
নিলামে তুলেছি আমার জমানো অনুভূতিগুলোকে।
কিনবে তুমি ? কমেই দেব, কিংবা দেব দরকষাকষি ছাড়াই!
কি পাবে তুমি ???
হ্যাঁ, পাবে তুমি একটা দগ্ধ, পুড়ে ছাই হওয়া,
বহু বছরের অপেক্ষমাণ রিদয়
যেখানে পড়ে রয়েছে তোমাকে নিয়ে দেখা বাহারী স্বপ্ন
এবং আধমরা স্বপ্নগুলোর আত্মচিৎকার ।
হাজারো অসমাপ্ত ক্যানভাসে আঁকা ছবি,
কোনটার নাম প্রতিক্ষা, কোনটা অপেক্ষা,
কোনটা অবহেলা, কোনটা বেদনা, কোনটা নামহীন।
পাবে, তোমাকে বলবার অপেক্ষায় রাখা
অজস্র অভিমানের পসরা;
দিনে দিনে বেডে যাওয়া, নতুন মোড়কের এক পাহাড় অভিমান;
যেগুলো আমি প্রতিদিন সাজাই নতুন করে, জিইয়ে রাখি, কোন একদিন তোমাকে একচোট বকে দেবার আশায়।
আদৌ তুমি শুনবো কিনা!
বা তোমার কত জনম যাবে শুনতে আমার জানা নেই।
পাবে তুমি, তোমার দেয়া ভুল কিছু শব্দ,
যেগুলো কেন বলেছিলে তুমি নিজেই জানোনা।
তোমার অসংখ্য ফেলে যাওয়া স্মৃতি,
কিছু সকাল, দুপুর, রাত যেগুলো জমা আজীবনের।
তোমার সেই স্পর্শগুলো যেগুলো অস্থির করে তোলে,
ভেঙেচুরে একাকার হই বারবার,
যেগুলো এখন আমার ভেঙ্গে যাওয়া মধ্যরাতের ঘুম।
পাবে, তোমার সেই বন্যচোখের অবাধ্য চাহনি,
যার কাছে সমর্পিত ছিলো আমার সকল আয়োজন।
আর তোমার কাছে বিনা বাক্য ব্যয়ে সমর্পিত,
আমার অতৃপ্ত ঠোঁটের হাজারো চুম্বন।
ছবি- নেটের।
১৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ একটি লেখা আপু। বিমোহিত লেখাটি পড়ে। প্রিয়জনের সাথে এমন অনুভূতি সত্যিই নিলামে ওঠানো দরকার যা অমূল্য, অতুলনীয়। অফুরন্ত শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
সত্যিই আপনি যখন বলেছেন তখন দিলাম নিলামে উঠিয়ে। ভালো থাকবেন দিভাই।
হালিমা আক্তার
অসাধারণ নান্দনিকতায় সমৃদ্ধ লেখা। ভালোবাসার সুন্দর অনুভূতি। এমন ভালোবাসা উঠুক নিলামে, আমি নিব আঁচলে জড়িয়ে। শুভ কামনা অবিরাম।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো আপু।
সাবিনা ইয়াসমিন
হায়রে, কি দিন এলো!
এখন ভালোবাসাও নিলামে উঠে!
ঘোর কলিযুগ দেখতে পাচ্ছি চোখের সামনে, এখানেই!!
রোকসানা খন্দকার রুকু
দিন এমনই,,,আমিও দেখতে পাচ্ছি ঘোর কলিযুগ!!!!
চিন্তা কি যে হবে?
নিতাই বাবু
অনেকদিন পর আপনার লেখা পড়লাম। পোস্টখানা ভালো লাগার মতো এবং নিখুঁত শব্দ গাঁথুনিতে নির্মাণ।
শুভকামনা সবসময়।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ দাদা। অনেকদিন পর আপনার মন্তব্যে কৃতজ্ঞ হলাম।
ছাইরাছ হেলাল
নিলাম কে কোথায় কখন জিতলো, আর কতজন-ই বা অংশগ্রহণ করেছে তা স্পষ্ট না।
অনেক দিন পর এমুন লেখা পেলাম।
রোকসানা খন্দকার রুকু
জী জাঁহাপানা ঠিকই বলেছেন তা অস্পষ্ট এখনও জানা যায়নি।
এমুন লেখা বেশি জ্বর হলেই আসে। অনেক ভুল বানান সমৃদ্ধ মধুময় নিলাম!!!
ছাইরাছ হেলাল
জ্বর হলে যদি এমন কিছু হয়
হোক-না একটু জ্বর-জ্বর, অল্পে-সল্পে!
কৈ!! ভুল বানাম তো দেখছি না!!
রেজওয়ানা কবির
ব্যাপার না দু একটা বানানই তো,তবুও তো নিলামে পৌছালো হরেকরকম অনুভূতি। অসাধারন লাগল, ভাবছি আবৃত্তি করব তোমার এই অনুভূতির নিলাম।
রোকসানা খন্দকার রুকু
তারাতারী আবৃতি করে ফেল!!! শুভ কামনা রইলো।
সুরাইয়া পারভীন
হায় রে হায়!
এলা কেংকা কতা কও দিনি বাপু
অনুভূতিও নিলামে তোলা যায়!
আগে জানলে হামিও এনা ট্যারাই করনোহনি
বেশ সুন্দর লিখেছেন আপু
অনেক অনেক ভালো লাগা রইল
রোকসানা খন্দকার রুকু
এবার টেরাই করেই দ্যাখেন। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আরজু মুক্তা
আষাঢ়ে বৃষ্টির ফলাফল ভালোই দেখা যাচ্ছে। সফাদার ডাক্তারও উপস্থিত নিলাম অনুষ্ঠানে। ভাগে পরলে মন্দ হয় না।
ফ্যান্টাসটিক লেখায় মুগ্ধতা রেখে গেলাম।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা ডাক্তার!!! অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইলো।
জিসান শা ইকরাম
অনুভূতিও নিলামে ওঠে! তাও আবার এত্ত এত্ত কিছু পাবে নিলাম ক্রেতা।
নিলামের একটা নিয়ম আছে, একটা ভিত্তি মূল্য থাকে। তা আপনার অনুভুতির ভিত্তি মূল্য দিন আগে। নইলে নিলাম ক্রয়ে কেউ আগ্রহী হবে না তো।
লেখকরা কত ভাবেই যে তাঁর অনুভূতি প্রকাশ করতে পারে!
লেখক হতে হবে,বুঝতে পারছি।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
হুম, তারাতারি লেখক হবার ব্যবস্থা করেন। আমরাও দেখি কিছু লেখার কেরামতি!!!