# সোনেলায় লেখা আরম্ভ করেন,
*হা হা হা, সোনেলায় লিখতে অনেক সাহস থাকতে হবে।
# আরে, কিছুই লাগবে না। সব আমরাই , নিজেদের ব্লগ,এর চেয়ে বড় সাহস আর আছে কি?
* ঠিক আছে দেন আইডি খুলে,,
# কি করবো বলুন,
* আপনি নিজের মনের মত করে দিন। আমাকে শুধু ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেই হবে।
# হুম, হয়ে গেছে এই নেন আপনার আইডির লিংক।
* থ্যাংকু ভেরি মাচ!!
# স্বাগতম
*ইয়েস, সব ঠিক আছে, আমি বুঝাতে পারবোনা, অনেক খুশি হয়েছি, এখন থেকে আপনাদের লেখাগুলো ভালো করে পড়তে পারবো। থ্যাংক্স এগেইন।
# মাথার মধ্যে কিছু কথা গেথে নিন,
* বলুন,,
# সোনেলায় লেখা মানে কোনো নোবেল পুরস্কারের জন্য নয়,
* আর??
# এখানে কোনো পরীক্ষা নয় যে,কারো লেখার ভালো খারাপে পাশ ফেলের কিছু নেই।
* তারপর?
# এটি আপনার বাড়ির উঠোন, যেমন ইচ্ছা তেমন করবেন, লাফাবেন, এক্কা দোক্কা খেলবেন, জোরে গান গাইবেন, মনে যা চায় তাই করবেন। সর্বোপরি এটি আপনার নিজেরও ব্লগ। যা মন চায় তাই লিখবেন।
* হা হা হা, শুনছি বলে যান,
# আমি নেইলকাটার দিয়ে নখ কাটতে পারিনা এটাও কিন্তু লিখেছি, ছোটবেলায় মুরগি ভয় পেতাম, এটাও শেয়ার করেছি। তাই যেমন খুশি তা লিখুন। বলা শেষ।
ও আর একটি কথা আছে,
* কি??
# আপনি আপনার নিজের আনন্দের জন্যে লিখবেন, অন্যের জন্যে নয়।
* আমি নখ কাটতে পারি আর মুরগিকেও ভয় পাই না। সময় ও সুযোগ মতো লিখবো ওকে।
# আচ্ছা লিখুন। আর কোন কিছু বুঝতে সমস্যা হলে নক করবেন। একটুও ভাব্বেন না যে,আমি ভাইয়াকে বিরক্ত করছি। যত ইচ্ছে বিরক্ত করার চেষ্টা করবেন, কিন্তু আপনি সফল হবেন না। অর্থাৎ আমি বিরক্ত হই না।
* ওকে, তবে আমি আগে আপনাদের লেখা পড়বো, অনেকের লেখাতে হয়তো মতামতও দিবো। তারপর নিজে কিছু লিখবো,, ঠিক আছে?
# সেটাই করা উচিত যা আপনি ভাবছেন। আগে পাঠক হওয়া ভালো। অন্যের লেখায় মন্তব্য করে মতামত জানানো উচিৎ, এরপর লেখা।
* আমি আসলে শিখতে চাই, কাউকে জানতে হলে বা বুঝতে হলে তার লেখা পড়তে হবে।
# ঠিক, আপনি লগইন করতে পারেন কিনা জানাবেন। ক্ষুধা লেগেছে, খেয়ে আসি।
*ওকে, শুভরাত্রি।
# আচ্ছা ভালো থাকুন, শুভ রাত্রি।
* অতঃপর আমি “সাবিনা ইয়াসমিন” সোনেলায়।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জিসান শা ইকরাম
২১টি মন্তব্য
রিতু জাহান
স্বাগতম আমাদের সোনেলার উঠনে। চমৎকার বলেছেন, আগে পাঠক তারপর লেখক। হুম, আমি প্রচুর পড়তে পছন্দ করি। পড়ার কোনো বিকল্প নেই। মন খুলে লিখুন।
ধন্যবাদ শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ।অনুপ্রেরণা দেয়ার জন্যে।আপনাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।
মোঃ মজিবর রহমান
আপুরে সোনেলা সব অধিকার দিচ্ছে কিন্তু অপরের অধিকারে( মানে ধর্ম, মুক্তিযুদ্ধ,) কিছু নীতিমালা আছে।
সোনেলায় ভালবাসার অভাব নাই।
যতখুশি লিখুন মনের আকুনি
যতখুশি লিখুন আনন্দ হাসিখুশি।
মনের ইচ্ছে উড়াল দিন ঊর্ধ্ব আকাশে
মাতুন উড়ুন যতখুশি তত জিবনে।
বাহির করুন জিবনের রহস্য
পাবলিশ করুন সোনেলা ঊঠানে।
সোনেলায় নোবেল থেকে উত্তম
আছে হাস্যময় বন্ধুমহল।
উড়িয়ে দিন আপনার
মনের যত ইচ্ছা সোনেলায়।
সাবিনা ইয়াসমিন
ভাইরে,আমি নিতান্তই অল্প জ্ঞ্যানের মানুষ।ধর্ম বা মুক্তিযুদ্ধ নিয়ে লেখার জন্যে অপরিসীম জ্ঞ্যান ও ধারনা আমার নেই।ইনশাহ আল্লাহ আমার দ্বারা ব্লগের কোন নিয়ম শৃংখলা ভংগ হবে না।আমার লেখাটি পড়ার জন্যে অনেক ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
আপনার লেখার অপেক্ষায় রইলাম আপু। আমি পাঠক। পড়তে চাই।
সাবিনা ইয়াসমিন
আমি নিজেও পাঠক।আশা করছি শিখতে পারলে আমিও লিখবো।ধন্যবাদ ভাই।ভালো থাকবেন।
মাহমুদ আল মেহেদী
আপনার আমার আমাদের সবার উঠান সোনেলায় স্বাগতম।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ।শুভকামনা জানবেন।
জিসান শা ইকরাম
আমাদের সোনেলায় স্বাগতম -{@
শেষ পর্যন্ত দিলেন তাহলে পোষ্ট 🙂
অবশ্য সোনেলার পাঠক হয়ে ছিলেন অনেক বছর, দুই তিন দিন আগে মন্তব্যকারী হয়ে এলেন, আর এখন লেখক/ ব্লগার হয়ে।
মিলে মিশে একাকার হয়ে যান সবার সাথে।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
কি নিয়ে লিখবো শুধু ভেবেই যাচ্ছিলাম।তারপর মনে হলো শুরু দিয়েই শুরু করি।অনেক ধন্যবাদ ও কৃজ্ঞতা আমাকে আন্তরিকতার সাথে সোনেলায় গ্রহন করার জন্যে।
তৌহিদ ইসলাম
কথাটি দারুন আগে পাঠক তারপরে লেখক। আমরা অনেকে শুধু বলতে চাই, কেউ শুনতে চাইনা। আনন্দ পেলাম আপু লেখাটি পড়ে।
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক ধন্যবাদ।পড়ার কোন বিকল্প নেই।আমার কাছে কোন কিছু লেখা অথবা বলা বেশ কঠিন মনে হয়।তার চেয়ে অন্যের লেখা পড়া বেশি আনন্দ দায়ক।ভালো থাকবেন।শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে, আমাদের মাঝে আসার জন্য।
লিখুন লিখুন, রোজই লিখুন, মন যা চায়।
আমরা পড়ব মন দিয়েই।
সাবিনা ইয়াসমিন
আপনাদের লেখা গুলো পড়তে পড়তে একদিন হয়তো সত্যিই কিছু লিখতে পারবো। আপাতত শিখতে চাই,,, এই জন্যে এখন থেকে শুধুই পড়বো।অনেক ধন্যবাদ আমার এই অলেখা টি পড়ার জন্যে।
মায়াবতী
পাঠক তো আমরা ছোট বেলা থেকে ই আপু , তাই নয় কি ? আপনি সোনেলায় অলরেডি লেখক হয়ে ই গিয়েছেন । 😀
লিখুন পড়ুন আর সোনেলায় ছড়িয়ে পরুক।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ। চেষ্টা করবো। পড়তে পড়তে হয়তো লিখতেও শিখে যাব। 😀
নীলাঞ্জনা নীলা
সোনেলা নীড়ে আপনাকে স্বাগতম।
লিখুন নিজের মন যা চায়।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ আপু,, অনুপ্রাণিত হলাম।
পথহারা পাখি
খুব সত্যি, আপু (3 -{@ 🙂
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ পাখি আপু।শুভকামনা রইলো। -{@
রোকসানা খন্দকার রুকু
জিসান ভাই বিরক্ত হয়না কেন যে! এরকম মানুষের ধৈর্যের কারনেই আমরাও আপনার মত একজনকে পেয়েছি।
যার লেখা পড়তে কেমন ঘোর লাগে, নেশা ধরে যায়।
শেষ কেন হয়? আবার পড়ি একেবারে চিরনতুন।
একই সাথে আবেগ,প্রেম,ভালোবাসা, বিরহ সব ছড়িয়ে থাকে।
শুভ কামনা দু’জনের জন্যই।