অবশেষে তুমি এলে গভীর এক রাতে,
খোঁপায় কৃষ্ণচূড়া পুর্ণিমা হাতে।
জগতের সবচেয়ে রূপ, রস,আর
মেলে দিলে যৌবন-প্রেম সমাহার।
সময় পুড়িয়ে যতোই উর্বশী সাজো,
হয় না তো তাতে এক পয়সার কাজও।
আন্ধার রাত্রির প্রতি ভাগে ভাগে,
জোস্না ও জোনাকিকে একইরূপ লাগে।
ললনা ও ছলনাতে ভেদাভেদ নেই,
সবাইকে একই লাগে আলো হারালেই।
————————0 0———————–
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এত সত্য কথা এভাবে বলতে সাহস লাগে,
কবির তা আছে!!
হালিম নজরুল
আপনার মতো মানুষ পাশে থাকলে সাহস বেড়ে যায়।
রোকসানা খন্দকার রুকু
অন্ধকারে সবাই দেবী। বাস্তবে নয়!
শুভ কামনা রইলো।
হালিম নজরুল
ঠিক। অন্ধকারে সবাই সমান।
হালিমা আক্তার
ললনা ও ছলনাতে ভেদাভেদ নেই, সবাইকে একই লাগে আলো হারালেই। অসাধারণ কাব্য চয়ন।
হালিম নজরুল
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
চমৎকার মন ভাবনার প্রকাশ কবি দা
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা
আরজু মুক্তা
হা হা। এতো সত্য কথা বলতে নেই।
শুভ কামনা ছড়াকার।
হালিম নজরুল
আপনারা আছেন বলেই সাহস পাই।
সুপর্ণা ফাল্গুনী
অন্ধকারের দেবী পেত্নী হয়ে ধরা না দিলেই হলো 🤣🤣🤣। সাহস আছে তা না হলে এভাবে সত্য কথা সবাই এভাবে জনসম্মুখে প্রকাশ করতে পারে না। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
হালিম নজরুল
পাশে থাকার জন্য ধন্যবাদ দিদি।
সাবিনা ইয়াসমিন
অন্ধকারের দেবী আধারেই সুন্দর, আলোতে সে ম্লান।
সব পুজারী যে সত্যিকারের ভক্ত নয় এটা দেবীও জানে, দেবী তো আর এমনি এমনি কেউ হয় না।
অর্থবহ ছোট লেখায় ভালো লাগা রইলো।
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।