আমি সজীব ।
শুধুই সজীব নামে পরিচিত হতে চাই এখানে । ব্লগার সজীব , একটু গর্বও লাগছে নামের পূর্বে ব্লগার লেখায় 😛
কয়েকজন বন্ধুর কাছে শুনে এখানেই ব্লগার হিসেবে নিজের নাম লিখিয়ে ফেললাম ।
তেমন কিছুই জানিনা এ সম্পর্কে । কিছুটা ভীতিও কাজ করছে ।
পাঁচ ফেব্রুয়ারীর পরে শাহাবাগের আন্দোলন আমাকে ব্লগ সম্পর্কে আগ্রহী করেছে । আন্দোলন আশা এবং স্বপ্নের বীজ বপন করেছে আমার মনে ।
মুলত পাঠক আমি । নিজে তেমন কিছু লিখতে পারিনা । তবে লেখার চেষ্টা করবো । ভালো বা খারাপ হোক লিখতে থাকবো 🙂
সবার সহযোগিতা কামনা করছি ।
২৪টি মন্তব্য
আদিব আদ্নান
এখান নূতন কাউকে পাচ্ছি দেখে ভাল লাগল ।
আমরাও তেমন কোন লেখক-ফেকক নই , মনের আনন্দ যা খুশি তাই লেখি ।
লিখবেন নিয়মিত এখানে ।
ব্লগার সজীব
ধন্যবাদ আপনাকে উৎসাহ দেয়ার জন্য । মনের আনন্দেই লিখতে চাই । লিখে ফেলবো যা খুশি তাই ।
ছাইরাছ হেলাল
স্বাগতম এখানে , নিভৃত এ অঙ্গনে ।
অনেক জেনে শুনে বা গর্ব করে লেখার মত লেখন নই, ছিলাম ও না কোন কালে ।
অতএব যতক্ষণ এখানে ভাল লাগে থাকুন আমাদের সাথে ।
আহামরি নেই কিছুই এখানে ,সামান্য নির্ভেজাল আন্তরিকতা ছাড়া ।
অতএব লিখতে শুরু করুন কোন কিছু না ভেবেই ।
ব্লগার সজীব
উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ । আন্তরিকতা থাকলেই হলো । আর কিছুর প্রয়োজন নেই ।
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায়
লিখতে থাকুন নিশ্চিন্ত মনে
যা কিছু শোভন , সত্য , সুন্দর ।
ব্লগার সজীব
চেষ্টা থাকবে কিছু লেখার , কতটুকু পারি জানিনা । ধন্যবাদ আপনাকে ।
কৃন্তনিকা
বাচ্চারা কি জন্মেই হাঁটতে শেখে?
আমরাও সেরকম, ধীরে ধীরে শিখব, লিখবো…
শুভকামনা রইল…
আপনার লেখা পড়ার অপেক্ষায় রইলাম 🙂
ব্লগার সজীব
বাচ্চারা জন্মের সাথে সাথেই হাটতে পারে না । সুন্দর উদাহারন দিলেন। আপনি অনেক ভালো লিখেন । আমার লেখা পড়ার জন্য অপেক্ষা করাটা ভুল হবে , শেষে হতাশ হবেন লেখার মান দেখে 🙂 ধন্যবাদ আপনাকে।
কৃন্তনিকা
আমাদের হতাশার কথা ভেবে নিজের কলমকে থামিয়ে রাখবেন না কিন্তু… ভবিষ্যতে কি হবে- আমরা কেউই বলতে পারি না। 🙂
ব্লগার সজীব
এমন উৎসাহ দেয়ার পরে কারো না বলার শক্তি থাকে ? তবে আমার দেয়া অখাদ্য খেয়ে পেটের পিড়ায় কেউ ভুগলে আমি দায়ী নই 😛
সোনিয়া হক
আমরা আপনার সিনিয়র । সালামতো দিলেন না আমাদের
😛
ব্লগার সজীব
আচ্ছালামু আলাইকুম সোনিয়া আপু । দিন সালামি দিন 😛
"বাইরনিক শুভ্র"
স্বাগতম । আমার মত যা মন চায় লিখতে থাকুন ।
ব্লগার সজীব
আপনার মত লিখতে পারলে নিজকে ধন্য মনে করতাম ভাই ।
প্রজন্ম ৭১
আপনি ব্লগকে ডায়রী হিসেবে ভাবুন । প্রতিদিন কি ভাবছেন , তাই লিখুন – এটিই ব্লগ ।
ব্লগার সজীব
আমার ভাবনা গুলো এলো মেলো ভাই । আলাদা করতে পারিনা ।
হতভাগ্য কবি
স্বাগতম ভাই 😀
ব্লগার সজীব
আপনাকে ধন্যবাদ কবি ভাই ।
একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক
ব্লগিং একটা জিনিস হলিও নাকি??? ব্লগিং একেবারে সহজ একটা কাজ।। নিজের মনে কথাগুলো একটু গুছিয়ে অনেক মানুষের কাছে ছড়িয়ে দেয়াকেই বলে ব্লগিং।।
শুভকামনা আপনার জন্য।।
ব্লগার সজীব
কোথায় চলে গেলেন আপনি আমার প্রথম পোষ্টে মন্তব্য করে।
অরণ্য
কি ভাই সজীব, এতো পিছনে কি মনে করে এলেন? ২০১৩ তে মন্তব্য করে যাওয়া ভদ্রলোককে ২০১৫ তে উত্তর দিচ্ছেন! ব্যাপারটা কি ভাই?
ঠিক ঠাক আছেন তো? 🙂
ব্লগার সজীব
হ্যাঁ ঠিক আছি ভাই,একটি পোষ্ট লেখার জন্য প্রথম পোষ্টে এলাম।এসে দেখি একটি মন্তব্যের জবাব দেইনি। দিয়ে দিলাম 🙂
ইমন
সোনেলা পরিবারে স্বাগতম 🙂
ব্লগার সজীব
ধন্যবাদ ইমন ভাই -{@