অনু কাব্য

ইসিয়াক ১১ জুন ২০২০, বৃহস্পতিবার, ০৮:০৫:২২পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

[১]

মেঘ করেছে অভিমান দেখা দিলো রবি।
আয়নাতে মুখ বাড়াতেই ভাসলো তোমার ছবি।
দেখে তোমার অমন রূপ দীপ্ত হলো আভা।
পরিপূর্ণতাই একটি প্রেমের চিরন্তন শোভা।
[২]
চোখ ছলছল অবাধ অশ্রুজল।
মেনেছি তোমায়,
জেনেছি তোমায়,
তুমি কলঙ্ককাজল।
[৩]
আবার উঠলো চাঁদ আমার আকাশে।
আবার ফুটেছে কুসুম ফুল বাগিচায়।
বুলবুলি ও ফিরলো দিতে ফুল শাখাতে দোল।
তবে কি ফিরবে তুমি পরিযায়ী পাখির মতো?
[৪]
মেঠো পথের জঙ্গলে যে ফুলটি ফোটে।
অবহেলা অনাদরে তার জীবনটি কাটে।
জীবন কেন এমন প্রভু এতো নির্মমতা।
কারো কারো জীবন জুড়ে কঠিন বাস্তবতা।
তারপরেও এগিয়ে যাওয়া, মাথা তুলে বাঁচা।
চেষ্টা থাকে ভাঙবে একদিন অনিয়মের খাঁচা।
৬৮৯জন ৫৭৭জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ