অর্ডার করা বই

নাজমুল হুদা ২৯ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ০৮:৪৩:৩৮পূর্বাহ্ন রম্য ১১ মন্তব্য

সকালে অর্ডারকৃত বইগুলো আনতে রকমারি.কম এর ডেলিভারী ম্যান ফোন দিলো। আনতে গেলাম।

বাসায় এসে প্যাকেট রাখলাম। একজন জিজ্ঞেস করল
-কিসের বই?

সন্তুষ্ট করার মতো তাঁর প্রশ্নের উত্তর দিলাম। তারপর কাপড় ছেড়ে বইয়ের প্যাকেট খুলে উল্টেপাল্টে দেখি।

দুপুরে এসে সবাই দেখে আমি পড়ছি। প্রথমে একজন বন্ধু বাৎসল্য সিনিয়র রুমমেট আগ্রহ নিয়ে ঝকঝকে প্রচ্ছদের বইটি দেখতে চাচ্ছেন। আমি বইটি এগিয়ে দেই।

প্রথম পাতা উল্টিয়ে পড়ল। নিতে যতটুকু দেরি হলো মনে হয় তার চেয়েও কম সময়ে বইটি আমাকে ফিরিয়ে দিলো।

অবাক হয়ে বললাম- কি হলো? পড়া শেষ?

মুখের দিকে চেয়ে‌ দেখি উনি মুসকি মুসকি হাসছে। কিছু বলছে না।

যখন আবার জানতে চাই। তখন বলেন,
-ভাই ভয় পাইছি। কি লেখা এইসব‌ একবারে প্রথমেই-

”হারামজাদী ছিনাল।
বজ্জাত মাগী।
খানকী বেইশ্যা।
মিঞাবাড়ির কাচারির সুমুখে লম্বালম্বি মাঠ। মাঠের পর মসজিদ। (সংশপ্তক।। শহীদুল্লা কায়সার)

আমিও শুনার পর উনার সাথে সাথে হেসে উঠি। তারপর এক মহা সমাবেশ। রুমের সবাই যেন তখন রাস্তার নিষিদ্ধ কোনো পন্যের বিজ্ঞাপনের মতো বইয়ের প্রথম পাতাটি পড়তে হুমড়ি খেয়ে পড়ল।

বই সম্পর্কে এবং আমার সম্পর্কে জন্ম নেওয়া তাঁদের নানান ভুল ধারণা ভাঙতে বলতে হয়

-আরে ভাই এসব কিছু না। জনপ্রিয় উপন্যাস ক্রীতদাসের হাসিও পড়বেন? এসব ঐতিহাসিক উপন্যাস। সাহিত্য এইরকমেই হয়।লুকানো থাকে না কিছু। সাহিত্যে সরাসরি মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তুলেন লেখকরা। তবে উপন্যাস ইতিহাসের মতো না।

১জন ১জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ