
কত না বলা কথার ভীড়ে কথারা হারিয়ে যায় –
বসন্তের বাউলা বাতাস, অনাগত শরতের এই পড়ন্ত বেলায়
মনের গহীনে ঢেউ খেলে কতো যাতনাময়ী স্মৃতি ।
কথা হয় পথভোলা কিশোরীর পথের সাথে- পথে,
এইতো সেদিন, অবনমিত শ্রাবণের নিঃশব্দ নৈঋতে
এক আকাশ নীলের স্বপ্ন নিয়ে শুরু হয় তার স্বপ্নযাত্রা ।
চন্দ্রদ্বীপ থেকে ভাওয়ালের শালবন হয়ে নিকলীতে –
কিশোরীর চঞ্চলা মন চপলা শ্রবণ উড়ুউড়ু প্রাণ পাখি তার
সে যে হারিয়েছে পথ, বাউলের সাথে তার বিভাগী সংসার।
হাওরের জলে ভাসা রাজহাঁসেরও আছে যৌবন-
দেখেছি উদাস মনে জলচর পাখিরাও করে আলিঙ্গন,
কিছু স্বপ্ন লেপ্টে ছিলো পানকৌড়ির উদ্ধত কামাতুর ঠোঁটে।
কিশোরী অবাক চায় অতলে ডুবে সে হায় ভাবনার অথৈ জলে
এতো প্রেম! বোঝেনা সে- কোথায় শিখেছে তারা কোন বিহারে
অথচ মানুষ আমি প্রেমহীন ভবঘুরে ভব সংসারে ।
১৭টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
মনের গহীনে রাখা সুখ-স্মৃতি গুলো সান্ধ্য আকাশের স্বর্নালী আলোর মতো হয়। যখন উঁকি দেয় সমস্ত মন আলোকিত হয়ে উঠে। মন বর্তমানে ফিরে এলেই সমস্ত আলো নিভে যায়, স্মৃতিরা বিদায় নেয় অস্তগামী সূর্যের মতো।
ত্রিস্তান
জীবনের প্রতি পরতে পরতে মানুষ কত নতুন বিচিত্র অভিজ্ঞতা অর্জন করে। অথচ মানুষ চাইলে একটা নির্দিষ্ট চক্রের মধ্যে থেকেও একটা সুস্থ সুন্দর সুখী সংসার গড়ে তুলতে পারে। সুন্দর মন্ত্যব্যের জন্য ভালোবাসা।
বোরহানুল ইসলাম লিটন
জীবন ও প্রকৃতির অপূর্ব সমন্বয়।
সর্বত্র প্রেমের ছোঁয়া
তাইতো এই পৃথিবী নয় ইটভাটার ধোঁয়া।
সুন্দর সুধা আহরণে নির্জলা শুভ কামনা রেখে গেলাম পাতায়।
ত্রিস্তান
অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় ❤️
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আহা প্রেম — “কিশোরী অবাক চায় অতলে ডুবে সে হায় ভাবনার অথৈ জলে
এতো প্রেম! বোঝেনা সে- কোথায় শিখেছে তারা কোন বিহারে
অথচ মানুষ আমি প্রেমহীন ভবঘুরে ভব সংসারে “।
ত্রিস্তান
অনেক অনেক ভালোলাগা প্রিয় ভাই ❤️
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা অফুরান।
রোকসানা খন্দকার রুকু
সৃতিরা আসলেই এই তো সেদিনই! পিছু তাড়া করে ফেরে। চাইলেই ছেড়ে দেয়া যায় না। থাকুক এমন প্রেমহীন কিছু!!
ত্রিস্তান
অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু।
সুপর্ণা ফাল্গুনী
কিশোরীর অবুঝ মনে কতকিছু খেলা করে, বিস্ময় কাজ করে। কত শত অভিজ্ঞতা জমা হয় চলার পথে তা-কি ভোলা যায় কভু? কত চমৎকার লিখেছেন ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন
ত্রিস্তান
অনেক অনেক ভালোবাসা দিদি। ভালো থাকবেন সবসময়। শুভ কামনা।
হালিমা আক্তার
জীবন চলার পথে কত স্মৃতি জমা হয়ে থাকে। আর কিশোর বেলার স্মৃতি সেতো কাশফুলের মত, নরম পরশের ছোঁয়া হৃদয়ে দেয় দোলা।
শুভ কামনা রইলো।
ত্রিস্তান
শুভ কামনা নিরন্তর।
রেজওয়ানা কবির
স্মৃতি কি ভোলা যায়? স্মৃতিতেই অনেকেই আমরা বাঁচি। তবে ভালো স্মৃতিতে ভালোভাবে বাঁচি,আর খারাপ স্মৃতিতে কষ্ট পাই।
এইতো জীবন ।।।।
শুভকামনা।
ত্রিস্তান
ঠিক তাই। স্মৃতি কখনো মরে না। ভালো থাকবেন সবসময়। শুভ কামনা।
আরজু মুক্তা
স্মৃতি রা ভীড় জমাক
ত্রিস্তান
বারে বারে ফিরে পাওয়া সুখ কেবল স্মৃতিরই অবদান।