বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড কে মেসেজ পাঠাল
” Best of Luck Jaan, Ami jani tomar Exam onek onek valo hobe. Ekdom-e Tension koro na. Valo kore Revision diye jeo, In sa Allah sob common paba, I Love You ”
অতঃপর ৫ মিনিট পর গার্লফ্রেন্ডের ফোন…
কেমন আছো জান?
-আমি ভালো আছি, তুমি?
হ্যাঁ আমিও ভালো,
-আমার মেসেজ পেয়েছ?
হ্যাঁ পেয়েছি, কিন্তু তাও অনেক টেনশন হচ্ছে, প্রথম পরীক্ষা তো তাই।
-আচ্ছা একদম টেনশন কর না। কাল না বাংলা পরীক্ষা?
হ্যাঁ জান, কাল বাংলা পরীক্ষা …
-“রিতু” তুমি আমার সম্পত্তি না, তুমি আমার সম্পদ।
বাহ তোমার এখনও মনে আছে?
-বল কোন গল্পের, লেখক কে? এবং কে কাকে বলেছে?
হৈমন্তী গল্পের, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, অপু হৈমন্তী-কে উদ্দেশ্য করে বলেছে।
-দেখেছ? মেসেজে বলেছিলাম না, তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হবে?
থ্যাংকস জান, এখন একটু টেনশন ফ্রি হলাম, থ্যাংকস এ লট।
-ওকে ওকে যাও এখন তাড়াতাড়ি রিভিশন দাও।
ওকে জান বাই, “I Love You”
-“I Love You Too Ritu”
সকল পরীক্ষার্থীর জন্য অনেক অনেক শুভকামনা রইল
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অবশ্যই সকল পরীক্ষার্থীর জন্য অনেক অনেক শুভকামনা ।
ব্লগার রাজু
(y) 🙂
খসড়া
আমার বড়টা কাল পরীক্ষার্থী।
ব্লগার সজীব
সবার পরীক্ষা ভালো হোক।
প্রহেলিকা
পরীক্ষা ভালো হোক। -{@
শুন্য শুন্যালয়
সবার জন্য অনেক অনেক শুভকামনা…
মা মাটি দেশ
সুণ্দর রসালো গল্প। -{@ (y)
ব্লগার রাজু
ধন্যবাদ ভাই -{@ (y) 🙂
জিসান শা ইকরাম
শুভ কামনা সবার জন্য ।
ব্লগার রাজু
🙂 (y) -{@