অবসর নেই

সালমা আক্তার মনি ৯ মার্চ ২০১৬, বুধবার, ১০:৩৩:৩৬পূর্বাহ্ন কবিতা, বিবিধ ২৫ মন্তব্য

আহারে কতদিন এপথে হাটিনি,
সোনালী আলোর আভা দেখিনি,
রাঙা ধুলো গায়ে মাখিনি,
মাটির সোঁদা গন্ধ শুকিনি,
আহারে কতদিন প্রানের সাথে
প্রানের মিলনে বাদ্য বাজেনি।
কারন কিছু না অবসর নেই
বন্দী সবাই নগর কারাগার।
মনতো অন্ধ বধির বোবা,
কিছুই বলেনা আগলও ভাঙে না,
আহারে যদি এমনই হতো!
মন শুনতো কেবলি আমার
মনের আকুতি,
সত্যিই যদি সত্যিই হতো,
আঁধার ঘরে ফিরে আসতো
জোনাক বাতি।

৫৩৫জন ৫৩৫জন

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ