ভঙ্গুর চাপায় খুতখুতে দাড়ী,মাথায় চুলের এলোপাতালি বিন্যাস,
ষাটর্ধো বৃদ্ধ অজানা অচেনা
ভিক্ষের থালা হাতে দাড়িয়ে,নিশ্চুপ অসার।
পকেটে হস্ত প্রবেশেই শুণ্য পকেট
হয়তো দু’ফিঙ্গারে কাম সেরেছে কেহ একজন
অন্য পকেটে মানিব্যাগটা ছিল অক্ষত
যক্ষের ধন রেখেছি যতনে যুদ্ধের স্মৃতি মাখা দশটি টাকা।
যুদ্ধে শহীদ বন্ধুর শেষ দানটি
অবশেষে দিলাম দানের থালায়,
কনকনে শীতে ষাটর্ধো বৃদ্ধের হস্তের কাপুনি
যেন জানান দিচ্ছে পৃথিবী বিয়োগের সংকেত।
এর পর কেটে গেল বেশ কয়েকটি মাস
যতবার যাই ঐ পথে,খুজে ফিরি সেই অচেনা মুখ
একদিন আবার হঠাৎ সেই একই স্হানে
স্হির,নিশ্চুপ,অসার ভিক্ষের থালা হস্তে ঠায় দাড়িয়ে।
এবার পকেটে ছিল অফুরন্ত টাকা
ছিলনা সেই দানকৃত টাকাটি,ভাবছি এবার দেবো অনেক
যদি ফিরে পাই সেই স্মৃতিময় অর্থ ,যার এক পাশে লিখা ছিল প্রিয়তমাকে
করতে পারিনি সংসার,চাইছি ক্ষমা।
পকেট সব অর্থ দিলাম তাহার থলে
বিনিময়ে চাইলাম সেই স্মৃতিটি,করজোড়ে মিনতি করে
আজ দাও ফিরিয়ে আমায়, একজন মুক্তিযোদ্ধার আমানত
ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে,বুঝতে কষ্ট হয় কে সে।
হস্তের থালা ছুড়ে ফেলে হঠাৎ
পাগলের মত দু’হাতে জলটা চুল ছেড়া
শব্দ নেই মুখে গোঙ্গানো ছাড়া,অন্ধকারে তাকে চেনা দায়
গাড়ীর হেড লাইটের আলো তার মুখে পড়তেই, আৎকে উঠি
একি বন্ধু তুমি!!!
কি ভাবে বেচে গেলে জানতে চাই,উত্তর নেই
নিয়তি এমনি বুঝি কোথায়, কখন, কি ভাবে ,কি ঘটবে
মানুষ কি পারে জানতে
রনাঙ্গনের রাইফেল হাতে অসীম সাহসী যোদ্ধা আজ ভিক্ষুকের কাতারে।
যুদ্ধের ধামামায় যার হয়নি বাসর রাত
নব বধু নরপশু ভক্ষনে প্রান যায়,পায়নি ফিরে আর
সেই তুমি,এই তুমি ভিক্ষার থলে নিয়ে ঘুড়ছ দ্বারে দ্বারে
রাজাকার,আলবদর,বসবাস করে অট্ট্রেলিকার উপরে।
তুমি বন্ধু সত্যি পাগল হলে শোকে
আমরা বন্ধু, পাগলের কাছাকাছি অতি দুক্ষে
তোমার নেই আগের সেই রাগ,ক্ষোভে ফেটে পড়া রাজাকার ধ্বংসে
আমরা তো এখন জীবন্ত লাশ,না পারি কইতে না পারি সইতে।
অনেক কষ্টে সাথে নিলাম বন্ধুকে,হেলে ধুলে হাটছে পিছু
পথে দেখা পরিচিত কথনে পিছু ফিরে দেখি,সে আর নেই,
রাত্রীটা এলোনা আর দু’চোখে ঘুম,
ভোর না হতে লোকের কল্লোলে ঘুম ভেঙ্গে শুনি
সে আর নেই,পাশের ডোবায় ভোরে,
ভেসে উঠে একটি মুক্তিযুদ্ধের শেষ স্মৃতি।
১২টি মন্তব্য
নীলকন্ঠ জয়
“যুদ্ধে শহীদ বন্ধুর শেষ দানটি
অবশেষে দিলাম দানের থালায়”
এমন্সব ত্যাগেই আমাদের এই স্বাধীনতা। মন খারাপ হয়ে গেলো। কবিতায় প্লাস।
মা মাটি দেশ
মামার বাড়ীতে বেড়ায়ে শুনা একটি ঘটনা থেকে কবিতায় প্রকাশে চেষ্টা।ধন্যবাদ ভাই (y)
শুন্য শুন্যালয়
কবিতা মন খারাপ করিয়ে দিলো ..
অনেক অনেক ভালো লাগা ভাইয়া.
মা মাটি দেশ
আজো শুনি কোন এক যুদ্ধা না খেয়ে আছে। (y)
জিসান শা ইকরাম
অসাধারণ লিখেছেন
ভালো লেগেছে খুব (y)
লেখা গুলো বোল্ড করেন কি ইচ্ছে করেই ?
নাকি কপি করে পেস্ট করতে গিয়ে বোল্ড হয়ে যায় ?
মা মাটি দেশ
না ভাই ইচ্ছে করেই করি।বোল্ড না করলে কেমন যেন মরা মরা লাগে যদি সমস্যা হয় আর করবনা। (y) আর আমার কোন লেখাই আগে লেখা থাকেনা যখন সোনেলায় লিখতে বসি মনে যা আসে তাই লিখি মোট কথা লাইভ লিখি।ধন্যবাদ আপনাকে (y)
লীলাবতী
ভালো লেগেছে খুব
মা মাটি দেশ
আপনার লেখা কিন্তু পাচ্ছিনা কি ব্যাস্ত -{@ (y)
স্বপ্ন
খুব ভালো লিখেছেন ভাই
মা মাটি দেশ
-{@ (y)
খসড়া
কি বলবো, দায় শোধ না করে কি ঘুমানো যায়।
মা মাটি দেশ
ঋণতো সুধ করতেই হবে (y) ঘুম আসুক আর নাই আসুক (y) -{@