
আসফিয়া ইসলাম। নিয়োগ পরীক্ষার সবকটি স্তরে যোগ্যতার প্রমাণ রাখলেও চাকরি পাচ্ছিলেন না। উল্লেখ্য আসফিয়া বরিশাল জেলা পুলিশ লাইনে কনস্টেবল পদের জন্য চাকরি প্রার্থী ছিলেন। আসফিয়ার ভোটার আইডি ও জন্ম নিবন্ধন সনদ হিজলার বড়জালিয়া ইউনিয়নে। আসফিয়ার কোনো নিজস্ব ভূমি নেই। তাঁর পরিবার অন্যের জমিতে ভাড়া থাকেন। পুলিশ ভেরিফিকেশনে জানানো হয় হিজলায় আসফিয়ার স্থায়ী ভূমির কোনো প্রমাণ নেই। একারণে আসফিয়া নিয়োগ পরীক্ষার সবকটি স্তর পার করেও চাকরি পাচ্ছিলেন না।
আসফিয়া ইসলামের পৈতৃক বাড়ি ভোলার চরফ্যাশনে। তাঁর বাবা শফিকুল ইসলাম তিন দশক আগে হিজলায় এসে বসবাস শুরু করেন। যোগ্যতা থাকা সত্ত্বেও স্থায়ী ঠিকানা না থাকায়, পুলিশের চাকরি হবে না। এ কেমন নিয়ম জানা নাই। বিভিন্ন কারণে অনেকেই ভূমি হীন হয়ে পড়েন। তাদের ছেলেমেয়েরা কি ভবিষ্যতে এ ধরনের সমস্যার সম্মুখীন হবে?
আসফিয়া ইসলাম সৌভাগ্য বান। পত্রিকা এবং বিভিন্ন মিডিয়ার কল্যাণে সংবাদ ভাইরাল হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে আসফিয়া চাকরি পেতে যাচ্ছেন। কিন্তু সবাই কি আসফিয়ার মতো সাহসী ভূমিকা নিতে পারবে।নাহ, ভূমিহীন বলে নিজ যোগ্যতা টুকু হারিয়ে ফেলবে।
ছবি:নেট থেকে সংগৃহীত।
১৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
ভূমি নাই বলে নাগরিত্ব নাই আসল আমরা কোথায় বাস করি ভাবতেই অবাগ লাগে———-
হালিমা আক্তার
সত্যি অবাক হওয়ারই কথা। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
আল্লাহ্র অশেষ রহমত আসফিয়ার প্রতি। তার চেষ্টা ও আল্লাহ্র ইচ্ছায় চাকরি হয়েছে শুকুর আলহামদুল্লাহ।
হালিমা আক্তার
আলহামদুলিল্লাহ। গরিবের সহায় আল্লাহ। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
আপনার প্রতিও কৃতজ্ঞ.
ছাইরাছ হেলাল
অবশ্যই একটি আশাজাগানিয়া খবর।
হালিমা আক্তার
হুম, অনেক আসফিয়াদের ভাগ্য হয়তো ঘুরে দাঁড়াবে। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
দিন বদলে যাবে অবশ্যই!!! ভালো থাকুক আসফিয়ারা।।
হালিমা আক্তার
দিন বদল হবেই ইন শাহ আল্লাহ। অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মনির হোসেন মমি
ফেবুকে পোস্টটা দেখে অবাক হই নিজ জমি না থাকলে চাকুরী হবে না এটা কেমন আইন। যাই হোক সমস্যার সমাধান হয়েছে জেনে ভাল লাগল।
মনির হোসেন মমি
এরকম তথ্য নির্ভর লেখায় লিংক দিয়ে দিবেন।ধন্যবাদ।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
তাইতো সবাই কি আসফিয়ার মতো সুযোগ পাবে? ভবিষ্যতে এমন ঘটনা আরো ঘটবে তখনকার পদক্ষেপ কি হবে সেটা এখনি নির্ধারণ করা উচিত লিখিত ভাবে। সুন্দর পোস্ট এর জন্য ধন্যবাদ আপু। শুভ রাত্রি
হালিমা আক্তার
আসফিয়া এগিয়ে গেছে, এবার হয়তো তাঁর উত্তরসুরীরা সু্যোগ পাবে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।
পপি তালুকদার
অনেক আসফিয়া অগোচরে আছে। সবাই নায্য সুযোগ পাক এটা প্রত্যাশা করি।
হালিমা আক্তার
সব আসফিয়া খবরে আসে না। তবে কেউ কেউ এগিয়ে আসে। ধন্যবাদ ও শুভকামনা রইলো।