আমার বেলাতেই রঙে তোর হেলাফেলা
শুরু করে মন নেই নেই নেই রে তোর
হারিয়ে পালিয়ে কিংবা ঠেলে ঠুলে
কে দিব্যি দিলো হত বা আহতভাগা?
সব শেষ নিঃশ্বেস বিনাশে হাতকড়া পরলো বুঝি!!
যা, ঠোঁট দুটো এঁকেছিস তাতেই খুশি;
বকবকানি পায়রা হয়ে রোজ তোকে বকে যাব।
অসহ্য সহ্য হারা হয়ে এঁকে দিবি কি
আমার বুড়িয়ে যাওয়া আঙ্গুল? আড়ি দেব জন্মান্তরের।
তোকে রাগিয়ে অনুরাগীয়ে অগ্নিমূর্তি বানিয়ে
একদিন সমাপনী হয়ে যাব, তবে তো রয়ে যাবে শুধু তারপর।
চিত্রকর, আজন্ম ধরে আঁক,
শুধু শেষবার পায়ে একটা মল এঁকে দিস। স্তব্ধতায় বড্ড ভয় রে।
এরপর অপেক্ষা নয়তো প্রতিক্ষা
কাঠঠোকরার মত খুটখুট শব্দ ঘড়ি গাছে–
অতঃপর,
তুই আমি পাশাপাশি এক দেয়ালে
দুজনই অসমাপ্ত রবো কিন্তু রবোনা।
৫২টি মন্তব্য
তানজির খান
আবেগ ভাল লেগেছে। -{@
মিথুন
ধন্যবাদ তানজির ভাইয়া।
ছাইরাছ হেলাল
আপনি ও কবি!!! কবিদের প্রতি ঢের ডর আমার।
এত রাগি লেখায় কী না কী মন্তব্য করে বসব ভেবে পাচ্ছি না।
বকবকানি পায়রার বাকুম ডাক মন্দ নয় শুনতে। আপনিও দেখি কী সব মৃত্যু-ফৃত্যু বোঝাচ্ছেন।
বুঝছি আরও পড়া লাগবে।
মিথুন
নিজেকেও আপনার ভয় নাতো?
এ রাগি লেখা নয়, অনুরাগি হতে পারে 🙂
বুকসমান জল, সাঁতার কাটার সুযোগ নেই। যা বোঝার বুঝেই গেছেন। আরো পড়বেন শুনে অসমাপ্ত ভয়ে আছে। কি খুঁজতে কি পান ঠিক নেই। কান ঝালাপালা করে দিলেও মন্দ নয়, কি বলেন?
ছাইরাছ হেলাল
নিজেকে ভয় পাব কেন? আমি তো কবি নই।
যাক বুঝতে পারছি রাগের অনুরাগ হলেই কবিরা সুন্দর কবিতা লিখে জন্মান্তর পর্যন্ত দেখে ফেলে।
আশে-পাশে হয়ে পাশাপাশি দিয়ে মিটিয়ে ফেলছেন তা বুঝতে পারছি।
সোনেলা পেল এক দুর্দান্ত-দুর্দমনীয় কবি।
সবুজ শুভেচ্ছা কবিকে।
মিথুন
আমাকে কবি বলে এভাবে বকা-ঝকা কেন করছেন? লেখাতে বিভাগ নির্বাচন ভুল করেছি। কবি নন, তাই বলে একান্ত অনুভুতি কই গেলো আপনার?
অরণ্য
বেশ লিখেছেন। (y)
কিছু ছবি অসমাপ্তিতেও মজা। কোন কোন টা তো আবার ইতিহাস হয়ে যায়।
আবদারটা দারুন লেগেছে আমার কাছে…
“চিত্রকর, আজন্ম ধরে আঁক,
শুধু শেষবার পায়ে একটা মল এঁকে দিস। স্তব্ধতায় বড্ড ভয় রে।”
মিথুন
হুম অসমাপ্ত ছবির ইতিহাস খুঁজলে মাথা খারাপ হয়ে যাবে, বিস্তর।
আপনার মন্তব্যও দারুন লেগেছে আমার কাছে… 🙂
থাংকু -{@
খেয়ালী মেয়ে
ওওওওও চিত্রকর মিথুন আপুর কথার বাইরে যেয়ো না কিন্তু 🙂
জনাব চিত্রকর যদি এরপরও ঠিকঠাক ভাবে সবকিছু না শুনে জানাবেন কিন্তু….
বকবকানি পায়রা হয়ে রোজ তোকে বকে যাব (y)
শুধু শেষবার পায়ে একটা মল এঁকে দিস। স্তব্ধতায় বড্ড ভয় রে। (y)
মিথুন
অবশ্যই জানাবো, আমার কথাতো শুনছে না। দেখি খেয়ালী আপুর কথা শোনে কিনা। চিত্রকর এবার তোমার খবর আছে, আমি এখন একা নই, হুম হু।
স্বপ্ন
আজকাল খুব বকবক করা হয়।কিছু বুঝি কিছু বুঝিনা। কেমন কুয়াশা,কিছু দেখা যায় কিছু অস্পষ্ট। ভালোই লিখছেন আজকাল।
মিথুন
আজকাল মন তার খুব উড়ুউড়ু। কিছু ছুতে পারি কিছু পারিনা। কুয়াশা ক্ষনস্থায়ী। আমার ভালো লেখার রেশ শুধুই আজকাল, এগুলো লেখার মধ্যে পরেনা। মন ভালো হয়েছে আপনার?
স্বপ্ন
মল আপনার অত্যন্ত প্রিয় নাকি?হাজার জোড়া মল হোক আপনার 🙂
মিথুন
আমি কোনদিন মল পড়িনি। না পড়েও এটা আমার প্রিয়ই বলতে পারেন। হাজার জোড়া নয়, আমার শুধু এক পায়ে একটা পায়েল চাই। কেউ একজন কিনে দেবে কথা দিয়েছে।
স্বপ্ন
যে কথা দিয়েছে পায়েল এর আশাকরি সে কথা রাখবে 🙂
মিথুন
না রেখে যাবে কোথায়? মানিব্যাগ ছিনিয়ে নেব তো 🙂
মেহেরী তাজ
কবি মানুষজন…..
আফসোস আমি কবিতা কম বুঝি। 🙁 🙁
মিথুন
আমিও তো আগে খেয়াল করিনি। এইটা কবিতা বিভাগে কেমন করে এলো? এটাকে কবিতা বলে?
আমারও আপনার মতো আফসোস।
মেহেরী তাজ
আমি কবিতা লিখতে পারি না বলে আফসোস করি আর আপনি লিখে আফসোস করেন।
সম্ভবত আপনাকে লুকায়ে চলে আসছে,তাই আপনি বুঝতে পারেন নাই। :p
জিসান শা ইকরাম
শেষ পর্যন্ত ফ্রেমে বাঁধানো ফটো?
ব্লগার সজীবের রেডি কমেন্ট এর দরকার এখানে
ফ্রেমের গায়ে মালা থাকবে তো?
কবি হয়ে দুর্বোধ্য হয়ে গেলেন?
যারা আমার মত কবিতা কম বুঝে তাঁদের অবস্থা করুন।
শুভ কামনা।
মিথুন
ফাঁকিবাজের রেডি কমেন্ট মনে রেখেছেন? তার এন্টি পোস্ট দিয়েছিলাম মনে নেই? পুরষ্কারের লিস্ট থেকে আপনাকেও কিন্তু বাদ দিয়ে দেব।
দুর্বোধ্য। বুঝতে পারছিনা কার দোষ দেব? হয়তো আমারই।
কবিতার লাইনগুলো বাক্য করে দিই। কবির জন্য দুর্বোধ্যতার অভিশাপ আর নেই। আমি কবি নই।
মিথুন
দিন দিন, ইচ্ছেই রাজা, ইচ্ছেই প্রজা…
ব্লগার সজীব
না দেবো না, শব্দের অর্থ ভিন্ন করে ফেলেছেন।
মিথুন
এখনো বলছি দিন, নইলে শুন্য আপুর সব পাত্রী এনে হাজির করবো…… 😀
সীমান্ত উন্মাদ
বাহ চমৎকার গদ্য কাব্য। অনেক অনেক ভালোলাগা শুভকামনা জানিবেন নিরন্তর।
মিথুন
আপনাকে ধন্যবাদ সীমান্ত ভাইয়া……
শুন্য শুন্যালয়
আমার কোন লেখায় এক আপু মন্তব্য করেছিল, শেষটা বিষাদের কেন? আমাদের সবকিছু মন খারাপে এসে শেষ হয় কেন?
মৃত্যুটুকু ছাড়া পুরোটা ভালো হয়েছে।
মিথুন
পাশাপাশি পাবার পথ মন খারাপের কি?
ধন্যবাদ আপনাকে শুন্য……
নীলাঞ্জনা নীলা
ছবির ওই ফ্রেমে
নিস্তরঙ্গ জল পাখীর চঞ্চু ছুঁয়ে কোন কথা কয়!
নিস্তব্ধ নির্জনতার কথা?
ইতিহাসের ছবিতে ওই যে পরিখা,
তার নীচেই কি
নূপুর পড়ে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মা?
তাই বুঝি চারদিকের সুরে এতো বিষাদ ছড়ানো?
এমন করুণ স্বরলিপি?
হে ইতিহাস শোনো,
অসমাপ্ত এই ছবিতে চলমান সময়ের রঙ ছোঁয়াবে চিত্রকর।
মৃত্যু এবার জাগবেই,
ঘুমন্ত জীবনকে রাঙিয়ে দিতে ছবিতে রঙ ফুঁটবেই।—————মৃত্যুকে জীবনে ফেরানোর, ক্রোধকে আনন্দে ফোঁটানোর আর মন খারাপকে সুরে ভাসানোর চেষ্টা করলাম। অসমাপ্ত ছবি পূর্ণতা পেলো কিনা, সে তো বলবে কবি।
অনবদ্য একটি কবিতা লিখেছেন। মন ছুঁয়ে গেলো। (y) -{@
মিথুন
এ ভারী অন্যায়। পেতেছি অশ্রুজলে ঘাড়ের গামছাখানি,
কেঁচকি, কুচো চিংড়ি আর শ্যাওলা ধরবো বলে
তুই এলি পাল তোলা নৌকা নিয়ে
ছিপ ফেলেছিস প্রাণ শিকারের ছলে…
কবে আপনার মতো করে লিখতে পারব আপু? কি সব ছাইপাশ লেখায় প্রাণ দিলেন। অপূর্ব।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপুর জন্য……
নীলাঞ্জনা নীলা
বাহ!
বাহ!!
বাহ!!!
দূর্দান্ত। :c
-{@ (3
মিথুন
লজ্জা পাচ্ছিতো আপু, তবে খুশিও লাগছে। হঠাৎ মনে এলো, উম্মার ইমো নেই কেনো সোনেলায় ;? (3 -{@
নীলাঞ্জনা নীলা
আমি-ই দিচ্ছি উম্মাআআআআআআআআআআ -{@ (3
মিথুন
আপনি লক্ষি মেয়ে যে। :*
নীলাঞ্জনা নীলা
লক্ষ্মী না অনেক দুষ্টু কিন্তু ক্ষতিকারক নই। 😀
মিথুন
দুষ্টু ক্ষতিকারক তো আপু, দুস্টুমি দেখলেই আমারও দুস্টুমি করতে ইচ্ছে করে 🙂
মরুভূমির জলদস্যু
ভালো হয়েছে।
মিথুন
ধন্যবাদ ভাইয়া…
রিমি রুম্মান
এরপর অপেক্ষা নয়তো প্রতিক্ষা
কাঠঠোকরার মত খুটখুট শব্দ ঘড়ি গাছে–
অতঃপর,
তুই আমি পাশাপাশি এক দেয়ালে
দুজনই অসমাপ্ত রবো কিন্তু রবোনা___ ছুঁয়ে গেলো । -{@
মিথুন
ধন্যবাদ রিমি আপু -{@
মিথুন
হাসুন যত খুশি। স্বার্থপরেরা একা একা হাসে বুঝলেন? আমি তো ছবির কথা বলেছিলাম, আপনি তাকে মানুষের ছবি ভেবে বসলেন? 🙂
যা ইচ্ছে লিখুন, খোঁচা মারলেন ভাইয়া? খুব কষ্ট দিই কি সব আজেবাজে লিখে। ইস্তফা দিয়ে দিচ্ছি, যান। কষ্ট দেয়া ঠিক না 🙂
ব্লগার সজীব
‘ যা ইচ্ছে লিখুন ‘ অর্থ মন যা চায় তাই লিখুন।সোনেলা আমাদের ব্লগ, এখানে আমরা যা খুশী পোষ্ট দিয়ে নাচবো এমন করে \|/ , পোষ্ট দিয়ে গড়াগড়ি খাবো। আদর্শ লিপির অক্ষর লিখবো। যেমন খুশী তেমন পোষ্ট দেবো।
আপনাকে খোঁচা দেয়ার যোগ্যতা কি আমার আছে?ইচ্ছে মত লিখবেন আপনি, আমিও। আর ‘আজেবাজে’ লেখার কথা যদি বলেন,আমার চেয়ে আজেবাজে কে লেখে সোনেলায়?
আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমি স্যরি।আপনি যেমন টা বুঝেছেন,আমি তেমন ভাবে বলিনি।আর ইস্তফা আপনি কেন দিবেন?আমার মত সজীব ইস্তফা দিলে সোনেলার এমন কোন ক্ষতি হবেনা।কিন্তু আপনার ইস্তফায় সবাই কষ্ট পাবে।
মিথুন
আমি ইস্তফা দিবো? এহ্ অতো সহজ নাকি? এইযে প্রশংসা করছেন আমি চলে গেলে সবাই কষ্ট পাবে, এ প্রশংসা পাবার জন্যই একটু ঢং করলাম। আপনি কই যাবেন? সবাই আমার পিন্ডি চটকাবে, আপনি তাই চান বুঝি? আপনি কেমন লেখেন তা আমরা সবাই জানি, আপনার আজেবাজে লেখা না পড়লে আমরা আজেবাজে আইডিয়া কই পাবো?
ছাইরাছ হেলাল
ভাগোয়াট দিলে হপে না।
মিথুন
মাঝে মাঝে ভাগোয়াট না দিলে হপে না…… 🙂
নীতেশ বড়ুয়া
“চিত্রকর, আজন্ম ধরে আঁক,
শুধু শেষবার পায়ে একটা মল এঁকে দিস। স্তব্ধতায় বড্ড ভয় রে।”
অসাধারণ… এমন ভাবের চিত্রকর আপনাকে বড্ড ভয় পেলাম এবার 😀
মিথুন
আমি তো চিত্রকর না, ছবি 😀
শিশির কনা
জীবনের সব ছবিই আসলে অসমাপ্ত,একশত ভাগ পুর্ন বলে কিছু নেই।
মিথুন
আছে নিশ্চয়ই আছে। এই আকালের দিনে পাশাপাশি হাত ধরে থাকাটাই শতভাগ পূর্নতা……
মিথুন
লীলা আপু আপনি আমার সাথে থেকেন…… 🙂
স্বপ্ন
বুঝলাম।ভালোই আছেন আপনি। শুভেচ্ছা আপনাকে -{@
মিথুন
আপনি দেখি ভালোই বোঝেন 🙂 অনেকদিন কিছু লিখছেন না। অনেক ব্যস্ত কি? আপনার জন্যেও শুভেচ্ছা। (3