
টুপটুপ করে পরছে বাদলের ধারা, এক কাপ কফি হাতে দেখলাম সেই অভাবনীয় দৃশ্য। সেএক মন মাতানো দৃশ্য ইচ্ছে করে ছুটে যাই তার মাঝে ডুবে যেতে গভীর হতে গভীরে যেখান থেকে হাতড়ে কেউ উঠাতে পারবেনা।
না বলা ভালো লাগার মাঝে ডুবতে ডুবতে এক নীল সাগরের সাথে দেখা যেটা দূরে কোথাও মিশে গেছে লাল আকাশের সাথে। তাদের গভীর প্রনয় যার ফল সোনালী জলধি।
শূন্যতার সাথে আমি মিশে যাই আরো গভীর শূন্যতায়।
মিশে যাওয়া শূন্যতা কে বন্দী করি দেহের দেয়ালে,
যেখানে আলিঙ্গন করে থাকলে কেউই নিতে পারবেনা তাকে।
বিধ্বস্ত দেহের ভিতরে তার বসবাস যা প্রকম্পিত ঝড়েও কম্পিত নয়।
হঠাৎ কি যেন একটা সজোরে আঘাত দিলো দেহের দেয়ালে শূন্যতার ঘরে!!
উঁহু এযেন ভেঙ্গে চুরমার করার প্রতিশ্রুতি নিয়ে নেমে পরেছে!!
অসহ্যনীয় কষ্ট!!!
ইচ্ছে করছে আছড়ে দেই কিন্তু অপারগ দেহ!!
গভীর আরাধ্য পর ফিরে আসে সে…
হাতে হাত রেখে চলে যাই দূর বহুদূর সীমানাহীন গন্তব্যের পথে……….
যেখানে নানা রঙের প্রজাপতি উড়ে বেড়ায় নিজের খেয়ালি মনে,আমিও মিশে যাই তাদের দলে।
আবার অাঘাত হানে বিধ্বস্ত দেহের দেয়ালে!!!
অসহ্যনীয় কষ্টে চিৎকার করি বেসামাল ভাবে কিন্তু চিৎকার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে বার বার……..
আমি আরো জোরে জোরে গলা হাঁকাই নিষ্ফল ক্রোধে…..
১৭টি মন্তব্য
বন্যা লিপি
প্রথম হলাম। আরো বার কয়েক পড়তে হবে। কি এক বোধ কাজ করছে আপাতত। পরে আবার মন্তব্য নিয়ে আসছি
পপি তালুকদার
ধন্যবাদ ও অভিনন্দন। মন্তব্যের অপেক্ষা রইলাম।
রোকসানা খন্দকার রুকু
অসহ্যনীয় কষ্টে চিৎকার করি বেসামাল ভাবে কিন্তু চিৎকার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে বার বার……..
আমি আরো জোরে জোরে গলা হাঁকাই নিষ্ফল ক্রোধে- এ ছাড়া আর উপায় কিইবা আছে! শুভ কামনা আপু।
বন্যা লিপি
আপনিও দেখি কপি কমেন্ট করতে শিখে গেছেন। এটা না করলে কি হয়? শর্টকাট ছাড়ুন। কপি মন্তব্য মানানসই লাগেনা।
পপি তালুকদার
ধন্যবাদ।হয়তো অনেক কিছু করার আছে আবার হয়তো নেই।নিথর দেহের সাথে তো পাল্লা দেয়া যায়না।
ছাইরাছ হেলাল
ইচ্ছা অনিচ্ছা পাওয়া না-পাওয়ার বেড়াজাল অতিক্রম করা সত্যি অসম্ভব,
তবুও ইচ্ছে গুলো ফিরে-ফিরে এসে গুমরে মরে হৃদয়ের চিলে কোঠায়।
পপি তালুকদার
বেড়াজাল অতিক্রম করা কষ্টসাধ্য তবে অসম্ভব হয়তো নেয়!.
মন্তব্যের জন্য ধন্যবাদ।
শামীনুল হক হীরা
অসাধারণ থিমে দারুণ লিখেছেন।
শুভেচ্ছা জানবেন সতত।
পপি তালুকদার
অসংখ্য ধন্যবাদ।
রেজওয়ানা কবির
ইচ্ছা, অনিচ্ছা,পাওয়া, না পাওয়া নিয়েই আমাদের জীবন।কিন্তু এইসব অব্দি পৌছাতে বাঁধাও পেরোতে হয় অনেক,তবু অনেক সময় গন্তব্যের পথ পর্যন্ত পাওয়া যায়, অনেকসময় যায় না। নিস্ফল ক্রোধেই হয়ত কেটে যায় কিছু সময়। শুভকামনা।
পপি তালুকদার
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
আরজু মুক্তা
শূন্যতা হয়তো পূর্ণতা পায়। কিন্তু বিধস্ত দেয়ালের পরতে পরতে যে আর্তনাদ, সেটা চাপা থাকলেও প্রতিধ্বনি হয়ে আবার ফিরে আসে।
চমৎকৃত হলাম শব্দের বুননে।
শুভকামনা
পপি তালুকদার
অশেষ ধন্যবাদ। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা জানাই।
সুপর্ণা ফাল্গুনী
আপনার লেখার উপমায়, শব্দবুননে শুধুই পূর্ণতা খুঁজে পাই। আর্তনাদ, চাওয়া পাওয়া গুলো বন্দী থাকে মনের দেয়ালে আর সময় অসময়ে নাড়া দিয়ে যায় স্মৃতির শান্ত নদী জলে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম 💓💓
পপি তালুকদার
অশেষ ধন্যবাদ দিদি।কৃতজ্ঞতা রইল মন্তব্যের জন্য।
মোঃ মজিবর রহমান
ভাবনা মোরে কেড়ে নিতে পারেনা। তাই মনের মাঝে থেকে কেউ কেড়ে নিতে পারবেনা। সুন্দর অবস্থার বর্ননা করেছেন প্রিয়।
পপি তালুকদার
অশেষ ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।