‘এ বাবদ সকল ভালোবাসা জমা রেখো স্মৃতির আলমারিতে,
নিঃসঙ্গতার বোমারু হাসির তোপে আতঙ্কিত –
আমার ঘুমগল্পের দাবিতে ;
দূরগামী কথোপকথনের আড়ে পরবাসী তিন বিধবা বোন আগ্রাসী অরণ্যে
আপন কৃষ্টি আগলে রেখেছিলো,
আমিও নিস্তব্ধ বালুচরে হাল্কা টিয়া শাড়ির আঁচলে হলদে দুপুরে –
ছেঁকে নিচ্ছি মুঠো মুঠো সোনালী আবেগ ;
সমুদ্র যদি ধরিত্রীর হৃৎপিণ্ড হবে তবে তার ধার ঘেষে রুক্ষ শীতের শেষে
ছুটে আসবে এক উন্মত্ত ঘোড়সওয়ার,
ঈর্ষাকাতর আলবাট্রসদের বুকে ভূমিকম্প তোলে –
সেই পুঞ্জীভূত প্রেম ধারণে ।।
১২টি মন্তব্য
প্রহেলিকা
বাহ চমত্কার লেখা, খুব ভালো একটি লেখা পড়লাম এই মধ্যরাতে।
**আমিও নিস্তব্ধ বালুচরে হাল্কা টিয়া শাড়ির আঁচলে হলদে দুপুরে –
ছেঁকে নিচ্ছি মুঠো মুঠো সোনালী আবেগ ;**
এই চরণটি বেস্ট! কিছু কিছু শব্দবন্ধ পাঠে তৃপ্তি আনে যেমনঃ বোমারু হাসি, ঘুমগল্পের দাবি, সোনালী আবেগ, নিস্তব্ধ বালুচর ইত্যাদি।
***সমুদ্র যদি ধরিত্রীর হৃৎপিণ্ড হবে তবে তার ধার ঘেষে রুক্ষ শীতের শেষে
ছুটে আসবে এক উন্মত্ত ঘোড়সওয়ার,****
ভাবনার খোরাক পেলাম এখানে এসে, প্রতীকির অসাধারণ ব্যবহার! সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। অভিনন্দন জানবেন। এমন লেখা আরো পড়তে চাই, অপেক্ষায় থাকবো। শুভ কামনা জানবেন। -{@
শান্তনু শান্ত
ধন্যবাদ প্রহেলিকা ভাইয়া 🙂
হৃদয়ের স্পন্দন
হাই লেভেল
শুন্য শুন্যালয়
প্রথম দুলাইন ভালো লেগেছে বেশি। লিখুন এমন আরো।
শান্তনু শান্ত
ধন্যবাদ শূন্য ভাই
ছাইরাছ হেলাল
এবারের লেখাটি ভিন্ন মাত্রা পেয়েছে।
শান্তনু শান্ত
হেলাল ভাইয়া আপনাকে অসং্খ্য ধন্যবাদ 🙂
মরুভূমির জলদস্যু
সুন্দর
অরণ্য
লেখাটি পড়ে নিজেই নিজেকে বলছি “বাবা, তুই কি আদৌ কবিতা বুঝিস?” ফের মনে হলো এটি বোধহয় আমার খাবার নয়।
শান্তনু শান্ত
হা হা হা… কেন নয়? সবার জন্যে এটি।।
নুসরাত মৌরিন
(y)
এত সুন্দর করে আসলেই কখনো লেখা হবে না,লিখতেই পারবো না।
খুব ভাল লেগেছে কবিতাটি। 🙂
শান্তনু শান্ত
ধন্যবাদ নুসরাত আপু 🙂