অশনী সংকেত

সাদিয়া শারমীন ২৪ জুন ২০২০, বুধবার, ১২:১৭:৫৮অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

বড় অস্থির সময়!
মন ভার করা প্রতিটি মূহুর্ত।
মৃত্যূর অপেক্ষায় প্রহর গুণছি সবাই।

জীবনের রং ও ফিকে হয়ে গেছে,
কেটে গেছে ছন্দ আর সুর।

কবিতাও আজ দিশেহারা,
হারিয়েছে শব্দগুলো।

প্রিয়জন হারাবার শোক,
স্তব্ধ নগর,স্তব্ধ জনপদ!
শহর সেজেছে মৃত্যূর মিছিলে ।
সময় যেন এখন অশনি সংকেতের!

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ