অতৃপ্তি

রিমি রুম্মান ২৭ অক্টোবর ২০১৫, মঙ্গলবার, ১০:৫০:১২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৩ মন্তব্য

ম্যাকডোনাল্ডস্‌ এর ব্রেকফাস্ট মেনু’র একটা খাবার বেশ পছন্দের। মাঝে মাঝেই খাই। আজও যাই সেখানে। খাবার ট্রেতে নিয়ে দোতলায় নিরিবিলি বসি যেন বাইরের দৃশ্য দেখা যায়। ওয়াই ফাই আছে। বিধায় খেতে খেতে আয়েশ করে নিউজ পেপারও পড়া যাবে ফোনে। কাঁচের দেয়ালে বাইরে তাকাই। কেবল দিনশুরুর ব্যস্ততা সবার।

ফোন অন করতেই বাবার ছবিটি ভেসে উঠে স্ক্রিনে। আমার বাবা ! হাসিমুখে চেয়ে থাকা মায়াময় মুখখানা ! এই মুখ দেখলে আমি একখণ্ড আবেগ হয়ে থম্‌কে থাকি। কত ছোট ছোট চাওয়া ছিল তাঁর। চাইলেই পূর্ণ করা যেতো। করিনি। গুরুত্ব দেইনি। ফোন করলেই কেবল আকাঙ্ক্ষার কথা, পরিকল্পনার কথা শুনাতো __ তুই দেশে আয়… তোকে নিয়ে অমুক জায়গায় যাবো… তমুক জায়গায় যাবো। আমার প্যারালাইজড বাবার পাখির মত মন। কতখানে উড়তে চাওয়া ! আমি যাইনি। চাওয়াগুলো অপূর্ণই পড়ে রইলো অনন্তকালের জন্যে !

কখনো বলতো__ পারলে মোস্তফাকে সাহায্য করিস… ওর ছেলেমেয়ে’রা লেখাপড়া করে… অভাবী… কুলাইতে পারে না। আমি সেটিও ভুলে থাকলাম। ভুলে থাকলাম, আমার বাবার একাকি সময়টাতে একাজে, ওকাজে সার্বক্ষণিক সাহায্যকারী রক্তসম্পর্কহীন মানুষটিকে। পরিবারটিকে।এমন ছোট ছোট চাওয়াগুলো সময়মত পূর্ণ না করতে পারার বেদনায় বিমর্ষ আমি খাবারে কামড় দেবার সময় দু’চোখ ঝাপসা হয়ে আসে। এক হাতে খাই। অন্য হাতে চোখ মুছি…

কেউ একজনের কণ্ঠস্বরে ফিরে তাকাই। “আর ইউ ওকে”, বললেন পাশের টেবিলের বৃদ্ধ লোকটি।বলি, আই অ্যাম ফাইন। তারপর কথা হয় আমাদের আরও কিছুটা সময়। জানালেন,কাছেই থাকে। মাঝে মাঝে এখানে আসে। খায়। বসে থাকে। স্মৃতিচারণ করে। তাঁর ছোট্ট মেয়েটি প্রায়ই এটা সেটা আবদার করতো, খেতে চাইতো। কখনো দিয়েছে। কখনো দেয়নি, এড়িয়ে গিয়েছে, ধম্‌কে দিয়েছে। মেয়েটি এখন বড় হয়েছে। দূরের শহরে থাকে। স্বামী, সংসার, সন্তান নিয়ে ব্যস্ত। বৃদ্ধ বাবা এখনো এই শহরেই একাকি। খাবার সময়টাতে মেয়েটির কথা ভাবে। বিষণ্ণ হয়। খেতে পারে না আর।

আমার সময় ফুরিয়ে আসে। “গুড বাই” বলে বাইরে খোলা আকাশের নিচে এসে দাঁড়াই। ব্যস্ত শহরের কোলাহলে, ভিড়ে মিশে যেতে যেতে ভাবি__ ভিন্ন ভিন্ন দেশে, ভিন্ন পরিবেশে, ভিন্ন সময়ে জন্মানো আমরা দু’জন মানুষ। অথচ কতোই না মিল ! প্রিয় মানুষের ছোট ছোট চাওয়াগুলো পূর্ণ করতে না পারার অতৃপ্তিতে প্রতিনিয়ত কুঁড়ে কুঁড়ে খাওয়া দু’জন মানুষ ! পার্থক্য শুধু __ একজন কারো পিতা, অন্যজন কারো কন্যা।

প্রিয় মানুষগুলোর ছোট ছোট চাওয়াগুলো আমরা মনের অজান্তেই কতোই না হেলা ফেলা করি। তাইনা ?

৪৫৭জন ৪৫৭জন
0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ