নাম : অপারেশন বাংলাদেশ ব্লাক ফ্রিডমফাইটারস ।
ধরন : মুক্তিযুদ্ধ , সাইন্স ফিকশন , কল্পকাহিনী ।
লেখক : রণবীর ।
এই লেখা টি সম্পূর্ণ কাল্পনিক এবং লেখার চরিত্র এবং ঘটনার সাথে বাস্তবের কোন মিল নেই । আংশিক বা সম্পূর্ণ বাস্তবের সাথে মিলে গেলে সেটা কাকতালীয় মাত্র । এজন্য লেখক কোন ভাবেই দায়ী নন ।
অবিনেশ বাবু পেশায় একজন শিক্ষক । মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ ও করেছেন । হিন্দু রা যখন প্রায় সবাই দেশ ত্যাগে ব্যাস্ত তখন উনি দেশ ছেড়ে যান নি । পরিবারের সবাই চলে গেছে । অবিনেশ একা থেকে গেলেন । শুধু মা বাবার কাছে বিদায় বেলায় বলেছিলেন বাবা মা তোমরা আমার জন্য আশির্বাদ করো , তোমরা যেমন আমার কাছে প্রিয় এই দেশ ও আমার কাছে তেমনি প্রিয় । দেশ মাতাকে শত্রুর কাছ থেকে মুক্ত করতে আমি যুদ্ধে গেলাম । বেঁচে থাকলে আবার দেখা হবে মরে গেলে ভেব তোমার এক সন্তানের বদলে দেশ মাতা তোমাকে লক্ষ লক্ষ সন্তান দিয়েছেন । অবিনেশ যুদ্ধ শেষ করে দেশে আসেন ঠিকই কিন্তু ততদিনে ওনার ভিটামাটি সব দখল হয়ে গেছে । দেশকে শত্রুর হাত থেকে বাঁচাতে পারলেও নিজের পরিবার কে তিনি রাজাকার আর পাক বাহিনীর কাছ থেকে বাঁচাতে পারেন নি । যেদিন অবিনেশ যুদ্ধে গিয়েছিলেন ঐ দিনই শান্তি বাহিনীর লোকেরা আর পাক আর্মিরা অবিনেশের পরিবারের সবাইকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে ।
স্বাধীনতার তেতাল্লিশ বছরেও রাজাকার দের বিচার হয়নি ।
আজ ষোলই ডিসেম্বর । এদিন এলেই তিনি স্মৃতিবিধূর হয়ে পড়েন । মা বাবা ভাই বোনদের মলিন ছবিটা বারবার মোছেন । হয়ত চোখের কোনাটা একটু আদ্র হয়ে ওঠে ।
কি খবর অবিনেস বাবু শরীর টা কেমন ?
শরীরের কথা আর কি বলব নুরু ভাই , এইতো চলছে কোন মতে । শুধু শরীরের দোষ দিয়ে কি লাভ বলুন ষাট বছরের পুরোনো ইঞ্জিন এখনো চলছে এটাই তো সৌভাগ্য ।
তা যা বলেছেন । আজকের খবরের কাগজ দেখেছেন ?
কেন ? আবার কি হয়েছে ? সংবাদপত্র কে তো এখন আমার সংবাদপত্র মনে হয় না । মনেহয় দুঃসংবাদ পত্র ।
নতুন একটা কি জঙ্গী না কি গ্রুপ বেরিয়েছে এরা নাকি খুঁজে খুঁজে রাজাকার মারার প্লান করছে । গতকাল মহাখালি ফ্লাই ওভারের নিচে একটা চিহ্নিত রাজাকারের লাশ পাওয়া গেছে । হত্যার দায় স্বীকার করেছে BBFF মানে ঐ জঙ্গী সংগঠন । মজার ব্যাপার কি জানেন ওরা লাশের সাথে একটা ফাইল দিয়ে গেছে । যেখানে স্পষ্টত প্রমাণ আছে এই ব্যাক্তি একজন রাজাকার । সমস্ত প্রমাণ সাক্ষী এমনকি অডিও স্বীকারোক্তি পর্যন্ত !!!!
বলেন কি ??? আচ্ছা নামটা যেন কি ?BBFF ফুল মিনিং কি হতে পারে ?
কি জানি ? খবরের কাগজে যতটুকু লিখেছে এর বেশী জানিনা । পুলিশ ও ওদের ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি ।
চলবে ….,,…
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
ভালো লাগলো আপনার প্রথম পোষ্টে মুক্তিযুদ্ধকে নিয়ে এসেছেন দেখে।
পড়লাম প্রথম পর্ব
অপেক্ষা পরের পর্বের।
শুভ কামনা
শুভ ব্লগিং।
রণবীর
আশা রাখছি নতুন পর্ব নিয়ে আবার ফিরে আসব । ভালো থাকবেন ।
প্রহেলিকা
সোনেলায় স্বাগতম, লিখুন নিয়মিত।
শুভকামনা,
শুভ ব্লগিং।
রণবীর
নিয়মিত লেখার চেষ্টা করব । ভালো থাকবেন ।
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে।সময়োপযোগী লেখা নিয়ে শুরু করেছেন দেখে ভাল লাগল।
অনেক পর্ব হলে খৈ হারিয়ে যাবে কিন্তু আমাদের।
রণবীর
বিজয়ের মাসেই এই সিরিজ টা শেষ করার ইচ্ছে আছে । ধন্যবাদ ।
শুন্য শুন্যালয়
আমি এই BBFF এর সদস্য হতে চাই।
অনেক দারুণ একটা পোস্ট দিয়ে শুরু করলেন। স্বাগতম আপনাকে সোনেলায়। লিখতে থাকুন। -{@
রণবীর
আমরা সবাই BBFF এর সদস্য । শুধু চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে । ধন্যবাদ আপনাকে ।
সঞ্জয় কুমার
সোনেলায় স্বাগতম ।
রণবীর
আপনাকে অনেক ধন্যবাদ ।
মিথুন
এমনটা কল্পকাহিনী না হয়ে সত্যি হলেই খুশি হতাম—–
রণবীর
আমিও অনেক খুঁশি হতাম । । ধন্যবাদ আপনাকে ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অভিনন্দন। -{@
রণবীর
ধন্যবাদ । শুভ কামনা ।
নওশিন মিশু
আহহহহহহহ্
সত্যি…ই যদি হতো এমন …!!!!!
রণবীর
হয়তো একদিন সত্যি হতেও পারে । ধন্যবাদ ।
অ এর গল্প
ভাল লাগা রেখে গেলাম …
অপেক্ষায় রইলাম ……
মারজানা ফেরদৌস রুবা
সোনেলা’য় আপনাকে স্বাগতম।
হ্যাঁ, আমর সবাই চেতনায় BBFF এর সদস্য। আমাদের প্রত্যেকের মনে যদি তা জেগে থাকে, তাহলে দেখবেন কল্পকাহিনীর মতো নিজের হাতে দায়িত্ব তুলে নিতে হবেনা; সরকারই চাপের মুখে থাকবে তা বাস্তবায়নের জন্য।
কামনা করি স্বউদ্যোগে কখনো এমন যেনো না করতে হয়।
ধন্যবাদ।