অপেক্ষা আর উত্তেজনা

মনির হোসেন মমি ১৭ মার্চ ২০১৫, মঙ্গলবার, ১২:৫৩:২৬অপরাহ্ন এদেশ, কবিতা, খেলাধুলা ১৪ মন্তব্য

অপেক্ষা!
তবুও অপেক্ষায় আছি
ক্রীকেট বিশ্বকে জয় করে
বাংলার ষোল কোটি মানুষের
প্রানে স্বদেশ প্রেমের হলি খেলায়
অপেক্ষার প্রহর গুণছি।

অপেক্ষা!
তবুও অপেক্ষায় আছি
অ্যাম্পায়ারের মুখে
বাংলার জয়োধ্বনি শুনতে,
বিশ্বকে বলতে তিরস্কার করা বাঙ্গালীরা
কাদে,আবার কাদাতেও জানে।

অপেক্ষা!
তবুও অপেক্ষায় আছি
সাকিবের দুর্দান্ত বলিংয়ের
প্রতিপক্ষ বোল্ড আউট
রিয়াদের স্বরণীয় ব্যাটিং সেঞ্চুরীর
মুশফিকের অপ্রত্যাশিত বল ক্যাচিংয়ের।

অপেক্ষা!
তবুও অপেক্ষায় আছি
মোর্তুজার নড়াইল এক্সপ্রেসের দুরন্ত খেলা,
ভাগ্যহত তামিমের সৌভাগ্যের প্রহর দেখতে
হ্যাপি নিয়ে আনহ্যাপি রুবেলের স্থির পারফর্মের।

অপেক্ষা!
তবুও অপেক্ষায় আছি
ভৌগলিক বিবেচনায় বিশ্ব দরবারে অচেনা দেশ
সোনার বাংলার সোনার ছেলেদের কৃর্তিতে
ক্রীকেট বিশ্ব আরো একবার চেখে নিবে
লাল সবুজের টাইগারদর প্রিয় জম্ম ভূমিটি।

৮০৬জন ৮০৬জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ