অপেক্ষা!
তবুও অপেক্ষায় আছি
ক্রীকেট বিশ্বকে জয় করে
বাংলার ষোল কোটি মানুষের
প্রানে স্বদেশ প্রেমের হলি খেলায়
অপেক্ষার প্রহর গুণছি।
অপেক্ষা!
তবুও অপেক্ষায় আছি
অ্যাম্পায়ারের মুখে
বাংলার জয়োধ্বনি শুনতে,
বিশ্বকে বলতে তিরস্কার করা বাঙ্গালীরা
কাদে,আবার কাদাতেও জানে।
অপেক্ষা!
তবুও অপেক্ষায় আছি
সাকিবের দুর্দান্ত বলিংয়ের
প্রতিপক্ষ বোল্ড আউট
রিয়াদের স্বরণীয় ব্যাটিং সেঞ্চুরীর
মুশফিকের অপ্রত্যাশিত বল ক্যাচিংয়ের।
অপেক্ষা!
তবুও অপেক্ষায় আছি
মোর্তুজার নড়াইল এক্সপ্রেসের দুরন্ত খেলা,
ভাগ্যহত তামিমের সৌভাগ্যের প্রহর দেখতে
হ্যাপি নিয়ে আনহ্যাপি রুবেলের স্থির পারফর্মের।
অপেক্ষা!
তবুও অপেক্ষায় আছি
ভৌগলিক বিবেচনায় বিশ্ব দরবারে অচেনা দেশ
সোনার বাংলার সোনার ছেলেদের কৃর্তিতে
ক্রীকেট বিশ্ব আরো একবার চেখে নিবে
লাল সবুজের টাইগারদর প্রিয় জম্ম ভূমিটি।
১৪টি মন্তব্য
সঞ্জয় কুমার
অপেক্ষায় আছি একটি জয়ের
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ -{@ অপেক্ষায় আছি
জিসান শা ইকরাম
কাজটি খুব কঠিন
তারপরেও অপেক্ষায় আছি -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কঠিনতো হবেই অভিজ্ঞতাতো দেখতে হবে তবুও খেলায় জয় পরাজয় বলা মুসকিল -{@
খেয়ালী মেয়ে
অপেক্ষায় আছি আমরা সবাই 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম যেনো স্বপ্ন পূরণের ধারে -{@
ব্লগার সজীব
উত্তেজনা তুংগে।অপেক্ষায় আছি -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম ঠিক তাই অপেক্ষায় আছি -{@
শুন্য শুন্যালয়
খুব বেশি চাইবো না। তারা ফাইট করুক। হারজিৎ দুটোকেই স্বাগতম। মনে মনে কি চাইছি তা আর বলার অপেক্ষা রাখেনা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম অপেক্ষায় দিনগুনছি -{@
নুসরাত মৌরিন
অপেক্ষায় আছি।
হার-জিত যাই হোক বীরের মত লড়ে আসুক…।
শুভকামনা বাংলার বাঘেদের…।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অপেক্ষার পালা শেষ শুরু হচ্ছে -{@ শুভকামনা টাইগারদের জন্য।
কৃন্তনিকা
অপেক্ষা, অপেক্ষা এবং অপেক্ষা…
ছাইরাছ হেলাল
শুভকামনা জানিয়েই আশায় বুক বাঁধি।