বড় অস্থির সময়!
মন ভার করা প্রতিটি মূহুর্ত।
মৃত্যূর অপেক্ষায় প্রহর গুণছি সবাই।
জীবনের রং ও ফিকে হয়ে গেছে,
কেটে গেছে ছন্দ আর সুর।
কবিতাও আজ দিশেহারা,
হারিয়েছে শব্দগুলো।
প্রিয়জন হারাবার শোক,
স্তব্ধ নগর,স্তব্ধ জনপদ!
শহর সেজেছে মৃত্যূর মিছিলে ।
সময় যেন এখন অশনি সংকেতের!
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ছোট করে অনেক সুন্দর করে মহামারীর অবস্থাটা তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো আপনার জন্য
সাদিয়া শারমীন
আপনাকেও ধন্যবাদ দিদি।লেখাটি পড়েছেন বিলে।
ফয়জুল মহী
অত্যন্ত চমৎকার লেখনী ।
সাদিয়া শারমীন
অনেক ধন্যবাদ ভাইয়া।
ইসিয়াক
বর্তমান সময়ের চালচিত্র সুন্দর করে গেঁথেছেন কবিতায়।
শুভকামনা।
সাদিয়া শারমীন
ধন্যবাদ ভাইয়া
সাবিনা ইয়াসমিন
অস্থির সময় আর অনিশ্চিত আগামীর দিনগুলো কেড়ে নিচ্ছে সবই। জীবনের রঙ, ছন্দ, কবিতার পঙক্তি সব।
কেউ জানি না এর পরিসমাপ্তি কোথায়। আল্লাহ আমাদের ধৈর্য ধরার তৌফিক বাড়িয়ে দিন। আমীন।
শুভ কামনা 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সময়ের শোক ও মৃত্যু নিয়ে সুন্দর লেখা । ধন্যবাদ ।
এস.জেড বাবু
কর্ম, কামাই, আহার আর মুক্ত বাতাসে স্বাধীনতা আজকাল ম্লান। যেন ১৪৪ধারা চলছে তো চলছেই।
অসাধারণ অনুভুতি নিয়ে তুলে ধরলেন নিত্যকার বাস্তবতা।
সুন্দর হয়েছে অনেক
তৌহিদ
আশাকরি দ্রুতই কেটে যাক এমন সময়। অনিশ্চিত ভবিষ্যৎ আর ভালো লাগছেনা। ভালো থাকুন আপু।
আলমগীর সরকার লিটন
সময়টা এখন এরকম
অনেক ভাল থাকবেন——-
সুরাইয়া নার্গিস
বাহ্ দারুন লিখছেন।
জিসান শা ইকরাম
খারাপ সময় চলে যাক,
কবিতা ভালো হয়েছে,
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
অস্থির সময় কাটছে সবার
সময় এখন ঘরে থাকার।
ভাল লাগলো। শুভ কামনা।
আরজু মুক্তা
ভালো সময় আসুক!
হালিম নজরুল
কবিতা তো ভালোই মনে হল। দিশেহারা কই?