বিশেষ ঘোষণা আপনারা সবাই জানেন পাখি ড্রেস ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ।
এবারের ঈদে সব মেয়েরা যদি পাখি ড্রেস পড়ে আকাশে উড়াল দেয় তাইলে কেমন অবস্থা হবে একবার চিন্তা করুন ।
যা হোক এবার মূল কাজের কথায় আসি সকালে মফিজ এসেছিল ওর জিএফ টুনি নাকি পাখি ড্রেস পড়ে পুরো পাখি হয়ে হয়ে গেছে এখন তাঁকে নাকি আর টুনির মত লাগে না । মনে হয় পাখি ।
মফিজের আবদার টুনি যদি পাখি হতে পারে ওকেও অরণ্য হতে হবে । সেজন্য প্রয়োজন অরণ্য ড্রেস । । কিন্তু এ ব্যাপারে দোকানদার দের কোন মাথা ব্যাথা নেই ! সবাই পাখি নিয়ে ব্যাস্ত ।
আমিও ব্যাপারটা ভেবে দেখলাম সে কথা খারাপ বলেনি । পাখির পাশাপাশি অরণ্য ড্রেসও বাজারে আনা উচিত ।
তাই আমরা ঈদের জন্য ছেলেদের অরণ্য ড্রেসের অর্ডার নিচ্ছি । আশা করা যাচ্ছে অরণ্যই পারবে পাখিকে নিচে রাখতে । মানে জনপ্রিয়তার কথা বলছিলাম আরকি । ।
৬টি মন্তব্য
পুষ্পবতী
হাহাহাহা অরণ্য ড্রেস?মজা পেলাম ভাইয়া। -{@
সঞ্জয় কুমার
lol
জিসান শা ইকরাম
খারাপ হয়না।
অরন্য ড্রেস কিনে রাখলাম অগ্রীম।
সঞ্জয় কুমার
দাম কত নিল?
খসড়া
পাখি অরন্য কিছুই চিনলাম না।
সঞ্জয় কুমার
হ্যাতেরা ছিলেব্রেটি পারসন ।