মুখটা ঊনপঞ্চাশ করে,
শীতের রাতেও খালি গায়ে,
হালকা আলোতে খাটের একদম কোণে বসে,
দুর্বল হাতে মোটা চালের ভাত কচলাচ্ছি,
তিক্ত চোখের জল ডালের বেশে ভাতের সাথে মিশে গেছে,
আমি মুঠোভরে ভাত গিলছি আর ডুকরে উঠে কাঁদছি;
আমার অনুভূতি আমাকে আজ কামড়াচ্ছে,
স্মৃতিগুলো ধারালো খোঁচা দিচ্ছে,
ভালোবাসা আর আবেগ আমাকে বশ করেছে, খাচ্ছে কুরে কুরে,
তোমার নীরবতা আমাকে প্রতিবন্দি করে তুলেছে,
তোমার অনুপস্থিতি আমাকে অদৃশ্য করে তুলেছে।
ভাবছো হয়তো আমি তোমার ভালোবাসার ঈশ্বর হতে পিছপা হবো।
উহু, কোনোদিনও না, কেননা তুমিই আমার জীবনের মাত্রা।
৯টি মন্তব্য
লীলাবতী
লেখাটি প্রকাশে কোন ভুল হয়েছে।এডিট করে দিন।অথবা মুছে ফেলে নতুন ভাবে পোষ্ট দিন।
মাসঊদ্
হুম, ধন্যবাদ..বুঝতে পেরেছি সমস্যাটা কোথায়…
🙂
NeonNebula
লীলাবতী, আপনার লেখায় ভাল লাগার মত অনেক কিছুই আছে।।
লীলাবতী
এটি আমার লেখা নয়,এটি লিখেছেন মাসঊদ্।
NeonNebula
হুহ! একটু পরে বুঝতে পারলাম, লিখাটা আপনার ছিল না… ব্লগ ব্যাপারটায় অন্যভস্ত ।। অনেক কিছু প্রথমে বুঝে নিতে হচ্ছে, চোখ এড়িয়ে যাচ্ছিল। যাই হোক আপনার একখানা লেখা কিছুমাত্র আগে পড়লাম। আশা করি সাথে থাকা হবে।
মামুন
ভাবছো হয়তো আমি তোমার ভালোবাসার ঈশ্বর হতে পিছপা হবো।
উহু, কোনোদিনও না, কেননা তুমিই আমার জীবনের মাত্রা। ভালো লাগলো।
শুন্য শুন্যালয়
সুন্দর একটা দৃশ্য এঁকেছেন আবেগ প্রকাশের। ভালো লেগেছে।
বন্দনা কবীর
আবেগের সুন্দর প্রকাশ।
মাসঊদ্
ধন্যবাদ, বন্দনা দি…
🙂