকে ছাড়া কোনো স্বপ্নই দেখা হতো না
ভুলিয়ে রাখতে পারে সোনালী স্মৃতি,
গোপন স্পর্শ-প্রতিজ্ঞাবাক্যের গুরুত্বপূর্ণ কিছু অংশ;
অপ্রসন্ন স্বপ্ন গুলোর জয় হয়েছে তবে
আর্থিক সুখ কাউকে সুখী করতে না পারলেও
বিন্দাস রাখতে পারে কিন্তু
চমৎকার লিখেছেন ভাইয়া
অনেক দিন পর আপনার লেখা পড়লাম
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
নুরহোসেন
ধন্যবাদ আপু,
লকডাউনের চাপে আজকাল অলস হয়ে গেছি।
সুপায়ন বড়ুয়া
“বর্ণচোরা ক্লেশ যাতনাকে লঘুচিত্তে বহন করে-যার অতীত কেটেছে বর্তমানও কাটছে, উদ্দেশ্যহীন সংকটে সেই মনে রেখেছে প্রিয়তমার নিষ্ক্রিয় আচরণ! “
সুন্দর অনুভূতির বিমুর্ত প্রকাশ।
ভাল লাগলো। শুভ কামনা।
নুরহোসেন
ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন।
হালিম নজরুল
ভাল লাগল কবিতা।
নুরহোসেন
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
আর্থিক সুখের অভিজ্ঞতা যাকে পেয়ে বসে, সে ভুলে যাওয়া রোগের রোগী হয়ে থাকতেই স্বাচ্ছন্দবোধ করে। আত্মিকরা সুখ খুঁজে নেয় আত্মমগ্নতায়। এই পৃথিবীতে সুখী হওয়াটাই মুখ্য। যে যেভাবে চায় সে সেভাবেই সুখী হতে চায়।
অনেক দিন পর আপনার লেখা পড়লাম।
নিয়মিত লিখুন,
শুভ কামনা 🌹🌹
নুরহোসেন
ধন্যবাদ আপু,
লকডাউনের কারনে আটকা পড়েছি;
ইনশাআল্লাহ নিয়মিত হবো।
কামাল উদ্দিন
কবিতারা বরাবরই আমার কাছে জটিল মনে হয়, এখানেও তার ব্যতিক্রম নয়………শুভ কামনা জানিয়ে গেলাম নূর ভাই।