নিমিশেই বদলে যায় মানুষ
কখনো স্বার্থের কারনে
পরিবারে,
কখনো লোভনীয় স্বর্গের আশায়
বদলে যায় তার চিরচেনা রূপ!
হিংস্রতায় ছেয়ে যায় পশুর
অধম!
নিমিশেই বদলে যায় মানুষ।
নিমিশেই বদলে যায় বিশ্ব বিবেক
কখনো মরনাস্ত্রের ধান্দায় মরিয়া
দেশে দেশে,
কখনো বিশ্ব ক্ষমতার শিখরে উঠতে,
বদলে ফেলে পৃথিবীর স্বাভাবিক ঋতু-দিক
বারুদের বায়ু দূষনে,
বদলে ফেলে পৃথিবী বেচে থাকার স্বাভাবিক উষ্ণতা!
নিমিশেই মানুষ অমানুষ হয়ে বদলে যায়,
গলা হতে ফসকে পড়ে শ্রেষ্ট্রত্বের অহংকার!
বদলে যায় মানুষ কতটা সহজে।
নিমিশেই বদলে যায় মানুষ
একটুও বুক কাপে না!!
বুলেটের আঘাতে ছিদ্র করতে
আল্লাহ,ভগবান কিংবা ঈশ্বরের ঘর!
ধর্মের মত পার্থক্য যতই থাকুক
জগৎ সৃষ্টির স্রষ্টা ঐ এক জন,
কত সহজেই মানুষ হয়ে যায়
একে অপরে কতটা পর।
১৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
অসাধারন লেখা ভাই। আসলেই আমরা কিসের নেশায় মারছি মানুষ, করছি ধ্বংস সৃষ্টির অমুল্য সম্পদ, মানুষ, প্রকৃতির সুন্দরজ্য।
ভাল
মনির হোসেন মমি
ধন্যবাদ বড় ভাই।ভাল থাকবেন।
মাহমুদ আল মেহেদী
সমসাময়িক বিষয়গুলো তুলে ধরাতে আপনার জুড়ি নেই। অদ্বিতীয় আপনি। আসাধারন হয়েছে ভাই। আচ্ছা! কেন? মানুষগুলো বদলে কেন যায়।
মনির হোসেন মমি
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
ধর্ম-কর্ম, বিধি-বিধান সব আসলেই কি স্রষ্টার ? না সব কিছু ব্যক্তিস্বার্থে তৈরি করা হয়েছে ? যতদিন যাচ্ছে মানুষের মনে কেবল প্রশ্নের সংখ্যা বাড়ছে। উত্তর পাবার কোনো পথ খোলা না রেখেই প্রশ্ন বাড়ন্ত পথে হাটা দিয়েছে। কেউ জানে না এর শেষ কোথায় ,,
লেখা ভালো হয়েছে মমিভাই। এমন লেখা বিবেককে চাপে রাখে। চাপ থেকেও যদি ভালো কিছু ক্ষতি নেই। লিখুন, অন্তত যতদিন বিবেকের চাপ বোধ করার শক্তি থাকে।
শুভ কামনা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
ভালো কিছু হয়,
মনির হোসেন মমি
ইদানিং মন বিষিয়ে আছে…পারিপার্শিক নিজের ব্যাক্তিগত বেশ ঝামেলায় আছি তাই লিখতে সময় তেমন একটা পাই না তাই চিরকুট এ লেখা।অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।আপনার প্রশ্নের উত্তরও আমার জানা নেই তবে এইটুকুই জানি,আমি কেবলি মানুষ।
তৌহিদ
সমসাময়িক বিষয় নিয়ে এত সুন্দর লিখলেন!! আমরা নাকি মানুষ!!
আমরা মানবতা সম্পন্ন বিবেকবান মানুষ হতে চাই।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইয়া।
ছাইরাছ হেলাল
আসলেই আমরা বদলে যাই, বাদলাই, কারণে কারণেও।
বিধাতা সবই দেখেন।
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয় ভাইটি।
জিসান শা ইকরাম
কঠিন সত্য, বাস্তবতা আপনার লেখায়,
বদলে যাওয়া বর্তমানে স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে।
শুভ কামনা।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইয়া।
মায়াবতী
মনির ভাই! আপনি কবিতা ও লিখেন!! কম্পলিট একজন সোনার বাংলার সোনার মানুষ আপনি *** কবিতা খুব ক হৃদয়গ্রাহী হয়েছে ♥♥♥
মনির হোসেন মমি
এটা কবিতা নয়
কবিতাকে আমি খুব ভয় পাই মানে খুব কম বুঝি কারন আমি কাল্পনিক নই আমি বাস্তবাদী সে জন্য অনেকের কবিতায় আমি মন্তব্য করতে সাহস পাইনা।কিন্তু সুন্দর এ নতুন সোনেলায় সিলেক্ট ঘর একটিই চয়েজ করতে হয় তাই কবিতাই চয়েজ করতে হয়েছে।তবে কবিদের আমি খুব পছন্দ করি ও শ্রদ্ধা করি তারা অল্প কথা কেমনে যেন বিশাল অধ্যায়কে প্রকাশ করে এটাতে আমি আশ্চর্যবোধ করি।ধন্যবাদ।
রিতু জাহান
সৃষ্টিকর্তা সবই দেখেন বোঝেন। তিনি কি নিয়মে পাঠিয়েছেন এ জগত সংসারে বোঝা ভার।
এক মুহূর্ত কাঁপে না আমাদের মন কাউকে মেরে ফেলতে।
খুব সুন্দর করে ফুটালেন ভাই লেখায়।